Bollywood

Bollywood: ছিলেন ইঞ্জিনিয়ার, হলেন অভিনেতা! এঁরা বলিউডের আট ‘বেপথু’

পরিবারের কেউ সিনেমার জগতের ‘কুলীন’ নন। তাঁদের হাতে ছিল শুধু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তবে বেছে নিয়েছেন অভিনয়ের মতো অনিশ্চিত পেশা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৪:২৬
Share:
০১ ১৭

তারকাসন্তান না হলে নাকি বলিউডে সুবিধা করতে বেশ বেগ পেতে হয়। বলিপাড়ার বাসিন্দাদের সম্পর্কে এমন কথা তো হামেশাই ভেসে বেড়ায়। তবে তেমনটা কি সকলের ক্ষেত্রে খাটে? এমন বলি-তারকাও রয়েছেন, যাঁদের পরিবারের কেউ সিনেমার জগতের ‘কুলীন’ নন। তাঁদের হাতে ছিল শুধু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তবে তাঁরা মোটা মাইনের চাকরি বা ব্যবসায় মন দেননি। উল্টে বেছে নিয়েছেন অভিনয়ের মতো অনিশ্চিত পেশা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

০২ ১৭

বলিউডে তাঁর উড়ান শুরু হয়েছিল। কিন্তু অকালমৃত্যু আচমকাই দাঁড়ি টেনেছিল সেই উড়ানে। সেই স্বল্প সময়ের মধ্যেও নিজের জাত চিনিয়েছিলেন ৩৪ বছরের সুশান্ত সিংহ রাজপুত। ছোটপর্দা থেকে বলিউডি পর্দায় অনায়াস উত্তরণের মাঝে ‘পবিত্র রিশ্‌তা’র মানবকে আজও মনে রেখেছেন অনেকে। আবার মধ্যবিত্ত ঘরের সেই ছেলেই এমএস ধোনির বেশে বেদম ‘হেলিকপ্টার ছক্কা’ হাঁকিয়েছেন। ‘কাই পো চে’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ থেকে ‘কেদারনাথ’ বা ‘শুদ্ধ দেশি রোম্যান্স’— বার বার নিজেকে বদলেছেন সুশান্ত।

Advertisement
০৩ ১৭

বলিউডে খ্যাতির আলোয় আসার আগে অবশ্য এই মেধাবী ছাত্রটির ঝুলিতে একটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও ছিল। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীর কাছে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের প্রস্তাবও এসেছিল। তবে সে সব ছেড়েছুড়ে বলিউডের পথেই পা বাড়িয়েছিলেন সুশান্ত।

০৪ ১৭

বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে সহজেই নিজের জায়গা করে নিয়েছেন ভিকি কৌশল। ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর সহকারী পরিচালক ভিকি পরের ছবিগুলিতে এসেছিলেন মুখ্য চরিত্রে। তবে তা বাঁধা গতের নয়। গাছের ডালের আশপাশে নাচগানের বদলে অভিনয়ের সুযোগ ছিল ‘লভ সব তে চিকেন খুরানা’, ‘বম্বে ভেলভেট’ বা ‘মসান’-এর মতো ছবিতে। সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়েননি ভিকি। বলিউডও তাঁকে যোগ্য মর্যাদা দিয়েছে।

০৫ ১৭

বলিপাড়ায় পা রাখার আগে মুম্বইয়ের রাজীব গাঁধী ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং করেছেন ভিকি। বাবার ইচ্ছে ছিল, ছেলে সেই পথেই পা বাড়াক। তবে ভিকি উল্টো পথে হেঁটেছিলেন। তা নিয়ে বোধ হয় ভিকির বাবার আর আক্ষেপ নেই!

০৬ ১৭

তালিকায় যে শুধু নায়করাই আছেন তা নয়। ইঞ্জিনিয়ার হওয়ার পর বলিউডের পথে এগিয়েছিলেন নায়িকারাও। তালিকায় একেবারে উপরের দিকে রয়েছেন তাপসী পন্নু। বলিউডে ‘বহিরাগত’ হলেও তামিল এবং তেলুগুতেও কম জনপ্রিয় নন তিনি। বলিউডে ‘পিঙ্ক’ থেকে ‘থাপ্পড়’ বা ‘ষাঁন্ড কি আঁখ’— বার বারই নিজেকে ছাপিয়ে গিয়েছেন তাপসী।

০৭ ১৭

বলিউডের আগে তামিল, তেলুগু ছবি করেছেন। তারও আগে নয়াদিল্লির গুরু তেগ বাহাদুর ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি হাসিল করেছেন। এমনকি, সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে বেশ কিছু চাকরিও করেছেন। তার পর অবশ্য মডেলিং এবং অভিনয়ের দিকে ঝুঁকেছেন তাপসী।

০৮ ১৭

দক্ষিণী সিনেমা হোক বা বলিউড, ছোটপর্দা হোক বা বড়— বেছে বেছে কাজ করলেও চোখে পড়েছেন আর মাধবন। মণি রত্নমের ‘আলাইপায়ুথে’ নায়ক তামিল সিনেমায় কম জনপ্রিয় নন। আবার বলিউডে ‘থ্রি ইডিয়টস’ বা ‘তনু ওয়েডস মনু’ অথবা ছোটপর্দায় ‘সি হক্‌স’-এর মতো টেলিসিরিজেও নজর কেড়েছিলেন তিনি।

০৯ ১৭

অভিনেতা অথবা ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’-এর প্রযোজক ম্যাডি তাঁর স্নাতকস্তরের পড়াশোনা সেরেছিলেন কোলাপুরের রাজারাম কলেজ থেকে। তবে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি পাওয়ার পর এক সময় ভেবেছিলেন ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেবেন। পাবলিক স্পিকিংয়ের কোর্স করে কাজে যোগও দিয়েছিলেন। তবে শেষমেশ মডেলিং এবং পরে অভিনয়ের দিকে ঝুঁকেছিলেন।

১০ ১৭

‘প্যায়ার কা পঞ্চনামা’য় ‘সিধাসাধা’ প্রেমিকের সুখ-দুঃখের কথা শুনিয়েছিলেন কার্তিক আরিয়ান। তার পর থেকে মিষ্টি হাসির রোগা চেহারার ছেলেটি ধীরে ধীরে হলেও অনেকেই মনে জায়গা করে নিয়েছেন। ‘লুকাছুপ্পি’, ‘পতি পত্নী অউর ও’ থেকে হালফিলের ‘ভুলভুলাইয়া-২’— কার্তিকের বাজারদর বাড়ছে।

১১ ১৭

সেই কলেজের সময় থেকেই অভিনয়ের পোকা ঢুকেছিল কার্তিকের মাথায়। নভি মুম্বইয়ে ডিওয়াই পাটিল কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সময় থেকেই ক্লাস ফাঁকি দিয়ে অডিশন দিতে ছুটতেন। তবে সে সবের মাঝেও বায়োটেকনোলজিতে ডিগ্রি অর্জন করেছেন কার্তিক। তৃতীয় বর্ষে পড়ার সময় বলিউডে অভিষেকও করে ফেলেন তিনি। তার পর আর পিছু ফিরে তাকাননি।

১২ ১৭

বাবা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এক কালের কেন্দ্রীয় মন্ত্রী বিলাসরাও দেশমুখ। দু’ভাইও রাজনীতিতে। তবে সে পথে হাঁটেননি রীতেশ দেশমুখ। সেই ২০০৩ সাল থেকে একের পর এক হিন্দি এবং মরাঠি ছবিতে কাজ করে চলেছেন। ‘মস্তি’, ‘ক্যায়া কুল হ্যায় হম’, ‘ব্লাফমাস্টাস!’, ‘মালামাল উইকলি’ থেকে ‘এক ভিলেন’ অথবা ‘লাল ভারী’— কমেডি থেকে খলনায়ক বা অ্যাকশন হিরোর চরিত্রে নিজেকে ঢেলে দিয়েছেন।

১৩ ১৭

রাজনীতির পরিবেশে বড় হওয়া রীতেশের ঝুলিতেও রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। মুম্বইয়ের কমলা রহেজা কলেজ অব আর্কিটেকচার থেকে স্থাপত্যবিদ্যা নিয়ে প্রথাগত পড়াশোনা সেরেছেন তিনি। তবে সেটি কাজে লাগিয়ে রোজগারের পথ খোঁজার বদলে ক্যামেরার সামনে দাঁড়ানোই উচিত মনে করেছেন রীতেশ।

১৪ ১৭

তাপসী পন্নুর মতো কৃতী শ্যাননও ইঞ্জিনিয়ার। তবে দিল্লি পাবলিক স্কুলের এই প্রাক্তনী গোড়ায় মডেলিংকেই পেশা হিসাবে বেছে নিয়েছিলেন। ‘বরেলী কি বরফি’, ‘লুকাছুপ্পি’-র মতো সিনেমার পর হঠাৎ ‘মিমি’র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। সারোগেট মায়ের ভূমিকায় বেশ প্রশংসাও কুড়িয়ে নিয়েছেন কৃতী।

১৫ ১৭

স্নাতক স্তরে নয়ডার জেপি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে কৃতীর। তবে নায়িকা হওয়ার টানে পা বাড়িয়েছিলেন মুম্বইয়ে। কৃতীর সে সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটাই মনে করেন অনেকে।

১৬ ১৭

সিনেমার পর্দায় তো অনেকেই নায়ক হতে পারেন। বাস্তবে ক’জন সে ভূমিকায় অবতীর্ণ হন? সোনু সুদ বোধ হয় বাস্তবেও নায়ক! করোনাকালে ভিন্‌ রাজ্যের মজুর হোক বা ইউক্রেনের আটকে পড়া পড়ুয়া— সকলের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু। হিন্দি ছাড়াও অজস্র তামিল, তেলুগু এবং কন্নড় ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

১৭ ১৭

পঞ্জাবের মোগার বাসিন্দা সোনু সেখান থেকেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে স্নাতক স্তরে তিনি নাগপুরের যশবন্তরাও চহ্বান কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে ডিগ্রি নিয়েছেন। যদিও তা নিয়ে কেরিয়ার শুরুর বদলে ১৯৯৯ সালে তামিল ছবিতে অভিষেক করেন ‘যুবা’র এই অভিনেতা। তার পর থেকে রুপোলি পর্দাকেই আঁকড়ে ধরেছেন সোনু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement