Donal Bisht

‘ওই এক বারই বিকিনি পরা ছবি পোস্ট করেছিলাম’, জীবন থেকে শিক্ষা পেয়ে বলছেন টেলি অভিনেত্রী

ডোনাল বিস্ত। টেলিভিশনের পরিচিত মুখ। কিন্তু প্রচারে এসেছিলেন নিজের বিকিনি পরা ছবি পোস্ট করে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১০:১১
Share:
০১ ১৫

ডোনাল বিস্ত। টেলিভিশনের পরিচিত মুখ। কিন্তু প্রচারে এসেছিলেন অন্য কারণে। ধারাবাহিকে অভিনয় করে ডোনাল তখন ধীরে ধীরে সফলতার সিঁড়িতে উঠছেন। খ্যাতিও বাড়তে শুরু করেছে।

০২ ১৫

এমন সময়েই নেটমাধ্যমে নিজের বিকিনি পরা একটি ছবি পোস্ট করেন ডোনাল। কিন্তু সেই ছবিই যে তাঁর জীবন বদলে দেবে, তা ভাবতে পারেননি অভিনেত্রী।

Advertisement
০৩ ১৫

ছবি পোস্ট করা মাত্রই কটাক্ষের শিকার হন তিনি। অভিনেত্রীর পোশাক নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। কেউ কেউ তাঁর চরিত্র নিয়েও কুমন্তব্য করেন।

০৪ ১৫

এমনকি,ডোনালের বাবা-মাকেও সেই ছবিতে ট্যাগ করেন অনেকে। তাঁর কাজের সঙ্গে অনেকেই পরিচিত ছিলেন না। কিন্তু এই ছবি নিয়ে মাতামাতি হওয়ার কারণে তিনি এক দিনের মধ্যে শিরোনামে চলে আসেন।

০৫ ১৫

এই ঘটনার পর তাঁর জীবনে বদল আসে। ডোনাল বুঝতে পারেন, তিনি চেনা মুখ। তাই তিনি চাইলেও নিজের খুশি মতো সব কিছু করতে পারবেন না। তিনি যে জায়গায় রয়েছেন তা বজায় রাখতে কিছু দায়িত্ব পালন করতে হবে।

০৬ ১৫

তবে অভিনেত্রী জানান যে, তিনি এই ধরনের পোশাক পরে কোনও ভুল করেননি। কিন্তু কোন ধরনের পোশাক পরে কী ভাবে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে হয় তা-ও জানা উচিত বলে জানান অভিনেত্রী।

০৭ ১৫

পরবর্তী কালে ডোনাল বহু সিনেমা, ধারাবাহিকে অভিনয় করেছেন। বহু ছবি নেটমাধ্যমে পোস্ট করেছেন। কিন্তু বিকিনি পরা ছবি আর পোস্ট করেননি।

০৮ ১৫

কারও কারও মতে, অন্যদের মন্তব্যের উপর নির্ভর করে নিজের পছন্দ মতো পোশাক পরে ছবি না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ঠিক করেননি ডোনাল। অভিনেত্রী এখনও কুমন্তব্যের শিকার হন। কিন্তু তা নিয়ে আর চিন্তা করেন না তিনি।

০৯ ১৫

ডোনাল বলেন, ‘‘খারাপ মন্তব্যের পাশাপাশি অনেক ভাল মন্তব্যও পাই আমি। তাই সব সময় খারাপের চেয়ে ভাল মন্তব্যগুলির উপরেই বেশি মন দিই।’’

১০ ১৫

গত বছরেই ‘বিগ বস্’-এর ১৫তম সিজনে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন ডোনাল। শুধু তাই নয়, হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ তিনি। ২০১৫ সালে ‘এয়্যারলাইনস: হর উড়ান এক তুফান’ ধারাবাহিকের মাধ্যমে টেলিজগতে পা রাখেন ডোনাল।

১১ ১৫

ডিডি ন্যাশনালে ‘চিত্রহার’ অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বেও ছিলেন তিনি।

১২ ১৫

হিন্দি গানের মিউজিক ভিডিয়োতে অভিনয়ও করেছেন তিনি।

১৩ ১৫

হিন্দি ছবি ছাড়াও তেলুগু ও কন্নড় ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ডোনালকে। ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। তবে, কোনও ছবি বা ওয়েব সিরিজ সে ভাবে প্রচারে না আসায় তিনি বলিউডের রোশনাইয়েও আসেননি।

১৪ ১৫

অভিনয় ছাড়াও মডেলিং জগতের সঙ্গে যুক্ত ডোনাল।

১৫ ১৫

কিন্তু ‘বিগ বস্’-এর মতো জনপ্রিয় রিয়্যালিটি শো’য়ে আসার পর তাঁর নামডাক আরও বেড়ে যায়। বর্তমানে ১৪ লক্ষ ফলোয়ার রয়েছে ডোনালের ইনস্টাগ্রামে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement