Countries with Two Capitals

একটায় পোষায় না! বিশ্বে দু’টি করে রাজধানী থাকা দেশের সংখ্যা ১০, তিনটি রাজধানীও রয়েছে কারও

এই তালিকায় প্রথমেই নাম রয়েছে ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার রাজধানীর সংখ্যা দুই, কলম্বো এবং শ্রীজয়াবর্ধনেপুরা কোট্টে। কলম্বো সে দেশের বাণিজ্যিক রাজধানী। শ্রীজয়াবর্ধনেপুরা কোট্টে শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৩ ১২:১২
Share:
০১ ১৫

ছোটবেলায় সাধারণ জ্ঞানের পরীক্ষায় বিভিন্ন দেশের রাজধানীর নাম নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়নি এমন পড়ুয়ার সংখ্যা বিরল। বিশ্বে মোট দেশের সংখ্যা প্রায় ২০০। এতগুলি দেশের নাম বা তাদের রাজধানীর নাম মনে রাখাও সহজ বিষয় নয়।

০২ ১৫

তবে এর মধ্যেই আবার এমন অনেক দেশ রয়েছে, যাদের একটি নয়, রয়েছে দু’টি করে রাজধানী।

Advertisement
০৩ ১৫

বিশ্বের এমন ১০টি দেশ রয়েছে বিভিন্ন কারণে যাদের একাধিক রাজধানী রয়েছে।

০৪ ১৫

এই তালিকায় প্রথমেই রয়েছে ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রাজধানীর সংখ্যা দুই, কলম্বো এবং শ্রীজয়াবর্ধনেপুরা কোট্টে। কলম্বো সে দেশের বাণিজ্যিক রাজধানী। শ্রীজয়াবর্ধনেপুরা কোট্টে শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানী।

০৫ ১৫

দক্ষিণ আফ্রিকারও রাজধানী শহরের সংখ্যা তিনটি। কেপ টাউন সে রাজ্যের আইনসভার রাজধানী। অন্য দিকে ব্লুমফন্টেন বিচারবিভাগ এবং প্রিটোরিয়া প্রশাসনিক রাজধানী।

০৬ ১৫

কুয়ালা লামপুর এবং পুত্রাজায়া— মালয়েশিয়ার রাজধানী এই দু’টি। মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালা লামপুর। পুত্রাজায়া হল মালয়েশিয়ার ফেডারেল সরকারের রাজধানী।

০৭ ১৫

নেদারল্যান্ডসের রাজধানীর সংখ্যাও দুই। আমস্টারডাম এবং দ্য হেগ। যদিও এই নিয়ে বিতর্ক রয়েছে। নেদারল্যান্ডসের সংবিধান অনুযায়ী, সে দেশের রাজধানী আমস্টারডাম।

০৮ ১৫

অন্য দিকে, হেগ শহরে সে দেশের শীর্ষ আদালত থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি দফতর রয়েছে। নেদারল্যান্ডেসের রাজপরিবারের বাসও হেগ শহরেই। তাই অনেকের মতে হেগকেও রাজধানী হিসাবে গণ্য করা উচিত।

০৯ ১৫

ইউরোপের ছোট দেশ মন্টিনিগ্রোয় দু’টি শহরকে রাজধানী হিসাবে গণ্য করা হয়। পোডগরিকা শহর সে দেশের সরকারি রাজধানী। তবে সেটিঞ্জে সে দেশের পুরনো রাজধানী। সে দেশের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও গুরুত্ব রয়েছে এই শহরের। তাই সে দেশের ইতিহাসের কথা মাথায় রেখে সেটিঞ্জে শহরকেও রাজধানীর সম্মান দেওয়া হয়।

১০ ১৫

দক্ষিণ আমেরিকার বলিভিয়া বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। দেশের অধিকাংশ নাগরিকই আদিবাসী সম্প্রদায়ভুক্ত। সরকারি ভাবে সেই দেশের রাজধানী দু’টি, লা পাজ এবং সুক্রে। বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ। লা পাজ বিশ্বের উচ্চতম রাজধানী শহর। অন্য দিকে, বলিভিয়ার আইনসভা এবং বিচারবিভাগীয় রাজধানী সুক্রে।

১১ ১৫

আফ্রিকার ইসোয়াতিনি (যা পূর্বে সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল), অর্থনৈতিক ভাবে দুর্বল একটি দেশ। এই দেশের দু’টি রাজধানী, এমবাবানে এবং লোবাম্বা। এমবাবানে সে দেশের প্রশাসনিক রাজধানী। আইনসভার রাজধানী হল লোবাম্বা।

১২ ১৫

দক্ষিণ আমেরিকার চিলির দু’টি রাজধানী হল সান্তিয়াগো এবং ভালপারাইসো। চিলির সরকারি রাজধানী সান্তিয়াগো। এটি সে দেশের বৃহত্তম শহর।

১৩ ১৫

তবে ১৯৯০ সালে এই দেশের আইনসভা ভালপারাইসোতে স্থানান্তরিত হয়। তাই এই শহরকেও চিলির রাজধানী হিসাবে গণ্য করা হয়।

১৪ ১৫

পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ বেনিন। পোর্টো-নোভো এবং কোটোনো— এই দুই শহরই সে দেশের রাজধানী হিসাবে মান্যতা পায়। বেনিনের সরকারী রাজধানী হল পোর্টো-নোভো। কোটোনো সে দেশের বিচার বিভাগীয় রাজধানী।

১৫ ১৫

জর্জিয়া দেশের রাজধানীর সংখ্যাও দু’টি, তিবিলিসি এবং কুতাইসি। তিবিলিসি সরকারি রাজধানী হলেও কুতাইসি শহরে আইনসভা থাকায়, সেই শহরকেও রাজধানী হিসাবে মান্যতা দেওয়া হয়।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement