Shah Rukh Khan

শাহরুখের মন্নতে ‘মন্নত’ পূরণ করেছিলেন অন্য বলি তারকারা! অন্দরমহলে হয়েছিল শুটিংও

মন্নতের অন্দরমহলে হয়েছে একাধিক হিন্দি ছবির শুটিং। মন্নতের সামনে রজনীকান্তও একটি তামিল ছবির কয়েকটি দৃশ্যে অভিনয় করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৮
Share:
০১ ১৯

হিন্দি ফিল্মজগতে কেরিয়ার গড়ে সাফল্য পেয়েছিলেন রাতারাতি। ৫৮ বছর বয়সে পা দিয়েও বক্স অফিস কাঁপিয়ে চলেছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। এক পুরনো সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তাঁর জীবনের সবচেয়ে কঠিন কাজগুলির মধ্যে অন্যতম ছিল বাড়ি কেনা।

০২ ১৯

সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ‘‘আমার বাবা-মা দু’জনেই মারা গিয়েছিলেন। সেই অর্থে আমার নিজের বাড়ি ছিল না। তাই প্রতি দিন স্বপ্ন দেখতাম কবে নিজের বাড়ি হবে। আমার সন্তান হওয়ার পর মন্নত কিনেছিলাম। মন্নত আসলে আমার পরিবারের বাড়ি।’’

Advertisement
০৩ ১৯

তবে শাহরুখের মন্নতে বলিপাড়ার অন্য বলি তারকারাও তাঁদের ‘মন্নত’ (ইচ্ছা) পূরণ করেছিলেন। মন্নতের অন্দরমহলে হয়েছে একাধিক হিন্দি ছবির শুটিংও।

০৪ ১৯

১৯১৪ সালে একটি পার্সি পরিবার তৈরি করেছিল এই বাড়ি। অবশ্য তখন এর নাম ‘মন্নত’ ছিল না। সামনে বিশাল বাগান-সহ সেই বাংলো পরিচিত ছিল ‘ভিলা ভিয়েনা’ নামে।

০৫ ১৯

নব্বইয়ের দশকে হাতবদল হয়ে একটি রিয়েল এস্টেট ফার্মের দখলে চলে যায় ভিলা ভিয়েনা। বলিপাড়া সূত্রে খবর, ২০০১ সালে বাংলোটি কেনেন শাহরুখ। বাড়ির নাম রাখেন মন্নত।

০৬ ১৯

তবে শাহরুখ কেনার আগে মন্নতে প্রচুর হিন্দি ছবির শুটিং হয়েছিল বলে জানা যায়। রাজেশ খন্না, অনিল কপূর, নানা পটেকর, আমির খান-সহ বহু বলি তারকার ছবির শুটিং হয়েছে এখানে।

০৭ ১৯

১৯৫৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আনাড়ি’। রাজ কপূর অভিনীত এই ছবিতে ‘কিসি কি মুসকুরাহাটো পে’ গানের শুরু এবং অন্তিম দৃশ্য মন্নতের সামনে শুট করা হয়।

০৮ ১৯

১৯৭০ সালে অসিত সেনের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সফর’ ছবিটি। এই ছবিতে রাজেশ খন্না, শর্মিলা ঠাকুর এবং ফিরোজ় খানের মতো বলি তারকারা অভিনয় করেন।

০৯ ১৯

‘সফর’ ছবিতে শেখর কপূরের চরিত্রে অভিনয় করতে দেখা যায় ফিরোজ়কে। বলিপাড়া সূত্রে খবর, ছবিতে শেখরের যে বাড়িটি দেখানো হয়েছে তা আসলে মন্নত।

১০ ১৯

১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজা রানি’ ছবিতে অভিনয় করেন রাজেশ খন্না এবং শর্মিলা ঠাকুর। এই ছবিতে এক চোরের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় রাজেশকে।

১১ ১৯

‘রাজা রানি’ ছবির একটি দৃশ্যে রাজেশকে মধ্যরাতে একটি বাড়ির ভিতর ঢুকে চুরি করতে দেখা যায়। বলিপাড়া সূত্রে খবর, মন্নতের ভিতর এই দৃশ্যের শুটিং করা হয়।

১২ ১৯

১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেজ়াব’ ছবিটি বলি অভিনেতা অনিল কপূরের কেরিয়ারের হিট ছবির মধ্যে অন্যতম। অনিলের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেন মাধুরী দীক্ষিত।

১৩ ১৯

বলিপাড়া সূত্রে খবর, ‘তেজ়াব’ ছবিতে মাধুরীর যে বাড়িটি দেখানো হয়েছে তা মন্নতের অন্দরমহল। সেখানেই ‘এক দো তিন’ গানের দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

১৪ ১৯

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাখ’ ছবিতে অভিনয় করেন আমির খান, সুপ্রিয়া পাঠক এবং পঙ্কজ কপূরের মতো বলি তারকারা। বলিপাড়া সূত্রে খবর, এই ছবির শুটিং হয়েছে মন্নতে।

১৫ ১৯

১৯৯২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অঙ্গার’ ছবিটি। এই ছবিতে অভিনয় করেন নানা পটেকর, জ্যাকি শ্রফ, ডিম্পল কাপাডিয়া, নীনা গুপ্ত, কাদের খান, ওম পুরির মতো তারকারা।

১৬ ১৯

বলিপাড়া সূত্রে খবর, ‘অঙ্গার’ ছবিটি শুরুর প্রথম কয়েকটি দৃশ্যে মন্নতের একাধিক শট দেখানো হয়েছে। এই ছবিতে মন্নতের ভিতরে শুটিং করেছিলেন নানা এবং কাদের।

১৭ ১৯

১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাশা’ নামের একটি তামিল ছবিতে অভিনয় করেন রজনীকান্ত। বলিপাড়া সূত্রে খবর, রজনীকান্তকে এই ছবির কয়েকটি অ্যাকশন দৃশ্যে মন্নতের বাইরে অভিনয় করতে দেখা যায়।

১৮ ১৯

মন্নতের বাইরে শুটিং করেন শাহরুখ নিজেও। ১৯৯৭ সালে আজিজ মির্জার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ইয়েস বস্’। এই ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেন জুহি চাওলা, জনি লিভার, আদিত্য পাঞ্চোলি, রাকেশ বেদী, গুলশন গ্রোভারের মতো তারকারা।

১৯ ১৯

বলিপাড়া সূত্রে খবর, ‘ইয়েস বস্’ ছবিতে ‘চাঁদ তারে’ গানের দৃশ্যটি মন্নতের বাইরে শুট করা হয়েছিল। গানের দৃশ্যে অভিনয় করেন শাহরুখ নিজেই। তার কয়েক বছরের মধ্যে মন্নত কিনে ফেলেন ‘বাদশা’।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement