Bollywood Movies

অভিনয়ে ধর্মেন্দ্র, গোবিন্দ, অমিতাভ! ৩৪ বছরের মধ্যে তিনটি সমনামী ছবি দেখে বলিউড, হিট হয় তিনটিই

হিন্দি চলচ্চিত্রজগতে একই নামের তিন তিনটি ছবি মুক্তি পেয়েছে। তিনটি ছবিই বক্স অফিস থেকে ভাল ব্যবসা করেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১০:৪৮
Share:
০১ ১৩

ষাটের দশকে প্রথম মুক্তি পাওয়ার পর একই নামের তিনটি ছবি বিভিন্ন সময়ে হিন্দি ফিল্মজগতে মুক্তি পেয়েছে। শুধু তাই নয়, সমনামী তিন তিনটি ছবি বক্স অফিস থেকে দারুণ ব্যবসাও করে।

০২ ১৩

আশির দশকের জনপ্রিয় ধারাবাহিক ‘রামায়ণ’-এর নির্মাতা রামানন্দ সাগর ১৯৬৮ সালে ‘আঁখে’ নামের একটি ছবির পরিচালনা করেন।

Advertisement
০৩ ১৩

ষাটের দশকে মুক্তিপ্রাপ্ত ‘আঁখে’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন ধর্মেন্দ্র, মালা সিন্‌হা, মেহমুদ, ললিতা পওয়ারের মতো তারকারা। এটি প্রথম হিন্দি ছবি যার শুটিং লেবাননের বেইরুটে হয়।

০৪ ১৩

বলিপাড়া সূত্রে খবর, ‘আঁখে’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিস থেকে প্রায় সাড়ে ছ’কোটি টাকা উপার্জন করে।

০৫ ১৩

১৯৬৮ সালে ‘আঁখে’ মুক্তির প্রায় ২৫ বছর পর একই নামে প্রেক্ষাগৃহে আবার একটি হিন্দি ছবি মুক্তি পায়। এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন ডেভিড ধওয়ান।

০৬ ১৩

ডেভিড পরিচালিত ‘আঁখে’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৯৯৩ সালে। এই ছবিতে অভিনয় করেন গোবিন্দ, চাঙ্কি পান্ডে, শিল্পা শিরোদকর, রিতু শিবপুরির মতো তারকারা।

০৭ ১৩

১৯৯৩ সালে বক্স অফিসে ভাল ব্যবসা করা ছবিগুলির মধ্যে ‘আঁখে’ ছবিটি অন্যতম। এই ছবিটি গোবিন্দের কেরিয়ারে নতুন মাইলফলক তৈরি করে।

০৮ ১৩

বলিপাড়া সূত্রে খবর, ‘আঁখে’ ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ছ’কোটি টাকা। মুক্তির পর এই ছবিটি বক্স অফিস থেকে ৩৫ কোটি টাকার ব্যবসা করে।

০৯ ১৩

নব্বইয়ের দশকে ‘আঁখে’ মুক্তির প্রায় ন’বছর পর ২০০২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় একই নামের ছবি।

১০ ১৩

বিপুল অম্রুতলাল শাহের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ‘আঁখে’ ছবিতে অভিনয় করেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, অর্জুন রামপাল, সুস্মিতা সেন, আদিত্য পাঞ্চোলিরা।

১১ ১৩

২০০২ সালে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে যেগুলি ভারতীয় বক্স অফিসে সর্বাধিক ব্যবসা করেছিল সেই তালিকায় পঞ্চম স্থানে ছিল ‘আঁখে’।

১২ ১৩

‘আঁখে’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে বহুল প্রশংসা কুড়োন অমিতাভ। বলিপাড়া সূত্রে খবর, ১৭ কোটি টাকা খরচ করে ছবিটি তৈরি হয়।

১৩ ১৩

১৭ কোটি টাকা বাজেটে তৈরি ‘আঁখে’ ছবিটি বক্স অফিস থেকে প্রায় ৬৩ কোটি টাকা উপার্জন করে।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement