বিশ্বকাপে যে ম্যাচের জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করে থাকেন ক্রিকেটপ্রেমীরা, শনিবার সেই ম্যাচের দিন। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান।
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচটি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসের শেষে স্কোরবোর্ড বলছে, ভারতের সামনে লক্ষ্য ১৯২ রান।
শুরুটা ভালই করেছিল পাকিস্তান। ইমাম-উল-হক এবং আবদুল্লাহ্ শফিকের সামনে যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের বোলিংয়ে তেমন কোনও ধার চোখে পড়েনি। সহজেই একের পর এক বাউন্ডারি মারছিলেন পাক ব্যাটাররা।
আট নম্বর ওভারে পাকিস্তানের প্রথম উইকেট পড়ে। আবদুল্লাহ্কে ২০ রানের মাথায় এলবিডব্লিউতে ফেরান সিরাজ। এর আগে বুমরা নিজের তৃতীয় ওভারটি রানশূন্য (মেডেন) রেখেছিলেন। ১৩ নম্বর ওভারে আর এক ওপেনার ইমামকে ফেরান হার্দিক।
আবদুল্লাহ্ এবং ইমাম খুব বেশি এগোতে না পারলেও শুরুতে ভাল খেলেছেন। বিশ্বকাপের বড় ম্যাচে তাদের ২০ এবং ৩৬ রান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আনন্দবাজার অনলাইনের বিচারে তাঁরা পাবেন ১০-এর মধ্যে ৬।
পাকিস্তানের ইনিংসকে এর পর অনেক দূর টেনে নিয়ে যান অধিনায়ক বাবর আজ়ম এবং মহম্মদ রিজ়ওয়ান। ৩০ নম্বর ওভারে তৃতীয় উইকেট পড়ে। অর্ধশতরান করার পরেই সিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাবর। তিনি পাবেন ৭।
কুলদীপ যাদবের বলে আউট হন সাউদ সাকিল। ভারতের বিরুদ্ধে তাঁর অবদান ১০ বলে মাত্র ৬ রান। আনন্দবাজার অনলাইনের বিচারে তাঁর প্রাপ্য ১০-এর মধ্যে ৩।
একই ওভারে ইফতিকার আহমদকেও ফেরান কুলদীপ। তিনি ৪ বল খেলে একটি মাত্র বাউন্ডারি মারতে পেরেছেন। আনন্দবাজার অনলাইনের বিচারে তাঁর প্রাপ্য ১০-এর মধ্যে ২।
৩৪ নম্বর ওভারে রিজ়ওয়ানকে আউট করেন বুমরা। অর্ধশতরান থেকে মাত্র এক রান দূরে ছিলেন পাক ব্যাটার। তাঁর ইনিংসও গুরুত্বপূর্ণ হতে পারে আমদাবাদের ম্যাচে। তিনি পাচ্ছেন ৭।
শাদাব খানও ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি। পাঁচ বলে মাত্র ২ রান করে বুমরার বলে বোল্ড হয়ে যান তিনি। তাঁরও প্রাপ্য ১০-এর মধ্যে ২।
১৪ বলে ৪ রান করে ফেরেন মহম্মদ নওয়াজ়। মনে রাখার মতো কিছু তিনি করতে পারেননি। তাঁর প্রাপ্য ১০-এ ২।
এর পর হাসান আলিকে ফেরান রবীন্দ্র জাদেজা। তাঁর অবদান ১৯ বলে ১২ রান। দু’টি বাউন্ডারি মেরেছেন তিনি। আনন্দবাজার অনলাইনের বিচারে তাঁর প্রাপ্য ৩।
হ্যারিস রউফের অবদান ৬ বলে মাত্র ২ রান। আনন্দবাজার অনলাইনের বিচারে তাঁর প্রাপ্য ১।
ভারতের তরফে সিরাজ পাকিস্তানের গুরুত্বপূর্ণ দু’টি উইকেট নিয়েছেন। বাবর এবং ওপেনার আবদুল্লাহ্কে ফিরিয়েছেন তিনি। তাঁর প্রাপ্য ৮।
বুমরাও দু’টি উইকেট নিয়েছেন। সঠিক সময়ে রিজ়ওয়ানকে ফেরাতে না পারলে ম্যাচের গতি অন্য দিকে ঘুরে যেতে পারত। আনন্দবাজার অনলাইনের বিচারে তাঁর প্রাপ্য ৮।
পাকিস্তান ম্যাচে হার্দিকের আগ্রাসন আলাদা করে নজর কেড়েছে। তাঁর ঝুলিতে ওপেনার ইমাম-সহ দু’টি উইকেট। আনন্দবাজার অনলাইনের বিচারে তাঁর প্রাপ্য ৭।
কুলদীপ পাকিস্তানের দু’টি উইকেট নিয়েছেন। এক ওভারে পর পর দু’টি ধাক্কা তিনি দিয়েছেন পাক শিবিরকে। তাঁর প্রাপ্য ৮।
রবীন্দ্র জাদেজা দু’টি উইকেট নিয়েছেন। তাঁর শিকার হাসান আলি এবং হ্যারিস রউফ। আনন্দবাজার অনলাইনের বিচারে তাঁর প্রাপ্য ৬।
শার্দূল ঠাকুর কোনও উইকেট পাননি। তাঁকে দেওয়া হল ১০-এর মধ্যে ০।