ভারতের সেরা ১২ ক্ষেপণাস্ত্র যা কাঁপিয়ে দেয় প্রতিপক্ষের বুক

দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির উপর গত কয়েক দশক ধরেই বেশ জোর দিয়েছে ভারত। কম, মাঝারি এবং সুদীর্ঘ পাল্লার যে সব ক্ষেপণাস্ত্র ভারতের অস্ত্রাগারে এই মুহূর্তে রয়েছে, তা বিশ্বের বহু দেশের কাছেই ঈর্ষা এবং আতঙ্কের কারণ। এক ঝলকে দেখে নেওয়া যাক ভারতের সেরা ক্ষেপণাস্ত্রগুলির গ্যালারি:ভূমি থেকে ভূমি, ভূমি থেকে আকাশ, আকাশ থেকে ভূমি— এমন নানা ধরনের মিসাইল ভারতের অস্ত্রভাণ্ডারে মজুত। সাবমেরিন থেকে ছোঁড়া যায়, এমন মিসাইল, প্রতিপক্ষের জাহজকে ধ্বংস করার মিসাইল, এমনকী প্রতিপক্ষের মিসাইলকে আকাশেই রুখে দেওয়ার মিসাইলও রয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৬ ২০:৫৬
Share:

ভূমি থেকে ভূমি, ভূমি থেকে আকাশ, আকাশ থেকে ভূমি— এমন নানা ধরনের মিসাইল ভারতের অস্ত্রভাণ্ডারে মজুত। সাবমেরিন থেকে ছোঁড়া যায়, এমন মিসাইল, প্রতিপক্ষের জাহজকে ধ্বংস করার মতো মিসাইল, এমনকী প্রতিপক্ষের মিসাইলকে আকাশেই রুখে দেওয়ার মিসাইলও ভারতের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement