Serial Killer

শতাধিক অপরাধীকে খুন, জেল খাটেন ৪১ বছর! ‘সবচেয়ে বড়’ এই সিরিয়াল কিলার হয়ে যান ইউটিউবার

ব্রাজিলের সবচেয়ে বড় সিরিয়াল কিলার ছিলেন। সেই তাঁকেই গুলি করে খুনের অভিযোগ ওঠে। মোট ৪১ বছর জেলবন্দি ছিলেন তিনি।

Advertisement
সংবাদ সংস্থা
সাও পাওলো শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ০৮:৪৯
Share:
০১ ১৮

যিনি এক সময় একের পর এক খুন করেছেন, সেই তাঁকেই কিনা খুন হতে হল! এমন পরিণতিই হল ব্রাজিলের কুখ্যাততম সিরিয়াল কিলারের। তাঁর নাম পেড্রো রডরিগেজ় ফিলহো। তবে অন্য যে সব সিরিয়াল কিলারের কথা প্রকাশ্যে এসেছে, তাঁদের মধ্যে ফিলহো ব্যতিক্রমী।

ছবি: সংগৃহীত।

০২ ১৮

গত ৫ মার্চ সাও পাওলোর কাছে গুলি করে খুন করা হয় ফিলহোকে। তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি চালান আততায়ীরা। এর পরই চম্পট দেন তাঁরা। ফিলহোর বয়স হয়েছিল ৬৮। ব্রাজিলের কুখ্যাততম সিরিয়াল কিলার বলা হয় ফিলহোকে। কিন্তু কেন?

প্রতীকী ছবি।

Advertisement
০৩ ১৮

১৯৫৪ সালের ১৭ জুন ব্রাজিলের মিনাস গেরাই প্রদেশে জন্ম ফিলহোর। জন্মের আগে থেকেই ফিলহোর জীবনে ক্ষত তৈরি হয়। ফিলহো যখন তাঁর মায়ের গর্ভে ছিলেন, সেই সময় মাথায় চোট পেয়েছিলেন। পারিবারিক অশান্তির জেরে ফিলহোর মায়ের পেটে লাথি মেরেছিলেন তাঁর বাবা। এর জেরে ভ্রুণ অবস্থায় মাথায় চোট লেগেছিল ফিলহোর।

ছবি: সংগৃহীত।

০৪ ১৮

ক্ষত নিয়েই জন্মেছিলেন ফিলহো। তার পর যত দিন গড়িয়েছে, অন্য খাতে বয়েছে তাঁর জীবন। ছোট থেকেই খুন করার প্রবণতা তৈরি হয়েছিল ফিলহোর মধ্যে। যার প্রথম আভাস পাওয়া গিয়েছিল, যখন ফিলহোর ১৩ বছর বয়স ছিল।

প্রতীকী ছবি।

০৫ ১৮

সেই সময়ে এক তুতো দাদার সঙ্গে হাতাহাতি বেধেছিল ফিলহোর। আখের ক্ষেতে সেই দাদাকে ফেলে দিয়েছিলেন তিনি। মারের চোটে তাকে আধমরা করে দিলেও সেই সময় তুতো দাদার প্রাণ কাড়েননি ফিলহো।

প্রতীকী ছবি।

০৬ ১৮

ফিলহোর যখন ১৪ বছর বয়স, সেই সময়ই প্রথম খুন করেন তিনি। সান্তা রিতা দো সাপুকাই পুরসভার ডেপুটি মেয়রকে গুলি করে খুন করেছিলেন ফিলহো।

প্রতীকী ছবি।

০৭ ১৮

শহরের একটি স্কুলে রক্ষী হিসাবে কাজ করতেন ফিলহোর বাবা। অভিযোগ ওঠে, স্কুলের রান্নাঘর থেকে খাবার চুরি করেছেন তাঁর বাবা। এই অভিযোগে চাকরি থেকে ছাঁটাই করা হয় তাঁকে।

ছবি: সংগৃহীত।

০৮ ১৮

বাবার চাকরিচ্যুত হওয়ার বদলা নিতে শহরের ডেপুটি মেয়রকে খুন করেন ফিলহো। স্কুলের রান্নাঘর থেকে খাবার চোর সন্দেহে এক নিরাপত্তারক্ষীকেও খুন করেছিলেন তিনি। দাদুর পিস্তল দিয়ে সেই সময় খুনে হাত পাকিয়েছিলেন ফিলহো।

