Bollywood Celebrities

ঐশ্বর্যা, সইফ থেকে টুইঙ্কল! কর্ণের জনপ্রিয় ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করতে চাননি ১০ বলি তারকা

নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘কুছ কুছ হোতা হ্যায়’ এখনও বলিউডের রোম্যান্টিক ঘরানার ছবির তালিকার প্রথম দিকে রয়েছে। অথচ এই ছবিতে অভিনয়ের প্রস্তাব নাকচ করেছিলেন বলিপাড়ার একাধিক তারকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৪ ১৫:১২
Share:
০১ ১৩

কর্ণ জোহরের পরিচালনায় প্রথম ছবি। বড় পর্দায় একই ফ্রেমে শাহরুখ খান, কাজল এবং রানি মুখোপাধ্যায়। নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘কুছ কুছ হোতা হ্যায়’ এখনও বলিউডের প্রথম সারির রোম্যান্টিক ঘরানার ছবির তালিকায় রয়েছে। অথচ এই ছবিতে অভিনয়ের প্রস্তাব নাকচ করেছিলেন বলিপাড়ার একাধিক তারকা। তাঁরা সকলেই পরিচালকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তালিকায় রয়েছে করিশ্মা কপূর, ঊর্মিলা মাতন্ডকর, সইফ আলি খানের মতো তারকাদের নাম।

০২ ১৩

১৯৯৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে রাহুলের চরিত্রে শাহরুখ, অঞ্জলির চরিত্রে কাজল এবং টিনার চরিত্রে রানি অভিনয় করেছেন। তা ছাড়া পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ফরিদা জালাল, অনুপম খের, অর্চনাপূরণ সিংহ, জনি লিভারের মতো তারকারা। অতিথিশিল্পী হিসাবে অভিনয় করতে দেখা যায় সলমন খানকে। কিন্তু সলমন প্রথম পছন্দ ছিলেন না পরিচালকের।

Advertisement
০৩ ১৩

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে অমনের চরিত্রে অভিনয় করেন সলমন। কম সময়ের জন্য হলেও সেই চরিত্রটি ছিল গুরুত্বপূর্ণ। বলিপাড়া সূত্রে খবর, বলি অভিনেতা চন্দ্রচূড় সিংহকে প্রথমে এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু অন্য ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে এই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

০৪ ১৩

বলিপাড়ার গুঞ্জন, চন্দ্রচূড়ের ছেড়ে দেওয়া চরিত্রে অভিনয়ের জন্য সইফ আলি খানকে প্রস্তাব দিয়েছিলেন কর্ণ। কিন্তু কোনও এক অজানা কারণে কর্ণের প্রস্তাব ফিরিয়ে দেন সইফ।

০৫ ১৩

চন্দ্রচূড় এবং সইফ দু’জনেই প্রস্তাব ফিরিয়ে দিলে সলমনের সঙ্গে কথা বলেন কর্ণ। শেষমেশ অমনের চরিত্রে অভিনয়ের জন্য রাজি হন সলমন।

০৬ ১৩

কানাঘুষো শোনা যায়, টিনার চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে রবিনা টন্ডনকে প্রস্তাব দিয়েছিলেন কর্ণ। কিন্তু দ্বিতীয় অভিনেত্রী হিসাবে অভিনয় করতে চাননি রবিনা। তাই এই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

০৭ ১৩

ঐশ্বর্যা রাই বচ্চনকেও টিনার চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। বলিপাড়ার একাংশের দাবি, তিনি অন্য একটি ছবিতে একই ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন। টিনার চরিত্রে নতুনত্ব খুঁজে না পাওয়ায় ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

০৮ ১৩

বলিপাড়া সূত্রে খবর, টিনার চরিত্রের জন্য এর পর ঊর্মিলা মাতন্ডকরকে প্রস্তাব দেন কর্ণ। কিন্তু কর্ণের এই প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেত্রী।

০৯ ১৩

কানাঘুষো শোনা যায়, টিনার চরিত্রে অভিনয়ের প্রস্তাব করিশ্মা কপূরকেও দেন কর্ণ। কিন্তু ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে অভিনয় করতে চাননি তিনি।

১০ ১৩

শাহরুখের সঙ্গে একাধিক হিন্দি ছবিতে জুহি চাওলাকে জুটি বাঁধতে দেখা গিয়েছে। বলিপাড়ার অধিকাংশের দাবি, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে টিনার চরিত্রে অভিনয়ের জন্য জুহিকে প্রস্তাব দেন কর্ণ। কিন্তু এই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন জুহি।

১১ ১৩

বলিপাড়া সূত্রে খবর, টুইঙ্কল খন্নাকে কল্পনা করে টিনার চরিত্র বুনেছিলেন কর্ণ। কিন্তু এই চরিত্রে অভিনয়ের জন্য টুইঙ্কলকে প্রস্তাব দিলে রাজি হননি অভিনেত্রী।

১২ ১৩

এক পুরনো সাক্ষাৎকারে কর্ণ জানিয়েছিলেন যে, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে টিনার চরিত্রে অভিনয়ের জন্য তব্বুকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।

১৩ ১৩

বলিপাড়ার একাংশের দাবি, শিল্পা শেট্টিকেও নাকি ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন কর্ণ। কিন্তু অভিনেত্রী সেই প্রস্তাবে রাজি হননি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement