আশির দশকে বলিপাড়ায় অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন গোবিন্দ। হিন্দি ফিল্মজগতে গোবিন্দের কেরিয়ারের সূচনার নেপথ্যে রয়েছেন বলিউডের খ্যাতনামী প্রযোজক পাহলাজ নিহালানি। কিন্তু যাঁর হাত ধরে কেরিয়ার শুরু, তাঁর সঙ্গেই দূরত্ব তৈরি করে ফেলেন গোবিন্দ। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, গোবিন্দ এবং পাহলাজের মাঝের দূরত্ব তৈরির নেপথ্যে রয়েছেন বলিপাড়ার এক পরিচালক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন পাহলাজ। অভিনেতার সঙ্গে একের পর এক হিট ছবি দর্শককে উপহার দেন পাহলাজ। দু’জনের মধ্যে ভাল সম্পর্কও ছিল। কিন্ত তাঁদের সম্পর্কে চিড় ধরান পরিচালক ডেভিড ধওয়ান। সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন পাহলাজ।
১৯৮২ সালে ‘হাতকড়ি’ এবং তার তিন বছর পর ১৯৮৫ সালে ‘আঁধি তুফান’ ছবিদু’টির মাধ্যমে কেরিয়ার শুরু করেন পাহলাজ। পাহলাজের কেরিয়ারের তৃতীয় ছবি ‘ইলজ়াম’ মুক্তি পায় ১৯৮৬ সালে। এই ছবির মাধ্যমেই গোবিন্দ অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন।
শুধু গোবিন্দই নন, চাঙ্কি পান্ডের মতো অভিনেতাও বলিউডে আত্মপ্রকাশ করেন পাহলাজের হাত ধরে। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘আগ হি আগ’ ছবিতে প্রথম অভিনয় করেন চাঙ্কি।
‘গুনাহো কা ফয়সালা’, ‘পাপ কি দুনিয়া’, ‘মিট্টি অওর সোনা’, ‘শোলা অওর শবনম’, ‘আঁখে’র মতো হিন্দি ছবি প্রযোজনা করে আশি থেকে নব্বইয়ের দশকের মধ্যে বলিপাড়ার নিজের পরিচিতি গড়ে তোলেন পাহলাজ।
‘শোলা অওর শবনম’ ভাল ব্যবসা করলেও ‘আঁখে’ ছবিটি পাহলাজকে তাঁর কেরিয়ারের সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। কিন্তু তার পরেই শুরু হয় ভুল বোঝাবুঝি।
‘আঁখে’ এবংঝ ‘শোলা অওর শবনম’ দু’টি ছবিতে অভিনয় করেন গোবিন্দ। ছবি দু’টির পরিচালনার দায়িত্বে ছিলেন ডেভিড।
পাহলাজ সাক্ষাৎকারে দাবি করেন, তিনি সম্পূর্ণ ব্যবসায়িক মনোভাব থেকে ছবি তৈরি করছেন এমনটাই ভেবেছিলেন ডেভিড। গোবিন্দের মনেও পাহলাজের সম্পর্কে এমন ধারণাই তৈরি করে দেন ডেভিড।
ডেভিড নাকি বলি তারকাদের কাছে পাহলাজের নামে সমালোচনা করে বেড়াতেন। সাক্ষাৎকারে পাহলাজ বলেন, ‘‘আমার সঙ্গে বলি তারকারা দেখা করতে এসে মাঝেমধ্যেই জানাতেন ডেভিড আমার বিরুদ্ধে তাঁদের কী কী বলেছেন।’’
১৯৯৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ভাই ভাই’। পাহলাজের প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেন সম্রাট মুখোপাধ্যায় এবং মানেক বেদী। কিন্তু এই ছবিতে গোবিন্দের অভিনয়করার কথা ছিল।
সাক্ষাৎকারে পাহলাজ জানান, ‘ভাই ভাই’ ছবির শুটিংয়ের আগে তাঁর সঙ্গে দেখা করতে যান গোবিন্দ। অভিনেতা জানান তিনি ডেভিডের সঙ্গে একটি ছবিতে কাজ করছেন। আগে সেই ছবির শুটিং শেষ করে তার পর ‘ভাই ভাই’ ছবির শুটিং শুরু করতে পারবেন গোবিন্দ।
‘ভাই ভাই’ ছবির শুটিং তাড়াতাড়ি শুরু করতে চেয়েছিলেন পাহলাজ। গোবিন্দ শুটিংয়ের জন্য সময় বার করতে পারবেন না জেনে অন্য অভিনেতাদের অভিনয়ের প্রস্তাব দেন প্রযোজক।
২০০৭ সালে ‘পার্টনার’ ছবিতে ডেভিডের সঙ্গে কাজ করেন গোবিন্দ। তার পর আর ডেভিড পরিচালিত ছবিতে অভিনয় করতে দেখা যায়নি গোবিন্দকে।
বড় পর্দা থেকে সাময়িক বিরতি নেওয়ার পর পাহলাজের হাত ধরেই আবার বলিপাড়ায় ফিরে যান গোবিন্দ। ২০১৯ সালে পাহলাজের পরিচালনায় এবং প্রযোজনায় মুক্তি পায় ‘রঙ্গিলা রাজা’ ছবিটি। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন গোবিন্দ। যদিও এই ছবি বক্স অফিসে ব্যবসা করতে ব্যর্থ হয়।