Bollywood News

শাহরুখ থেকে মিকা, আস্ত দ্বীপ কিনে ফেলেছেন যে তারকারা

ব্যক্তিগত প্রয়োজনের জন্য আস্ত দ্বীপ কিনে ফেলেছেন বিশ্বের একাধিক তারকা। কোথাকার কোন দ্বীপ কিনেছেন তারকারা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪১
Share:
০১ ১৫

বিলাসবহুল আবাসন অথবা বিরাট জমি নয়, ব্যক্তিগত প্রয়োজনের জন্য আস্ত দ্বীপই কিনে ফেলেছেন বিশ্বের একাধিক তারকা। সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান থেকে মিকা সিংহ। রয়েছেন এক বলি অভিনেত্রীও।

০২ ১৫

দুবাই পর্যটন শিল্পের মুখ বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। ছবির প্রচারেও মাঝেমধ্যে দুবাই যেতে দেখা যায় তাঁকে।

Advertisement
০৩ ১৫

বলিপাড়া সূত্রে খবর, দুবাইয়ের পাম জুমেইরায় একটি দ্বীপ কিনেছেন শাহরুখ।

০৪ ১৫

হিন্দি সিনেমায় গান গেয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন মিকা সিংহ। সম্পত্তির নিরিখেও খুব একটা পিছিয়ে নেই তিনি। মিকাই একমাত্র গায়ক যিনি দ্বীপ কিনেছেন।

০৫ ১৫

বলিপাড়া সূত্রে খবর, মলদ্বীপে ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি দ্বীপ রয়েছে মিকার।

০৬ ১৫

বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ় আসলে শ্রীলঙ্কার বাসিন্দা। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, শ্রীলঙ্কায় একটি দ্বীপ কিনেছেন তিনি।

০৭ ১৫

১৩ বছর বয়স থেকে সঙ্গীতজগতের সঙ্গে যুক্ত রয়েছেন শাকিরা। হলিউডের এই গায়িকার সম্পত্তির তালিকাতেও রয়েছে একটি দ্বীপ।

০৮ ১৫

সংবাদ সংস্থা সূত্রে খবর, বাহামার উত্তর দিকে বন্ডস কে এলাকায় ৫০০ একরেরও বেশি জায়গা জুড়ে একটি দ্বীপ কিনেছেন শাকিরা।

০৯ ১৫

হলিউডের অভিনেতাদের তালিকায় প্রথম সারিতে নাম রয়েছে লিওনার্দো দি ক্যাপ্রিয়োর। হলিপাড়া সূত্রে জানা যায়, সাড়ে ১৪ কোটি টাকা খরচ করে দ্বীপ কিনেছেন তিনি।

১০ ১৫

হলিপাড়ার অধিকাংশের দাবি, ২০০৫ সালে মধ্য আমেরিকার বেলিজ়ে এলাকায় ব্যক্তিগত প্রয়োজনের জন্য একটি দ্বীপ কেনেন লিওনার্দো।

১১ ১৫

আমেরিকার কৌতুকাভিনেতা হিসাবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন এডি মার্ফি। গুঞ্জন শোনা যায়, আস্ত একটি দ্বীপ কিনে ফেলেছেন তিনিও।

১২ ১৫

হলিপাড়া সূত্রে জানা যায়, ২০০৭ সালে ১২৫ কোটি টাকা খরচ করে বাহামার রুস্টার কে দ্বীপটি কিনেছেন এডি।

১৩ ১৫

অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও পরিচিতি গড়ে তুলেছেন ‘ঘোস্ট রাইডার’ ছবির অভিনেতা নিকোলাস কেজ। বাহামার লিফ কে দ্বীপটি ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনেছেন নিকোলাস।

১৪ ১৫

হলিউডে একাধিক হিট ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছেন জুলিয়া রবার্টস। হলিপাড়া সূত্রে জানা যায়, হাওয়াই দ্বীপপুঞ্জে একটি দ্বীপ কিনেছেন অভিনেত্রী।

১৫ ১৫

হলি গায়িকা বেয়ন্সে এবং তাঁর স্বামী একত্রে ১৬ কোটি টাকা খরচ করে বাহামায় ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি দ্বীপ কিনেছেন বলে হলিপাড়া সূত্রে জানা যায়।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement