ব্রিটেনের জেলে ৩৬ বছর ধরে হাজতবাস করছেন জেরেমি ব্যাম্বার। পালিত বাবা, মা-সহ নিজের পরিবারের পাঁচ জনকে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগের সত্যতা প্রমাণিতও হয়েছে আদালতে।
ব্রিটেনের আদালতে পরিবারের সদস্যদের নৃশংস ভাবে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হন জেরেমি। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়।
ব্যাম্বারের হাতে খুন হয়েছিলেন তাঁর পালিত বাবা, মা, বোন এবং বোনের দুই যমজ সন্তান। আশির দশকের এই ঘটনা ‘হোয়াইট হাউজ় ফার্ম হত্যা’ নামে পরিচিত। এখনও যে কথা মনে করলে শিউরে ওঠেন অনেকে।
১৯৬১ সালে ব্যাম্বারের জন্ম। জন্মের পরেই তাঁর জন্মদাত্রী তাঁকে পরিত্যাগ করেন। ছ’মাসের ব্যাম্বারকে দত্তক নেন ইংলন্ডের অভিজাত দম্পতি নেভিল এবং জুন। এর চার বছর আগে এক শিশুকন্যাকেও দত্তক নিয়েছিলেন তাঁরা।
দিদি শীলার সঙ্গে হেসেখেলে বড় হয়েছেন ব্যাম্বার। তাঁকে একটি আবাসিক স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল। কিন্তু মাঝপথে সেই স্কুল ছেড়ে দিয়েছিলেন ব্যাম্বার। পড়াশোনায় তাঁর মন ছিল না। যে কারণে বাবা তাঁর উপর ক্ষুব্ধও ছিলেন।
তদন্তকারীরা জানতে পারেন, যৌবনে অনেক মেয়ের সঙ্গেই প্রেম এবং শারীরিক সম্পর্ক ছিল ব্যাম্বারের। এমনকি, পুরুষ বন্ধুদের সঙ্গেও যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন তিনি।
ব্যাম্বারের বাবা এর পর পড়াশোনার জন্য তাঁকে অস্ট্রেলিয়া এবং নিউজ়িল্যান্ডে পাঠান। কিন্তু অভিযোগ, সেখানে গিয়ে মাদকের নেশায় জড়িয়ে পড়েছিলেন তিনি। বিদেশে গয়নার দোকানে ডাকাতির অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।
দেশে ফিরে বাবার খামারে কাজ করতেন ব্যাম্বার। নেভিল তাঁকে সম্পত্তির ভাগ দিয়েছিলেন। একটি গাড়ি এবং বাড়িও পারিবারিক সূত্রে ভোগ করতেন ব্যাম্বার। খুনের কয়েক সপ্তাহ আগে পরিবারের মালিকানাধীন একটি বাড়িতে চুরি করেছিলেন ব্যাম্বার। বিচার চলাকালীন সে কথা আদালতে ফাঁস করে দেন তাঁর তৎকালীন প্রেমিকা।
১৯৮৫ সালের ৭ অগস্ট ব্যাম্বারদের খামার বাড়িতে ৫টি খুন হয়। ভোর সাড়ে ৩টে নাগাদ পুলিশকে ফোন করে ডাকেন ব্যাম্বার নিজেই। তাঁর দাবি ছিল, দিদি শীলা নেভিলের বন্দুক দিয়ে সকলকে মেরেছেন। তার পরে আত্মঘাতী হয়েছেন।
ব্যাম্বারের দাবি, খুনের সময় তিনি বাড়িতে ছিলেন না। বাবার ফোন পেয়ে ছুটে আসেন। এসে দেখেন, সকলেই মারা গিয়েছেন। পুলিশ এসে শীলার হাতেই বন্দুক দেখেছিল। তাঁর মৃতদেহের উপর গলার নীচে তাক করে রাখা ছিল বন্দুকটি।
একই সঙ্গে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ব্যাম্বারের পালিত মা জুন, বাবা নেভিল এবং শীলার ছ’বছর বয়সি যমজ সন্তান নিকোলাস এবং ড্যানিয়েলের দেহ। প্রত্যেককেই খুব কাছ থেকে গুলি করা হয়েছিল বলে দাবি পুলিশের। মোট ২৫ রাউন্ড গুলি চলেছিল সে রাতে।
ব্যাম্বারের দিদি শীলা মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন না। ঘটনার কয়েক মাস আগে অসুস্থ অবস্থায় একটি মানসিক হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি। এই দিদির ঘাড়েই বন্দুক রেখে বাঁচতে চেয়েছিলেন ব্যাম্বার। তাঁর দাবি, দিদি হঠাৎ উত্তেজিত হয়ে পড়েছিলেন। বাড়িতে অশান্তি চলছিল। বাবার বন্দুক নিয়ে তিনিই গুলি চালান।
বিচারপ্রক্রিয়া চলাকালীন ব্যাম্বারের এই দাবি খারিজ হয়ে যায়। শীলার পক্ষে এই কাণ্ড ঘটানো সম্ভব নয় বলে প্রমাণ পান তদন্তকারীরা।
১৯৮৬ সালের ২৮ অক্টোবর পালিত বাবা, মা এবং পরিবারের বাকিদের খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় ব্যাম্বারকে। কিন্তু তিনি কখনও খুনের কথা স্বীকার করেননি। বরং ৩৬ বছর জেল খাটার পরেও তিনি নিজের দাবিকে অনড় থেকেছেন। শীলার চালানো গুলিতেই সকলের মৃত্যু হয়েছিল বলে দাবি তাঁর।
জেলে থেকেও একাধিক বার নিজেকে নির্দোষ বলে দাবি করে মুক্তির আবেদন জানিয়েছেন ব্যাম্বার। কিন্তু তাঁর আবেদন খারিজ হয়ে গিয়েছে।
ব্যাম্বারের পক্ষের আইনজীবী এবং তদন্তকারীরা দাবি করেছেন, নেভিলের পিঠে বন্দুকের আঘাত ছিল না। রান্নাঘরের ওভেনে ছ্যাঁকা লেগেছিল তাঁর। এই তথ্যের মাধ্যমে তাঁরা প্রমাণ করার চেষ্টা করছেন, ব্যাম্বার নির্দোষ। আসল খুনি তাঁর দিদিই।
৩৬ বছর পরেও জেল থেকে মুক্তির স্বপ্ন দেখছেন ব্যাম্বার। আদালত তাঁকে দোষী হিসাবে চিহ্নিত করেছে। কিন্তু তিনি নিজের দাবিতে অনড় থেকে গিয়েছেন।