Bollywood Actors

রণবীরের চেয়ে বেশি পান দীপিকা, সর্বাধিক আয় এক নায়িকার! পার্টিতে নাচগান করে কত আয় করেন শাহরুখেরা?

অতিথি হওয়ার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করতে দেখা যায় শাহরুখ খান, সলমন খান এবং রণবীর সিংহের মতো তারকাদের। বাদ পড়েন না বলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীরাও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৩:১২
Share:
০১ ১৪

মুকেশ অম্বানীর কোনও অনুষ্ঠানই হোক অথবা তারকাখচিত অন্য কোনও পার্টি— অতিথি হওয়ার পাশাপাশি অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করতে দেখা যায় শাহরুখ খান, সলমন খান, রণবীর সিংহের মত‌ো তারকাদের। বাদ পড়েন না বলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীরাও। বিভিন্ন পার্টিতে নাচগান করে কত উপার্জন করেন বলি তারকারা?

০২ ১৪

বলিপাড়া সূত্রে খবর, কোনও অনুষ্ঠানে পারফর্ম করতে তিন কোটি টাকা পারিশ্রমিক পান বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।

Advertisement
০৩ ১৪

বলিউডের অন্দরমহল থেকে জানা যায়, হিন্দি ফিল্মজগতের যত অভিনেতা রয়েছেন, তাঁদের মধ্যে অনুষ্ঠানে পারফর্ম করার জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শাহরুখই।

০৪ ১৪

তবে পারিশ্রমিকের ক্ষেত্রে শাহরুখের চেয়েও এগিয়ে রয়েছেন বলিপাড়ার এক অভিনেত্রী।

০৫ ১৪

বলিপা়ড়া সূত্রে খবর, বেসরকারি অনুষ্ঠানে পারফর্ম করতে সাড়ে তিন কোটি টাকা পারিশ্রমিক আদায় করেন বলি অভিনেত্রী ক্যাটরিনা কইফ।

০৬ ১৪

কানাঘুষো শোনা যায়, অনুষ্ঠানে পারফর্ম করতে দু’কোটি টাকা পারিশ্রমিক নেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।

০৭ ১৪

বলিপাড়ায় জনশ্রুতি, হিন্দি ফিল্মজগতের ‘ভাইজান’ সলমন খান বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করতে দু’কোটি টাকা নেন।

০৮ ১৪

অভিনয়ের পাশাপাশি নাচেও সমান পারদর্শী বলি অভিনেতা হৃতিক রোশন। বলিপাড়া সূত্রে খবর, অনুষ্ঠানে পারফর্ম করে আড়াই কোটি টাকা আয় করেন হৃতিক।

০৯ ১৪

হৃতিকের সমপরিমাণ উপার্জন করেন বলিপাড়ার আরও এক অভিনেতা। বলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা যায়, অনুষ্ঠানে পারফর্ম করে আড়াই কোটি টাকা পারিশ্রমিক নেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার।

১০ ১৪

বলিপাড়া সূত্রে খবর, বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে দু’কোটি টাকা আয় করেন রণবীর কপূর।

১১ ১৪

বলিউডের বহু তারকা তাঁদের সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে জানিয়েছেন, কোনও অনুষ্ঠান হলে সেখানকার পরিবেশ জমাতে ওস্তাদ বলি অভিনেতা রণবীর সিংহ। টুকরো টুকরো ভিডিয়োর মাধ্যমে সমাজমাধ্যমে রণবীরের পারফরম্যান্সের ঝলক ধরা পড়ে।

১২ ১৪

বলিপাড়া সূত্রে খবর, বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে এক কোটি টাকা উপার্জন করেন রণবীর।

১৩ ১৪

বলিউডের অন্দরমহল সূত্রে জানা যায়, অনুষ্ঠানে পারফর্ম করে রণবীরের চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক পান বলি অভিনেত্রী তথা রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন।

১৪ ১৪

বলিপাড়া সূত্রে খবর, বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতে দু’কোটি টাকা পারিশ্রমিক আদায় করেন দীপিকা।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement