বিলাসবহুল গাড়ি নিশ্চয়ই দেখেছেন। কিন্তু বিলাসবহুল গাড়ির গ্যারাজ কখনও দেখেছেন? ব্যারেট-জ্যাকসন অকশন সংস্থার সিইও ক্রেগ জ্যাকসনের ব্যক্তিগত গ্যারাজ দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। গ্যারাজটি রয়েছে অ্যারিজোনার স্কটসডেলে।
বিশ্বের অন্যতম দামি গ্যারাজের মালিক ক্রেগ জ্যাকসন।
গোলাকার হওয়ায় নিজের ব্যক্তিগত গ্যারাজের নাম রটুন্ডা রেখেছেন ক্রেগ।
জানা গিয়েছে, ক্রেগের ওই বিলাসবহুল গ্যারাজ তৈরি করতে সময় লেগেছিল দু’বছর।
গ্যারাজের মধ্যে রয়েছে গাড়ির দোকান। সেই সঙ্গে রয়েছে ব্যক্তিগত শোরুম।
এ ছাড়াও গ্যারাজের অতিরিক্ত জায়গায় ক্রেগের বিভিন্ন গাড়ির পসরা সাজানো হয়েছে।
ক্রেগের এই গ্যারাজের দাম প্রায় কয়েকশো কোটি টাকা।
গ্যারাজের দেওয়ালে চামড়া জাতীয় আবরণ দেওয়া রয়েছে। টেরাজোর প্রলেপ দেওয়া মেঝে একেবারে ঝাঁ চকচকে।
নিজের সাধের গ্যারাজ সব সময়ই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ভালবাসেন ক্রেগ।
অত্যাধুনিক গ্যারাজে ক্রেগের সব নামীদামি গাড়ির সম্ভার তাক লাগিয়ে দেবে।
গ্যারাজকে ঝাঁ চকচকে করতে আলোর ব্যবহারের দিকেও গুরুত্ব দিয়েছেন ক্রেগ। আলোর রোশনাইয়ে গাড়িগুলির ঔজ্জ্বল্য দ্বিগুণ বেড়েছে।
অ্যারিজোনায় জন্ম ক্রেগ জনসনের। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ২ হাজার ৩৪৪ কোটি টাকা)।
১৯৭১ সলে ব্যারেট জ্যাকসন কালেক্টর কার অকশনের সহ প্রতিষ্ঠাতা ছিলেন তাঁর বাবা।
যে কারণে ছোট থেকেই গাড়িই ধ্যানজ্ঞান ক্রেগ জ্যাকসনের।