প্রতীকী ছবি।

০৯ ১৮

এর পর থেকেই পালিয়ে বেড়াতে থাকেন ফিলহো। সেই সময় একাধিক মাদক কারবারিদের খতম করেন তিনি। যার জেরে খবরের শিরোনামে আসেন ফিলহো।

প্রতীকী ছবি।

১০ ১৮

সেই সময়ই মারিয়া অলিম্পিয়া ওরফে বোতিনহা নামে এক মহিলার সঙ্গে আলাপ হয় ফিলহোর। সেই আলাপ প্রেমে গড়ায়। একত্রবাস শুরু করেন তাঁরা।

প্রতীকী ছবি।

১১ ১৮

অন্তঃসত্ত্বা হন বোতিনহা। সে সময় কয়েক জন দুষ্কৃতী তাঁকে গুলি করে খুন করেন। এই ঘটনায় ভেঙে পড়েছিলেন ফিলহো। এর বদলা নিতে অপরাধীদের গোটা দলকে খুঁজে বার করে হত্যা করেন ফিলহো।

প্রতীকী ছবি।

১২ ১৮

নিজেকে ‘সমাজের রক্ষক’ মনে করতেন ফিলহো। বেছে বেছে অপরাধীদেরই তিনি খুন করতেন। মাদক পাচারকারী, ধর্ষক এবং অন্য অপরাধীদের হত্যা করতেন তিনি।

প্রতীকী ছবি।

১৩ ১৮

৭১টি খুনের ঘটনায় সাজা পেয়েছিলেন ফিলহো। তবে দাবি করা হয় যে, ১০০টিরও বেশি খুন করেছেন ফিলহো।

প্রতীকী ছবি।

১৪ ১৮

১৯৭৩ সালের ২৪ মে। তখন ১৯ বছর বয়স ফিলহোর। সেই সময় প্রথম বার গ্রেফতার করা হয়েছিল তাঁকে। জেলে বন্দি থাকার সময়ও হত্যালীলা চালিয়ে যান ফিলহো। খুন করেন এক বন্দিকে। ওই বন্দি ধর্ষক হওয়ায় তাঁকে খুন করেছেন বলে পুলিশকে জানিয়েছিলেন তিনি। তাঁকে ১২৬ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। কিন্তু, তার আগেই তাঁকে মুক্তি দেওয়া হয়। কারণ ব্রাজিলের আইন অনুযায়ী কাউকে ৩০ বছরের বেশি জেলে রাখা যায় না। ২০১৯ সালে এই সময় বাড়িয়ে ৪০ বছর করা হয়েছে।

প্রতীকী ছবি।

১৫ ১৮

৩৪ বছর ধরে কারাবাসের সাজা ভোগ করার পর ২০০৭ সালের ২৪ এপ্রিল ফিলহোকে মুক্তি দেওয়া হয়। এর পর ২০১১ সালে আবার একাধিক মামলায় তাঁকে আরও ৮ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।

ছবি: সংগৃহীত।

১৬ ১৮

জেলে ভাল আচরণের জন্য ২০১৮ সালের ১০ ডিসেম্বর ফিলহোকে জেল থেকে ছাড়া হয়। এর পরই তিনি ঘোষণা করেন যে, আর খুন করবেন না।

ছবি: সংগৃহীত।

১৭ ১৮

দ্বিতীয় বার জেল থেকে ছাড়া পাওয়ার পর বদলে যান ফিলহো। খুনি থেকে হয়ে যান ইউটিউবার। আধুনিক সময়ে অপরাধের ঘটনা নিয়ে ইউটিউবে নানা ভিডিয়ো বানাতেন তিনি। অপরাধের ঘটনায় যাতে দেশের তরুণরা না জড়ান, সেই বার্তাও দিতেন তিনি।

ছবি: সংগৃহীত।

১৮ ১৮

ব্রাজিলের সেই দোর্দণ্ডপ্রতাপ সিরিয়াল কিলারকেই কিনা খুন করা হল! চলতি বছরের ৫ মার্চ ফিলহোকে গুলি করে গাড়ি নিয়ে চম্পট দেন ২ যুবক। ফিলহোর মৃত্যুর সঙ্গেই অপরাধের এক অধ্যায়ের যবনিকা পতন ঘটল।

প্রতীকী ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement