বুধবার আমেরিকার ফ্লরিডা উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়ান। এর ফলে ফ্লরিডা উপকূলীয় অঞ্চলে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড বিভিন্ন এলাকা।
আমেরিকার আবহবিদদের মতে ইয়ান আমেরিকার বুকে আছড়ে পড়া সব থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলির মধ্যে অন্যতম।
ঝোড়ো হাওয়ার বেগ এতটাই যে, কোনও মানুষের পক্ষে এই ঝড়ের সামনে দাঁড়িয়ে থাকাও প্রায় অসম্ভব।
ইয়ানের প্রভাবে ফ্লরিডার সমুদ্র উত্তাল। প্রচুর হাঙর উত্তাল সমুদ্র থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে উঠে এসেছে।
ইয়ান একটি ‘ক্যাটাগরি-৪’ ঘূর্ণিঝড়। সাধারণত ‘ক্যাটাগরি-৪’ ঘূর্ণিঝড়ের শক্তি প্রচণ্ড বেশি হয়।
ফ্লরিডা উপকূলীয় অঞ্চলে ইয়ান আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪১ কিলোমিটার।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ফ্লরিডায় বসবাসকারী প্রায় ১৮ লক্ষ মানুষের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফ্লরিডার তিনটি কাউন্টিতে প্রায় প্রতিটি বাড়িতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ।
ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ফ্লরিডার বেশির ভাগ বৈদ্যুতিক স্তম্ভ। বেশ কয়েকটি বৈদ্যুতিক স্তম্ভে আগুনও ধরে যায়।
ফ্লরিডার রাস্তা জনমানবহীন। মানুষ বাড়ির বাইরে পা দেওয়ার সাহস করছেন না। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর থেকে বন্ধ ব্যবসা-বাণিজ্যও।
ইয়ানের ফলে ফ্লরিডার সামগ্রিক পরিস্থিতির খোঁজ নিতে বেরিয়ে হাওয়ায় প্রায় উড়ে যেতে দেখা গিয়েছে এক সাংবাদিককে।
ইয়ানের প্রভাবে ফ্লরিডার সর্বত্র বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইয়ান-বিধ্বস্ত মানুষদের পরিষেবার জন্য প্রশাসনের তরফে ইতিমধ্যেই ৩০০টি মেডিক্যাল দল তৈরি রাখা হয়েছে।
ঝড়-পরবর্তী সময়ে জোগান দেওয়ার জন্য ৩৭ লক্ষ মানুষের খাবারও মজুত রেখেছে ফ্লরিডার প্রশাসন। মজুত করে রাখা হয়েছে ৩৫ লক্ষ লিটার জলও।
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লরিডার জনগণকে আশ্বস্ত করে জানিয়েছেন, সরকারের তরফে শহর পরিষ্কার করার ব্যবস্থা করা হবে। সরকার ভেঙে যাওয়া বাড়িঘরগুলি পুনর্নির্মাণে সহায়তা করবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
ফ্লরিডায় আছড়ে পড়ার আগে এই ঝড় আঘাত হানে পূর্ব কিউবায়। এই ঝড়ের প্রভাবে সেখানে দু’জনের মৃত্যুও হয়েছে।
কিউবায় বিদ্যুতের একটি গ্রিডও এই ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত। ঝড়-বৃষ্টির কারণে সে দেশেও এক কোটি মানুষের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইয়ান আছড়ে পড়ার কারণে ফ্লরিডা উপকূলে নৌকা উল্টে কিউবার ২০ জন নিখোঁজ।