Allu Arjun

Allu Arjun-Allu Aravind: খান বা কুমার নন, বলিউডে প্রথম ১০০ কোটির ‘ক্লাব’ গড়েন অল্লু অর্জুনের বাবা!

দুনিয়ার তামাম থিয়েটারেই জোরালো বিস্ফোরণ করেছে অল্লুর এই নয়া ফিল্ম। তবে তাঁর পরিবারে কোটির ঘরে এই যাতায়াত নতুন নয়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২২ ১৬:৪০
Share:
০১ ১২

দু’দিনেই ১০০ কোটি। দু’সপ্তাহে ২০০! আজকাল কোটির ঘরে ঘোরাফেরা করছেন অল্লু অর্জুন। সৌজন্যে— ‘পুষ্পা: দ্য রাইজ’। দুনিয়ার তামাম থিয়েটারেই জোরালো বিস্ফোরণ করছে অল্লুর এই নয়া ফিল্ম। তবে তাঁর পরিবারে কোটির ঘরে এই যাতায়াত নতুন নয়। জানেন কি, বলিউডকে প্রথম বার ১০০ কোটির ব্লকবাস্টার ফিল্ম কে উপহার দিয়েছিলেন? না, তিনি কোনও খান বা কুমার নন, তিনি অল্লু অর্জুনের বাবা অল্লু অরবিন্দ!

ছবি: সংগৃহীত।

০২ ১২

‘সিনিয়র’ অল্লুর কীর্তি শোনানোর আগে অল্লু ‘জুনিয়র’-এর কাহিনি জেনে নেওয়া যাক। অল্লু ‘জুনিয়র’-এর ফিল্মের কথাই ধরুন না। ঘরের মাঠে তো বটেই, বিদেশের কঠিন পিচেও লম্বা ইনিংস খেলছে অল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’।

ছবি: সংগৃহীত।

Advertisement
০৩ ১২

আদতে তেলুগু ফিল্ম। তবে হিন্দির পাশাপাশি তামিল, মালয়ালম এবং কন্নড় ভাষাতেও এর ডাবিং করে বাজারে ছাড়া হয়েছে। তাতেই চমক। প্রচারের শোরগোল ছাড়াই হিন্দিতে চুটিয়ে ব্যাট করছে ‘পুষ্পা... ’।

ছবি: সংগৃহীত।

০৪ ১২

ডিসেম্বরের ১৭ তারিখে মুক্তির পর থেকে এখনও পর্যন্ত ৫০ কোটির ব্যবসার করে ফেলেছে ‘পুষ্পা: দ্য রাইজ’। রক্তচন্দন কাঠের চোরাকারবারি পুষ্পা রাজের সঙ্গে দেখা করতে থিয়েটারে ভিড় জমাচ্ছেন বলিউডি ফিল্মের ভক্তরা। নতুন বছরের শুরুতেই একদৌড়ে রোহিত শেট্টি ‘সূর্যবংশী’-র কাছে চলে গিয়েছে ‘পুষ্পা... ’। ব্যবসার নিরিখে এই মুহূর্তে তার সামনে শুধুই ‘সূর্যবংশী’। তবে কত দিন তেমন থাকবে, তার নিশ্চয়তা নেই!

ছবি: সংগৃহীত।

০৫ ১২

অল্লু ‘জুনিয়র’-এর মতোই এক সময় কামাল করেছিলেন ‘সিনিয়র’। সালটা ২০০৮। তার আগে বলি‌উডের কোনও ফিল্ম ১০০ কোটির ব্যবসা করেনি। তবে সে বছর আমির খান-আসিন-জিয়া খানের হাতে ছিল ‘গজনী’। তা দিয়েই বলিউডে প্রথম ১০০ কোটির ক্লাব গড়ে ফেলেন অল্লু ‘সিনিয়র’ অরবিন্দ।

ছবি: সংগৃহীত।

০৬ ১২

‘গজনী’-র গল্পে সে বছর মেতেছিল গোটা বলিউড। প্রযোজক অল্লু অরবিন্দের হাত ধরেই সেই প্রথম ব্লকবাস্টারের চেহারা দেখেছিল হিন্দি ফিল্মের দুনিয়া। সেই থেকেই বলিউডে জনপ্রিয়তার নতুন মাপকও হয়েছে তা।

ছবি: সংগৃহীত।

০৭ ১২

কী ভাবে সে ব্লকবাস্টারের পথে এগিয়েছিল ‘গজনী’? তামিল হিট ফিল্ম ‘গজনী’-র তেলুগু ডাবিং করেছিলেন অল্লু অরবিন্দ। তার পর তা আমির খানকে নিয়ে হিন্দিতে রিমেক করে বলিউডে ছেড়ে দেন। এ ভাবেই ১০০ কোটির ঘরে ঢুকে যায় আমিরের ‘গজনী’।

ছবি: সংগৃহীত।

০৮ ১২

‘গজনী’ মতো না হলেও বলিউডে সাফল্য অল্লু অরবিন্দের কাছে নতুন নয়। হিন্দিতে ‘প্রতিবন্ধ’, ‘দ্য জেন্টলম্যান’, ‘কৌন?’, ‘কুঁয়ারা’ এবং ‘ক্যালকাটা মেইল’-এর মতো ফিল্ম এসেছে তাঁর প্রযোজনায়।

ছবি: সংগৃহীত।

০৯ ১২

অল্লুদের পরিবারকে পুরোপুরি ‘ফিল্মি’ বললে অত্যুক্তি হবে না। অরবিন্দের বাবা অল্লু রামা লিঙ্গাইয়া ছিলেন তামিল ফিল্মের প্রবীণ অভিনেতা। হাজারেরও বেশি ফিল্ম করেছেন অল্লু রামা। অরবিন্দের তিন ছেলের মধ্যে অল্লু শিরিষও তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছেন।

ছবি: সংগৃহীত।

১০ ১২

‘গজনী’-র সাফল্যের পর বলিউডে ঘন ঘন কাজ না করলেও এ বার তা বদলাতে চলেছে। শাহিদ কপূর এবং ম্রুণাল ঠাকুরকে নিয়ে ‘জার্সি’-র প্রযোজনা করবেন অল্লু অরবিন্দ। এর পর আসবে ‘শাহজাদা’। তাতে নিয়েছেন কার্তিক আরিয়ান এবং কৃতী শ্যাননকে। সেটি আবার অল্লু অর্জুনের ব্লকবাস্টার ফিল্ম ‘আলা বৈকুণ্ঠপুরমুলো’-র রিমেক।

ছবি: সংগৃহীত।

১১ ১২

অল্লু অরবিন্দের ফিল্মে তাঁর নিজের ছেলেকে কবে দেখা যাবে? অথবা তেলুগু সিনেমার সুপারস্টার রাম চরণকে? জানেন না! রাম চরণের মামা হন যে অরবিন্দ।

ছবি: সংগৃহীত।

১২ ১২

ফিল্মের পর্দায় অল্লু অর্জুন বা রাম চরণের সঙ্গে অরবিন্দের জুটি দেখা যাবে কি না, তা জানা যায়নি। তবে এ নিয়ে আক্ষেপ করতে ছাড়েননি অল্লু ‘জুনিয়র’। ‘পুষ্পা... ’ মুক্তি পাওয়ার আগে মুম্বইয়ে একটি সাংবাদিক সম্মেলনে অল্লু অর্জুনের দুঃখ— বলিউডে কাজ শুরু করে দিলেও তাঁকে ফিল্মে নেন না বাবা!

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement