Chennai Airport

যেন বড় বাজেটের ফিল্মের সেট! মোদীর হাত ধরে দরজা খুলল চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনালের

১৯৩০ সালে চালু হয়েছিল চেন্নাই বিমানবন্দর। এ বার তৈরি করা হল তার নতুন টার্মিনাল। নানা রকমের শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে টার্মিনালের অন্দরসজ্জা।

Advertisement
সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১৪:৫৮
Share:
০১ ১৪

ঝাঁ-চকচকে চারপাশ। নানা রকমের শিল্পকর্ম দিয়ে সাজানো অন্দরসজ্জা। রয়েছে আলোর রকমারি বাহার। চেন্নাই বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল দেখলে তাক লেগে যেতে বাধ্য।

ছবি সংগৃহীত।

০২ ১৪

শনিবার চেন্নাই বিমানবন্দরের এই নবনির্মিত টার্মিনালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেন্নাইয়ের উন্নয়নে এই টার্মিনাল গুরুত্বপূর্ণ সংযোজন বলে আগেই টুইট করেছিলেন প্রধানমন্ত্রী।

ছবি সংগৃহীত।

Advertisement
০৩ ১৪

নতুন টার্মিনালের হাত ধরে স্থানীয় অর্থনীতির ভিত আরও মজবুত হবে বলে আশাপ্রকাশ করেছেন মোদী। পাশাপাশি বিমান পরিষেবার ক্ষেত্র আরও মসৃণ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ছবি সংগৃহীত।

০৪ ১৪

২ লক্ষ ২০ হাজার ৯৭২ বর্গমিটার জুড়ে রয়েছে তৈরি হয়েছে এই নতুন টার্মিনাল। বিমানযাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে এখানে।

ছবি সংগৃহীত।

০৫ ১৪

নতুন টার্মিনালের ফলে চেন্নাই বিমানবন্দরে যাত্রীধারণ ক্ষমতা আরও বাড়বে। বছরে ২ থেকে ৩ কোটি যাত্রী এই টার্মিনাল ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ছবি সংগৃহীত।

০৬ ১৪

চেন্নাই বিমানবন্দরের এই নয়া টার্মিনালে রয়েছে ১০৮টি অভিবাসন কাউন্টার।

ছবি সংগৃহীত।

০৭ ১৪

টার্মিনালে রয়েছে ৮০টি চেক-ইন কাউন্টার, ৬টি সেল্‌ফ ব্যাগেজ ড্রপ কাউন্টার। এ ছাড়াও রয়েছে ৮টি সেল্‌ফ চেক-ইন স্টেশন।

ছবি সংগৃহীত।

০৮ ১৪

যাত্রী পরিষেবায় ঢেলে সাজানো হয়েছে টার্মিনাল। রয়েছে ১৭টি লিফ্‌‌ট, ১৭টি চলমান সিঁড়ি, ৬টি ব্যাগেজ রিক্লেম বেল্ট।

ছবি সংগৃহীত।

০৯ ১৪

নতুন টার্মিনালের ফলে চেন্নাই বিমানবন্দরে বিমান পরিষেবা আরও মসৃণ হবে বলে দাবি করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রতি ঘণ্টায় ৪৫টি বিমান ওঠানামা করতে পারবে এই বিমানবন্দরে।

ছবি সংগৃহীত।

১০ ১৪

যত্ন করে সাজানো হয়েছে টার্মিনালের অন্দরসজ্জা। রয়েছে নানা শিল্পকর্ম। ওই শিল্পকর্মে রয়েছে স্থানীয় তামিল সংস্কৃতির ছোঁয়া।

ছবি সংগৃহীত।

১১ ১৪

বিভিন্ন রকম শিল্পকর্মের পাশাপাশি রকমারি আলো দিয়ে সাজানো হয়েছে টার্মিনাল। যার জেরে আরও ঝলমলে দেখতে হয়েছে চারপাশ।

ছবি সংগৃহীত।

১২ ১৪

টার্মিনালটি তৈরি করতে ১২৬০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানানো হয়েছে।

ছবি সংগৃহীত।

১৩ ১৪

ভারতের অন্যতম ব্যস্ত বিমানবন্দর চেন্নাই। ত্রিশুলামে রয়েছে এই বিমানবন্দর। দেশের ষষ্ঠ ব্যস্ততম বিমানবন্দর এটি।

ছবি সংগৃহীত।

১৪ ১৪

১৯৩০ সালে চালু হয়েছিল চেন্নাই বিমানবন্দর। ৯৩ বছর পর এই ব্যস্ততম বিমানবন্দরে নতুন ঝাঁ-চকচকে টার্মিনাল তৈরি করা হল।

ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement