বলিপাড়ার তিন খান যেন হিন্দি ফিল্মজগতের তিন তিনটি স্তম্ভ। প্রায় একই সময় নিজেদের কেরিয়ার শুরু করেন শাহরুখ খান, আমির খান এবং সলমন খান। কিন্তু বলিপাড়ার একাংশের দাবি, আমিরের সঙ্গে শাহরুখের সম্পর্ক খুব একটা মধুর নয়। শোনা যায়, শাহরুখের দেওয়া উপহারও ব্যবহার করেননি আমির।
আমির নিজেই স্বীকার করেছেন যে, পাঁচ বছর শাহরুখের দেওয়া উপহারটি তাঁর বাড়িতে অব্যবহৃত অবস্থায় পড়েছিল।
আমির জানান, ১৯৯৬ সালে আমেরিকা এবং ব্রিটেনে একসঙ্গে একটি ট্যুরে যান শাহরুখ এবং আমির। সেখান থেকে একটি ল্যাপটপ কিনে আমিরকে উপহার দেন শাহরুখ।
আমির জানান, শাহরুখের দেওয়া ল্যাপটপটি কোনও দিনই তিনি ব্যবহার করেননি। বন্ধ অবস্থায় নিজের বাড়িতে সেটি রেখে দিয়েছিলেন বলিউডের ‘পারফেকশনিস্ট’।
আমিরের দাবি, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাঁর দূরদূরান্তের সম্পর্ক। তিনি কোনও কিছুই বিশেষ বোঝেন না। কিন্তু শাহরুখ যে এ সব বিষয়ে সচেতন তা-ও জানান আমির।
আমির বলেন, ‘‘কখন কী নতুন গ্যাজেট বার হচ্ছে সে সম্পর্কে শাহরুখ যথেষ্ট ওয়াকিবহাল। আমি এ সবের কিছুই বুঝি না। শাহরুখ আমায় অনেক বার বলেছিল কম্পিউটার কিনতে। কিন্তু আমি কেনার প্রয়োজন মনে করিনি।’’
আমির জানান, ট্যুরে গিয়ে নিজের জন্য একটি কম্পিউটার কেনেন শাহরুখ। আমিরকেও কিনতে বলেন। কিন্তু আমির অনিচ্ছা প্রকাশ করেন।
বার বার আমিরকে কিছু কেনার জন্য জোর করতে থাকেন শাহরুখ। আমিরকে কম্পিউটার এবং ল্যাপটপের উপকারিতাও বোঝাতে থাকেন শাহরুখ।
শেষ পর্যন্ত আমির বাধ্য হয়ে শাহরুখকে বলেন, ‘‘তুমি তোমার জন্য যা কিনছ, আমার জন্যও তা নিয়ে নাও।’’
শাহরুখ নিজের জন্য একটি ল্যাপটপ কেনেন। আমিরকেও একটি ল্যাপটপ কিনে উপহার দেন।
কিন্তু শাহরুখের উপহার হিসাবে দেওয়া ল্যাপটপ কখনও ব্যবহার করেননি আমির। আমির জানান, তিনি ল্যাপটপের প্রযুক্তির সঙ্গে সড়গড় নন বলেই তা ব্যবহার করেননি।
আমির জানান, ল্যাপটপটি বহু বছর পড়ে থাকতে দেখায় শেষ পর্যন্ত তাঁর ম্যানেজার তা ব্যবহার করার অনুমতি চান আমিরের কাছে।
পাঁচ বছর পর আমিরের ম্যানেজার প্রথম বার ল্যাপটপটি চালু করার চেষ্টা করেন বলে দাবি অভিনেতার। কিন্তু ল্যাপটপটি তখন কোনও ভাবেই চালু করা যায়নি। এত বছর বন্ধ থাকার ফলে তা অচল হয়ে গিয়েছিল বলে দাবি করেন আমির।