Ranveer Singh

স্বপ্না ভবানী থেকে পুনম পাণ্ডে, রণবীরের মতোই নগ্ন হয়ে লেন্সবন্দি হন এই তারকারা

বলিউড অভিনেতা রণবীর সিংহের মতো কত তারকা যে নগ্ন হয়ে লেন্সবন্দি হয়েছেন, তার ইয়ত্তা নেই! স্বপ্না ভবানী, পুনম পাণ্ডে, অসীম রিয়াজ়, মন্দানা করিমি— তালিকা ক্রমশই দীর্ঘ হতে থাকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২২ ১১:৫১
Share:
০১ ২৩

নিরাবরণ হয়ে ক্যামেরাবন্দি রণবীর সিংহকে নিয়ে কম শোরগোল পড়েনি। নিউ ইয়র্কের একটি ফ্যাশন পত্রিকার জন্য জুলাইয়ের সেই ফোটোশুটের ছবি ঝড় বইয়ে দিয়েছিল নেটমাধ্যমে। অথচ রণবীরের আগে ও পরে কত তারকা যে নগ্ন হয়ে লেন্সবন্দি হয়েছেন, তার ইয়ত্তা নেই! স্বপ্না ভবানী, পুনম পাণ্ডে, অসীম রিয়াজ়, মন্দানা করিমি— তালিকা ক্রমশই দীর্ঘ হতে থাকে।

ছবি: সংগৃহীত।

০২ ২৩

স্বপ্না ভবানীর কথাই ধরা যাক! বলিউড হোক বা খেলাধুলোর ময়দান অথবা রাজনীতির আখড়া— নানা ক্ষেত্রের খ্যাতনামীদের চুলের কায়দা পাল্টে দিয়েছেন। এককথায় বলতে গেলে হেয়ারস্টাইলিস্ট বা কেশবিন্যাশ-শিল্পী। সঙ্গে আবার দীর্ঘ দিন সংবাদপত্রে কলাম লিখেছেন। এরই ফাঁকে নিজের প্রযোজনা সংস্থাও খুলে বসেছেন। ২০১৩ সালে ‘নির্ভয়া’ নাটকের সদস্য হিসাবে এডিনবরা ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে পৌঁছে গিয়েছিলেন। নিজের নকশা করা পোশাকের কারবারও রয়েছে। এত কিছুর মাঝে ‘বিগ বস’-এর ষষ্ঠ মরসুমেও ঢুকে পড়েছিলেন।

ছবি: সংগৃহীত।

Advertisement
০৩ ২৩

অনাবৃত হয়ে রণবীরের ফোটোশুটের বহু বছর আগেই অবশ্য ক্যামেরার সামনে নিজের সুতোহীন শরীর মেলে ধরেছিলেন স্বপ্না। ২০১৩ সালে পেটা-র হয়ে তাঁকে নগ্ন ফোটোশুটে দেখা গিয়েছিল। জুলাইয়ে রণবীরকে নিয়ে বিতর্কের মাঝেই নেটমাধ্যমে সেই ছবি পোস্ট করেন তিনি। রণবীরের উদ্দেশে খুনসুটিভরা মন্তব্য করতেও ছাড়েননি স্বপ্না। তিনি মনে করিয়ে দিয়েছিলেন, নগ্ন ফোটোশুটে রণবীরের থেকে তিনি দু'দশক এগিয়ে রয়েছেন।

ছবি: সংগৃহীত।

০৪ ২৩

রণবীরের থেকেও কি ‘সাহসী’ ছবিতে ধরা পড়েছেন মডেল-অভিনেতা অঙ্কিত ভাটিয়া? অথচ এত নামযশের আগে কলসেন্টার থেকে পিৎজ়া জয়েন্টে চাকরি— সবই করেছেন উত্তরাখণ্ডের অঙ্কিত। তবে একতা কপূরের ‘ভাগ্য লক্ষ্মী’-তে খলচরিত্রে মুখ দেখানোর পর থেকেই নজর কেড়ে নিয়েছেন।

ছবি: সংগৃহীত।

০৫ ২৩

টেলিভিশনের ওই জনপ্রিয় ড্রামা সিরিজ় করার আগেই একটি নগ্ন ফোটোশুট করেছিলেন অঙ্কিত। সেই ২০১৭ সালে। এত বছর পর সে ছবি ভেসে উঠেছিল নেটমাধ্যমে। তবে রণবীরের মতো সে ছবিতে একলা নন তিনি। সে ছবিতে দেখা গিয়েছে, মেদহীন পেশল অঙ্কিতের পিঠে স্বল্পাবাসে আশ্রয় নিয়েছেন টিভি-তারকা টিনা দত্ত।

ছবি: সংগৃহীত।

০৬ ২৩

‘মাসাবা মাসাবা’ সিরিজ়ে মাসাবা গুপ্তের সেই প্রিয় বন্ধুকে মনে রয়েছে? সেই চরিত্রে ছিলেন র‌্যতশা রাঠৌর। ছোট পর্দার পাশাপাশি ইনস্টাগ্রামের মতো নেটমাধ্যমেও তুমুল জনপ্রিয় তিনি। কুণাল রায় কপূরের সঙ্গে দুটো বলিউডি ছবিতেও নজর কেড়েছিলেন র‌্যতশা। গত বছর আবার নেটফ্লিক্সের ‘কমেডি প্রিমিয়াম লিগ’-এ হইচই ফেলে দিয়েছিলেন।

ছবি: সংগৃহীত।

০৭ ২৩

নারীদেহের সৌন্দর্য বলতে যে গতেবাঁধা ধারণা পুষে রেখেছে সমাজের একাংশ, তা ভেঙে চুরমার করে দিয়েছেন র‌্যতশা। লকডাউনের সময় তাঁর নানা পোস্টে ‘বডি পজ়িটিভিটি’-র কথা বলেছেন। জানুয়ারিতে তাঁকে দেখা গিয়েছিল, এক বান্ধবীর সঙ্গে নগ্ন ছবির শুটে। ইনস্টাগ্রামের ওই ছবি পোস্ট করে র‌্যতশার সাফ বার্তা— যে আকারের অথবা তথাকথিত খুঁতেভরাই হোক না কেন, সব দেহই সুন্দর।

ছবি: সংগৃহীত।

০৮ ২৩

স্বল্পবাস হোক বা নিরাবরণ, নেটমাধ্যমে নানা অবতারেই ঝড় তোলেন পুনম পাণ্ডে। হিন্দি, তামিল, তেলুগু মিলিয়ে খান আটেক সিনেমায় কাজের অভিজ্ঞতা থাকলেও বলিউডে জায়গা পাকা করতে পারেননি কানপুরের এই কন্যে। তবে বড়পর্দায় কেরিয়ার মুখ থুবড়ে পড়লেও টিভিতে ঝড় তুলেছেন। কখনও অক্ষয় কুমারের ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কা খিলাড়ি’-র চতুর্থ মরসুমে, কখনও আবার কঙ্গনা রানাউতের ‘লক আপ’-এ।

ছবি: সংগৃহীত।

০৯ ২৩

নেটমাধ্যমে পুনমের পোশাকহীন অবতারও দেখা গিয়েছে। ২০১১ সালের আইসিসি বিশ্বকাপের সময় তো চ্যালেঞ্জই ছুড়ে দেন, এমএস ধোনির ভারত ট্রফি জিতলে তাঁর নগ্ন অবতার দেখাবেন বলে। তবে বিসিসিআই নাকি তাঁকে সে অনুমতি দেয়নি। যদিও পুনমের এ হেন শর্তে কম বিতর্ক হয়নি।

ছবি: সংগৃহীত।

১০ ২৩

‘বিগ্‌ বস’-এর ১৩তম মরসুমে অনেকেরই নজর কেড়েছিলেন কাশ্মীরের ২৯ বছর বয়সি মডেল অসীম রিয়াজ়। সলমন খানের সেই রিয়্যালিটি শোয়ের পর রিয়াজ়ের জনপ্রিয়তার পারদ চড়তে থাকে। ‘জিনে দো’-র মতো র‌্যাপ গানের জগতে নিজেকে মেলে ধরেন রিয়াজ়। ‘আওয়াজ়’, ‘অব কিসে বরবাদ করোগে’, ‘নাইটস অ্যান ফাইটস’-এর মতো হিট গানও দিয়েছিলেন তিনি।

ছবি: সংগৃহীত।

১১ ২৩

রণবীরের আগেই নগ্ন ফোটোশুট করেছিলেন রিয়াজ়। তবে রণবীরের নিরাবরণ ছবি ভাইরাল হওয়ার পর ২০১৭ সালে তোলা তাঁর পুরনো সে সব ছবি নেটমাধ্যমে দেখিয়ে দেন এই মডেল। সাদা-কালো সে সব ছবিতে রিয়াজ়ের ‘নিখুঁত’ শারীরিক বিভঙ্গ ধরা পড়েছিল।

ছবি: সংগৃহীত।

১২ ২৩

বলিউডের বহু ছবির ‘আইটেম’ গানে আগুন ঝরিয়েছেন কাশ্মীরা শাহ। শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী অঞ্জনিবাঈ লোলেকরের নাতনি হলেও পেশা হিসাবে অভিনয়কেই বেছে নিয়েছেন তিনি। হিন্দির পাশাপাশি মরাঠি ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। টেলি-পর্দায়ও বেশ জনপ্রিয় কাশ্মীরা। ১৯৯৪ সাল থেকে ছোটপর্দায় অভিনয় করছেন। ‘বিগ বস’ বা ‘নাচ বলিয়ে’-র মতো রিয়্যালিটি শোয়েও মুখ দেখিয়েছেন ৪৯ বছরের এই অভিনেত্রী।

ছবি: সংগৃহীত।

১৩ ২৩

২০১১ সালে নিরাবরণ ফোটোশুটে হইচই ফেলে দিয়েছিলেন কাশ্মীরা। একটি ক্যালেন্ডারের জন্য ক্যামেরাবন্দি হয়েছিলেন তিনি। তাতে দেখা গিয়েছিল, অনাবৃত কাশ্মীরার বাঁ হাতে ব্যাগ এবং ডান হাতে রোদচশমা। অভিনেত্রীর ঊর্ধ্বাঙ্গ এবং নিম্নাঙ্গ ঢাকা পড়েছে পুলিশের ‘ডু নট ক্রস’ লেখা দু’টি ফিতেয়, যা ব্যবহৃত হয় অপরাধস্থলে সাধারণের প্রবেশ নিয়ন্ত্রণে।

ছবি: সংগৃহীত।

১৪ ২৩

নীল ছবির দুনিয়ায় কাজের সময়ই বলিউডের পর্দায় বাসা বেঁধেছিলেন সানি লিওনি। ২০১২ সালের পূজা ভট্টের ইরোটিক থ্রিলার ‘জিস্‌ম ২’-তে অভিষেকের পর ‘জ্যাকপট’, ‘রাগিনী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’-র মতো মূলধারার বহু ছবিতে দেখা দেন তিনি। সেই সঙ্গে টেলিভিশন এবং ওয়েব সিরিজ়েও দেখা দেন সানি।

ছবি: সংগৃহীত।

১৫ ২৩

পোশাকের লেশমাত্র নেই। পায়ে উঁচু হিলের জুতো। এ ভাবেই বলিউডের খ্যাতনামী ফোটোগ্রাফার ডাব্বু রতনানির লেন্সবন্দি হয়েছিলেন সানি। ডাব্বুর বার্ষিক ক্যালেন্ডারের জন্য ওই ফোটোশুটে সানির দেহ অবশ্য ঢাকা পড়েছিল একটি বিশালাকার টুপিতে।

ছবি: সংগৃহীত।

১৬ ২৩

অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও মজেছেন মনিকা ডোগরা। আমেরিকার মেরিল্যান্ডে বেড়ে ওঠা মনিকার ঝুলিতে রয়েছে মিউজ়িক্যাল থিয়েটারের ডিগ্রিও। টেলিভিশনের পর্দায় সঙ্গীতসফর নিয়ে একটি তথ্যচিত্র-নির্ভর সিরিজ়ও সঞ্চালনা করেছিলেন। আবার গ্লোরিয়া স্টাইনেমের মতো খ্যাতনামী নারীবাদীর প্রযোজনায় ‘উওম্যান’ নামে একটি সিরিজ়েও কাজ করেছেন। ‘রক অন’, ‘ধোবি ঘাট’, ‘ডেভিড’-এর মতো সমালোচক-প্রশংসিত সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘শায়ির প্লাস ফাঙ্ক’ নামে নিজের ব্যান্ডেও গান করেন তিনি।

ছবি: সংগৃহীত।

১৭ ২৩

রিয়্যালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’-র অষ্টম মরসুমে দেখা গিয়েছিল মনিকাকে। সে সময় একটি ন্যুড ছবিতে উষ্ণতা ছড়িয়েছিলেন তিনি। নেটমাধ্যমে অবশ্য হামেশাই তাঁকে ‘সাহসী’ অবতারে দেখা যায়।

ছবি: সংগৃহীত।

১৮ ২৩

ইরানি মডেল ও অভিনেত্রী মন্দানা করিমিকে বলিউডে প্রথম দেখা গিয়েছিল ‘রয়’-এ। অর্জুন রামপাল এবং জ্যাকলিন ফার্নান্ডেজের সে ছবির পর করেছিলেন শিবম নায়ারের থ্রিলার ‘ভাগ জনি’-তে বড়সড় রোল। এর পর অভিনয় করেন কুখ্যাত অপরাধী চার্লস শোভরাজের জীবনীধর্মী ‘ম্যায় অওর চার্লস’-এ। চলতি বছর নেটফ্লিক্সে ‘থর’-ও করে ফেলেছেন। সিনেমা ছাড়াও করেছেন ‘বিগ বস’ বা ‘লক আপ’-এর মতো রিয়্যালিটি শো বা ওয়েবসিরিজ় ‘দ্য ক্যাসিনো’। ২০১৫ সালে তো ‘বিগ বস’-এর রানার্স আপও হন মন্দানা।

ছবি: সংগৃহীত।

১৯ ২৩

চলতি বছর ‘লক আপ’-এ থাকার সময়ই বিছানায় নগ্ন মন্দানার ছবি ভেসে উঠেছিল। সে ফোটোশুটের আগে নাকি মন্দানাকে এত ‘সাহসী’ রূপে দেখেননি দেশীয় অনুরাগীরা।

ছবি: সংগৃহীত।

২০ ২৩

ক্যামেরার সামনে নিজেকে অনাবৃত করায় পিছিয়ে নেন কর্ণবীর মেহরাও। টিভির জনপ্রিয় মুখ কর্ণবীরকে ‘রাগিনী এমএমএস ২’, ‘মেরে ড্যাড কি মারুতি’, ‘ব্লাড মানি’ বা ‘বদমাশিয়াঁ’-র মতো বলিউডি সিনেমাও দেখা গিয়েছে। তা ছাড়া, ‘আমেন’, ‘ইট’স নট দ্যাট সিম্পল’ এবং ‘পয়জন ২’-র মতো ওয়েবসিরিজ়েও কাজ করেছেন তিনি।

ছবি: সংগৃহীত।

২১ ২৩

অনাবৃত রণবীরকে দেখে তিনিও যে অনুপ্রাণিত, তা স্বীকার করেছেন কর্ণবীর। নেটমাধ্যমে তাঁর একটি পুরনো ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘২০১৫ সালে এ ছবি তোলা হলেও রণবীরের থেকে অনুপ্রাণিত। ভাই রণবীর (এ ছবি) পোস্ট করার সাহস জুগিয়েছেন। জামা পরে হোক বা ছাড়া... ‘কুল’ থাকা উচিত!’’

ছবি: সংগৃহীত।

২২ ২৩

টেলিভিশনের পর্দায় ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’ সিরিজ়ে মুখ্য ভূমিকায় ছিলেন শমা সিকান্দর। বছর দুয়েক ধরে দর্শক মাতানোর পর খান আটেক সিরিজ়ও করেন। এর উপরে ‘বুগি উগি’-সহ ৪টি রিয়্যালিটি শোয়েও দেখা গিয়েছিল তাঁকে। যদিও এ সবের আগে ১৯৯৮ সালে ফারদিন খানের প্রথম ছবি ‘প্রেম অগন’-এ অভিষেক করেছিলেন শমা। আমির খানের ‘মন’-ও তাঁকে বলিউডে শক্ত জমিতে দাঁড় করাতে পারেনি।

ছবি: সংগৃহীত।

২৩ ২৩

বলিউডে খ্যাতি না পেলেও টেলিভিশনে তা সুদে-আসলে আদায় করে নিয়েছেন শমা। বেশ কয়েকটি মিউজ়িক ভিডিয়োতেও দেখা গিয়েছে তাঁকে। গত বছর আবার একটি ন্যুড ফোটোশুটে অনেককেই চমকে দিয়েছিলেন শমা। সে ছবিতে বন্ধ জানলার কাচের এ পারে শমার নিরাবরণ দেহ ঢাকা ছিল একটি কালো টুপিতে। নেটমাধ্যমে ছড়িয়েছিল, সানি লিয়নির সেই নগ্ন ছবিকেই মনে করিয়ে দিচ্ছেন শমা।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement