ধর্মের অনুশাসনকে পাশ কাটিয়ে মনের মিলন, প্রেম, বিয়ে— টেলিভিশন দুনিয়ায় কোনওটাই নতুন নয়। শুধু রুপোলি পর্দা নয়, বাস্তবেও ধর্মের উপরে প্রেমকে প্রাধান্য দিয়েছেন অনেক তারকা। বলিউডে আন্তর্ধর্মীয় বিবাহের উদাহরণ রয়েছে ভূরি ভূরি।
হিন্দি টেলিভিশনের পর্দায় জনপ্রিয় তারকাদের মধ্যেও ভিন্ন ধর্মে বিয়ের ঘটনা নতুন নয়। প্রেমের ক্ষেত্রে ধর্মের বেড়াজালকে কার্যত উপেক্ষা করে ঘর পেতেছেন অনেকেই।
কেউ ধর্ম বদল করেছেন, কেউ ধর্ম পরিবর্তন না করেই সুখে সংসার করছেন। রইল টেলি দুনিয়ার তেমন কিছু তারকা দম্পতির হদিস।
এ ক্ষেত্রে প্রথমেই যাঁদের নাম উঠে আসে তাঁরা হলেন, দীপিকা কক্কড় এবং শোয়েব ইব্রাহিম। ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকে অভিনয় করতে করতে একে অপরের কাছাকাছি আসেন তাঁরা। জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তাঁদের চার হাত এক হয়েছে। বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দীপিকা। এটি নায়িকার দ্বিতীয় বিয়ে।
৬ বছরের প্রেমের পর ২০১৬ সালের ২৫ জানুয়ারি বিয়ে করেন টেলি তারকা সনায়া ইরানি এবং মোহিত সেহগাল। পর্দায় হোক কিংবা পর্দার বাইরে, তাঁদের রসায়ন এতই জনপ্রিয় যে, এই তারকা যুগলকে ‘টিভি টাউনের রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’সুজা’ বলা হয়ে থাকে। ধর্মের দিক দিয়ে সনায়া পারসি এবং মোহিত শিখ।
কিশ্বর মর্চেন্ট এবং সুয়শ রায় টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি। ‘পেয়ার কি এক কহানি’ ধারাবাহিকের হাত ধরে তাঁদের আলাপ। ৪ বছরের প্রেমের পর কিশ্বর, সুয়শ গাঁটছড়া বাঁধেন ২০১৬ সালের ডিসেম্বরে। কিশ্বর তাঁর স্বামীর থেকে বয়সে ৮ বছরের বড়। কিন্তু মুসলমান কনে এবং শিখ বরের এই বিয়েতে ধর্ম বা বয়স, কোনওটাই বাধা হয়ে দাঁড়ায়নি।
বিয়ে করে ১৮ বছর ধরে চুটিয়ে সংসার করছেন হিন্দি টেলিভিশন তারকা ছবি মিত্তল এবং মোহিত হুসেন। তাঁদের মেয়ের নাম আরিজ়া, ছেলে আরহাম। অথচ, এই বিয়ের পথেই কাঁটা হয়ে দাঁড়িয়েছিল ধর্ম। পরিবারের সঙ্গে রীতিমতো লড়াই করে গাঁটছড়া বেঁধেছেন ছবি-মোহিত। হিন্দু পরিবারের মেয়ে হয়ে মুসলমানকে বিয়ের বিষয়টি প্রথমে কিছুতেই মেনে নিতে পারেননি নায়িকার বাবা-মা। তবে সময়ের সঙ্গে সঙ্গে মোহিত তাঁদের মন জিতে নেন। ২০০৪ সালে প্রেমিক যুগলের চার হাত এক হয়।
হুসেন কুয়াজেরওয়ালা এবং টিনা দারিরার প্রেম সেই কলেজ জীবন থেকে। তাঁদের সম্পর্ক অবশেষে বিয়ের পিঁড়িতে গড়ায় ২০০৫ সালে। হুসেন মুসলমান, টিনা শিখ। ধর্মকে তাঁরাও খুব একটা পাত্তা দেননি। দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য তাঁদের।
‘বড়ে অচ্ছে লাগতে হ্যায়’ ধারাবাহিক খ্যাত চহাত খন্নাও ভিন্ন ধর্মে বিয়ে করেন। ২০১৩ সালে তিনি গাঁটছড়া বাঁধেন ব্যবসায়ী ফারহান মিরজ়ার সঙ্গে। তবে ২০১৮ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। এই তারকা দম্পতির দুই মেয়ে রয়েছে। তাদের নাম জোহর এবং আমাইরা।
জনপ্রিয় মডেল তথা টেলি অভিনেত্রী আশকা গোরাদিয়া ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন আমেরিকান ব্যবসায়ী ব্রেন্ট গোবলকে। আশকা গুজরাতি মেয়ে, তাঁর স্বামী খ্রিস্টান। বিয়ের ক্ষেত্রে তাঁরা কেউ ধর্মকে প্রাধান্য দেননি একেবারেই।
টেলি অভিনেত্রী আমনা শরীফ ২০১৩ সালে প্রেমিক তথা প্রযোজক অমিত কপূরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। আমনা মুসলমান, অমিত হিন্দু। ধর্মের ভেদাভেদ তাঁদের সম্পর্কে কোনও বাধা আনতে পারেনি।
অভিনেতা ইকবাল খান শিখ মেয়েকে বিয়ে করেন। স্নেহা ছাবড়ার সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন বহুজনবিদিত। ২০০৭ সালে তাঁদের চার হাত এক হয়।
হিন্দি টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ শমীন মন্নান। অতুল কুমারের সঙ্গে তাঁর প্রেম নিয়ে ইন্ডাস্ট্রিতে চর্চা জারি ছিল বেশ কয়েক বছর। অবশেষে ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন এই হিন্দু-মুসলিম জুটি।
আন্তর্ধর্মীয় বিয়ের নজির বলিউডেও কম নেই। শাহরুখ-গৌরী থেকে শুরু করে সইফ-করিনা, রিতেশ-জেনেলিয়া— ভিন্ধর্মী তারকাদের সুখী দাম্পত্যের নজির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বি-টাউনে।
বড় পর্দা হোক বা ছোট, তারকা দম্পতিদের ছক ভাঙতে দেখা গিয়েছে বার বার। গল্পের মতো বাস্তবেও তাঁরা প্রমাণ করেছেন, প্রেম ধর্ম, বর্ণ জাতপাত— কিছুই মানে না। মনের মিলনই গড়ে তোলে সুখী দাম্পত্য।