৯ সেপ্টেম্বর, শুক্রবার অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রথম পর্ব। এই ছবিতে প্রথম বার রণবীর কপূর ও আলিয়া ভট্টকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। শাহরুখ খান, নাগার্জুন, মৌনী রায়ের সঙ্গে দেখা যাবে ‘বিগ বি’কেও। সিনেমাজগতের বহু নক্ষত্রের সমাবেশ ঘটবে ‘ব্রহ্মাস্ত্র’-এ।
নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে অমিতাভকে আবার অভিনয় করতে দেখা যাবে বলে উৎসুক দর্শক। এই প্রসঙ্গে অভিনেতার এক পুরনো সাক্ষাৎকারও প্রকাশ্যে এসেছে।
নব্বইয়ের দশকের শুরুর দিকে এক সাক্ষাৎকারে অমিতাভ জানিয়েছিলেন, নতুন প্রজন্মের অভিনেতারা বলিউডে আসতে শুরু করেছেন বলে তাঁর জনপ্রিয়তা নাকি কমে যাচ্ছে।
একটি ঘটনারও উল্লেখ করেছিলেন তিনি। ১৯৯১ সালে মুক্তি পায় মুকুল এস আনন্দ পরিচালিত ‘হম’ ছবিটি। অমিতাভ ছাড়াও এই ছবিতে রজনীকান্ত এবং গোবিন্দর মতো নামী তারকাদের অভিনয় করতে দেখা গিয়েছিল।
শ্যুটিং চলাকালীন সেটে এক দল কমবয়সি ছেলেমেয়ে আসে। অমিতাভকে দেখে ওই দলের মধ্যে থাকা একটি ছেলে তাঁর দিকে অটোগ্রাফ নিতে এগিয়ে যায়।
ছেলেটিকে অমিতাভের দিকে এগিয়ে যেতে দেখে দলের একটি মেয়ে বলে ওঠে, ‘এ দিকে নয়, ওই দিকে চল।’ অমিতাভ মেয়েটির চাহনি অনুসরণ করে লক্ষ করেন, মেয়েটি যে দিকে যেতে বলছে, সেখানে গোবিন্দ দাঁড়িয়ে।
এর পর সকলে অমিতাভের অটোগ্রাফ না নিয়ে গোবিন্দর দিকে এগিয়ে যায়। সেই মুহূর্তেই তিনি বুঝতে পারেন, নতুন প্রজন্মের অভিনেতারা আসার পর বলিউডে তাঁর জনপ্রিয়তা ধীরে ধীরে কমে আসছে।
সাক্ষাৎকারে অমিতাভ জানিয়েছেন, ‘হম’ ছবি মুক্তি পাওয়ার পরেও তিনি এমন চরিত্রে অভিনয় করেছেন যে চরিত্রের বয়স কম। বলিউডের যে ‘হিরো ইমেজ’ রয়েছে, তা ভাঙতে চাইছিলেন না অমিতাভ।
এমন বহু ছবিতে অভিনয় করার পরেও অমিতাভ আগের মতো জনপ্রিয়তার শিখরে পৌঁছতে পারছিলেন না। অমিতাভের মতে, দর্শক ১৮ থেকে ৩০ বছর বয়সি অভিনেতাদের পর্দায় দেখতে বেশি পছন্দ করেন।
এই উপলব্ধির পর অমিতাভ তাঁর বয়সের সঙ্গে মানানসই চরিত্রে অভিনয় করতে শুরু করেন। ‘মহব্বতে’ ছবিতে গুরুকুলের শিক্ষকের চরিত্রে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছিল।
পরবর্তী কালে অমিতাভকে নতুন প্রজন্মের তারকাদের সঙ্গে বহু ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। বক্স অফিসে একের পর এক হিট ছবিও উপহার দিয়েছেন তিনি।
বলিউড ইন্ডাস্ট্রিতে পাঁচ দশক ধরে বিরাজমান অমিতাভ ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে নতুন কী চমক নিয়ে আসছেন, সেই অপেক্ষাতেই রয়েছেন দর্শক।