Shah Rukh Khan

শাহরুখের কেরিয়ার শুরুর নেপথ্যে অন্য কেউ! কার সুপারিশে প্রথম ছবিতে অভিনয়ের সুযোগ পান অভিনেতা?

শাহরুখ থেকে বলিউডের ‘কিং খান’ হওয়ার যাত্রা। যা এখনও চলমান। কারণ বলিউডের ‘বাদশা’ থামতে জানেন না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৩ ১৫:৫২
Share:
০১ ১৫

তিন দশক ধরে বলিপাড়ায় রাজত্ব করে চলেছেন বলি অভিনেতা শাহরুখ খান। চার বছর বিরতির পর শাহরুখের ‘পাঠান’ ছবিটি মুক্তি পায়। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করে সাফল্যের চূড়ায় পৌঁছয় ‘পাঠান’। আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে শাহরুখের এই বছরের দ্বিতীয় ছবি ‘জওয়ান’।

০২ ১৫

‘জওয়ান’ ছবির ‘প্রিভিউ’ বা তথাকথিত প্রথম ঝলক প্রকাশের পর দর্শকের মধ্যে শাহরুখের লুকের পাশাপাশি অভিনয় নিয়েও চর্চা শুরু হয়েছে। অভিনেতার সমস্ত কিছুই যেন ‘বাদশা’সুলভ।

Advertisement
০৩ ১৫

শাহরুখের নতুন ছবি নিয়ে চর্চা তুঙ্গে থাকাকালীন তাঁর কেরিয়ার নিয়েও আলোচনা শুরু হয়। সম্প্রতি এক বলি অভিনেত্রী শাহরুখের কেরিয়ারের শুরুর দিন নিয়ে অজানা তথ্য ভাগ করে নেন। অভিনেত্রী দাবি করেন, শাহরুখের কেরিয়ার তৈরির নেপথ্যে রয়েছেন অন্য কেউ।

০৪ ১৫

বলিপাড়ার বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের কেরিয়ারের গোড়ার দিকের কথা উল্লেখ করেন। তিন দশক হিন্দি ফিল্মজগতে সময় কাটালেও শাহরুখ তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ছোট পর্দার মাধ্যমে।

০৫ ১৫

‘ফৌজি’ ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করে রাতারাতি ছোট পর্দায় নিজের পরিচিতি গড়ে নিয়েছিলেন শাহরুখ। পাশাপাশি অভিনয় দক্ষতার মাধ্যমে নজর কেড়েছিলেন বলিপাড়ার ছবি নির্মাতাদের।

০৬ ১৫

হেমা সাক্ষাৎকারে জানান, ‘ফৌজি’ ধারাবাহিকে শাহরুখের অভিনয় দেখে তাঁকে বেশ ‘মিষ্টি’ লেগেছিল। সেই সময় নিজের ছবি ‘দিল আশনা হ্যায়’-এর চিত্রনাট্য নির্মাণ নিয়ে ব্যস্ত ছিলেন হেমা।

০৭ ১৫

‘দিল আশনা হ্যায়’ ছবির জন্য নতুন মুখের সন্ধানে ছিলেন হেমা। তিনি ভাবেন, শাহরুখকে এই ছবির প্রস্তাব দেবেন অভিনেত্রী। কিন্তু মনে মনে ভয়ও পাচ্ছিলেন তিনি।

০৮ ১৫

‘দিল আশনা হ্যায়’ ছবির পরিচালনা এবং প্রযোজনার দায়িত্বে ছিলেন হেমা। শাহরুখকে অভিনয়ের প্রস্তাব দেবেন কি না তা নিয়ে সন্দেহ থাকায় হেমা তাঁর বোনকে সে কথা জানান।

০৯ ১৫

হেমার বোন শাহরুখের সঙ্গে যোগাযোগ করে তাঁর সঙ্গে দেখাও করেন। বলি অভিনেতা ধর্মেন্দ্রের সঙ্গেও আলাপ হয় শাহরুখের। সেই সময় ধর্মেন্দ্রের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল হেমার।

১০ ১৫

আলাপের পর হেমার বোন এবং ধর্মেন্দ্র দু’জনেরই পছন্দ হয় শাহরুখকে। নিজের সিদ্ধান্তের উপর সামান্য ভরসা এলেও হেমা তাঁর ‘গুরু মা’র সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য দেখা করেন।

১১ ১৫

সাক্ষাৎকারে হেমা জানান, তাঁর ‘গুরু মা’ হেমাকে বলেছিলেন, ‘‘তোমার ছবিতে খুব বড় এক অভিনেতা কাজ করবেন।’’ কিন্তু হেমা তাঁর ‘গুরু মা’র কথা বুঝতে পারছিলেন না।

১২ ১৫

হেমা তাঁর ‘গুরু মা’কে জানান যে অভিনেত্রী ‘দিল আশনা হ্যায়’ ছবির জন্য নতুন অভিনেতাকে প্রস্তাব দিয়েছেন। তিনি কোনও বড় অভিনেতা নন। হেমার ভুল তখন ভাঙেন তাঁর ‘গুরু মা’।

১৩ ১৫

হেমার ‘গুরু মা’ বলেন, ‘‘আমি বলেছি বড় অভিনেতাকে পেতে চলেছ তুমি।’’ তার পর সে কথার গূঢ়ার্থ বুঝতে পারেন হেমা। সাক্ষাৎকারে হেমা বলেন, ‘‘ও কত বড় অভিনেতা হয়ে গেল। তাই না?’’

১৪ ১৫

১৯৯২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দিল আশনা হ্যায়’ ছবিটি। শাহরুখের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছিলেন দিব্যা ভারতী, অমৃতা সিংহ, মিঠুন চক্রবর্তী, ডিম্পল কপাডিয়া এবং জীতেন্দ্রের মতো বলি তারকারা।

১৫ ১৫

১৯৯২ সাল শাহরুখের কেরিয়ারে নয়া মাইলফলক গড়ার বছর ছিল। এই বছরেই শাহরুখের চার চারটি ছবি মুক্তি পেয়েছিল। ‘দিল আশনা হ্যায়’, ‘দিওয়ানা’, ‘চমৎকার’ এবং ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়োন শাহরুখ। তার পর থেকে কেরিয়ারের যাত্রা শুরু হয় অভিনেতার। শাহরুখ থেকে বলিউডের ‘কিং খান’ হওয়ার যাত্রা। যা এখনও চলমান। কারণ বলিউডের ‘বাদশা’ থামতে জানেন না।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement