টেলিভিশনের পর্দায় সর্বাধিক চর্চিত এবং জনপ্রিয় শো হল ‘বিগ বস্’। সেই রিয়্যালিটি শোয়ের অষ্টাদশ সিজ়ন চলছে। তা নিয়েই মেতে রয়েছেন দর্শকের অধিকাংশ। বড় পর্দার নায়িকা থেকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ছোট পর্দার খ্যাতনামী অভিনেতারাও। এঁদের মধ্যে সম্পত্তির দিক থেকে কে এগিয়ে রয়েছেন?
দক্ষিণী ফিল্মজগতে পা রেখে কেরিয়ার শুরু করেন শ্রুতিকা অর্জুন। তামিল এবং মালয়ালম ছবিতে অভিনয় করেন তিনি। দু’বছর পর অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন শ্রুতিকা।
দক্ষিণের একাধিক রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছেন শ্রুতিকা। একাধিক শোয়ের সঞ্চালনার দায়িত্বেও দেখা গিয়েছে তাঁকে।
বর্তমানে ‘বিগ বস্ ১৮’-এ প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছেন শ্রুতিকা। জানা গিয়েছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ পাঁচ থেকে সাত কোটি টাকা।
২০১৫ সালে ‘ইশক কা রং সফেদ’ নামের হিন্দি ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয়ের সুযোগ পান ইশা সিংহ। ছোট পর্দার মাধ্যমেই কেরিয়ার শুরু করেন তিনি।
ইশার কেরিয়ারের ঝুলিতে ‘ইশক সুভান আল্লাহ’, ‘এক থা রাজা, এক থি রানি’র মতো একাধিক হিন্দি ধারাবাহিক রয়েছে। ‘বিগ বস্ ১৮’-এর প্রতিযোগী ইশার মোট সম্পত্তির পরিমাণ ২৫ কোটি টাকা।
২০১৭ সালে ‘শেঠজি’ ধারাবাহিকে বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন অবিনাশ মিশ্র। তার পর ‘ইশকবাজ’, ‘ইয়ে তেরি গলিয়াঁ ’, ‘ইয়ে রিশতে হ্যায় প্যার কে’, ‘তিতলি’, ‘মিঠা খট্টা প্যার হমারা’র মতো একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন অবিনাশ।
‘বিগ বস্ ১৮’ রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীদের মধ্যে অন্যতম অবিনাশ। সূত্রের খবর, তাঁর মোট সম্পত্তির পরিমাণও সাত কোটি টাকা।
২০১৬ সালে সম্প্রচারিত ‘পবিত্র বন্ধন’ নামের হিন্দি ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় কেরিয়ার শুরু করেন চাহত পাণ্ডে। তার পর ‘হমারি বহু সিল্ক’, ‘দুর্গা মাতা কি ছায়া’ নামের একাধিক ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি গড়ে তোলেন তিনি।
‘বিগ বস্’-এর ১৮তম সিজ়নে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছেন চাহত। তবে সম্পত্তির অঙ্কে অন্যান্য প্রতিযোগীর তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছেন চাহত। অধিকাংশের দাবি, তাঁর মোট সম্পত্তির পরিমাণ দু’কোটি টাকা।
পেশায় সমাজমাধ্যম প্রভাবী রজত দলাল। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় ২০ লক্ষের বেশি অনুগামী রয়েছে তাঁর। সমাজমাধ্যম ছাড়াও নানা ধরনের ব্যবসায় বিনিয়োগ করেছেন রজত।
‘বিগ বস্ ১৮’ রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী রজতের সম্পত্তির পরিমাণ তাকলাগানো। জানা যায়, নেটপ্রভাবীর মোট ১৭ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
‘পবিত্র রিশতা’, ‘বাতেঁ কুছ অনকহি সি’, ‘উওহ তো হ্যায় আলবেলা’র মতো একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি তৈরি করেছেন কর্ণবীর মেহরা। অভিনয় করেছেন ‘ইট’স নট দ্যাট সিম্পল’, ‘পয়জ়ন ২’ নামের ওয়েব সিরিজ়েও।
‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কি খিলাড়ি ১৪’ নামের অ্যাডভেঞ্চার রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন কর্ণবীর। ছোট পর্দার পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
‘রাগিণী এমএমএস ২’, ‘মেরে ড্যাড কি মারুতি’, ‘লভ স্টোরি ২০৫০’র মতো একাধিক হিন্দি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন কর্ণবীর। সূত্রের খবর, ‘বিগ বস্ ১৮’-এর প্রতিযোগীদের মধ্যে সম্পত্তির দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ১২ থেকে ১৫ কোটি টাকা।
২০০৮ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করলেও ‘প্যার কি এক কহানি’ নামের এক হিন্দি ধারাবাহিকে ভ্যাম্পায়ারের চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন ভিভিয়ান ডি’সেনা। তার পর ‘মধুবালা’, ‘সির্ফ তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন ভিভিয়ান। একাধিক রিয়্যালিটি শোয়ে অতিথিশিল্পী হয়েও এসেছেন তিনি।
প্রায় এক দশক টেলি অভিনেতা হিসাবে জীবন কাটিয়ে ফেলেছেন ভিভিয়ান। হিন্দি ধারাবাহিকের পাশাপাশি বহু বিজ্ঞাপনী প্রচারের মাধ্যমেও উপার্জন করেন তিনি। ‘বিগ বস্ ১৮’-এর প্রতিযোগীদের মধ্যে প্রথম সারিতে নাম লিখিয়ে ফেলেছেন অভিনেতা। সূত্রের খবর, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটি টাকা।
নব্বইয়ের দশকে সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন শিল্পা শিরোদকর। ‘খুদা গাওয়াহ’, ‘গোপি কিষণ’, ‘আঁখে’, ‘বেওয়াফা সনম’-এর মতো হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন শিল্পা। তার পর দীর্ঘ ১৩ বছরের বিরতি।
বিয়ের পর লন্ডন গিয়ে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শিল্পা। দীর্ঘ বিরতির পর আবার মুম্বই ফিরে যান তিনি। শিল্পাকে দেখা গিয়েছে ছোট পর্দায়ও। ‘এক মুট্ঠি আসমান’, ‘সিলসিলা প্যার কা’ নামের হিন্দি ধারাবাহিকে দেখা গিয়েছে শিল্পার অভিনয়।
‘বিগ বস্ ১৮’ রিয়্যালিটি শোয়ে যত জন প্রতিযোগী রয়েছেন, সম্পত্তির নিরিখে বিচার করলে সেই তালিকায় সবার প্রথমে নাম রয়েছে শিল্পার। সূত্রের খবর, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৩৭ কোটি টাকা।