Kanishka Soni

Kanishka Soni: ভরসা করেন না পুরুষদের, সিঁদুর, মঙ্গলসূত্র পরে নিজেকেই বিয়ে করলেন মুম্বইয়ের অভিনেত্রী

মাথায় সিঁদুর, গলায় মঙ্গলসূত্র এবং পরনে লাল শাড়ি— হঠাৎ নববধূর সাজেই অনুরাগীদের সামনে এলেন কণিষ্কা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ১২:৫৯
Share:
০১ ২১

ইনস্টাগ্রামের ফিড জুড়ে কখনও ঘুরতে যাওয়ার ছবি আবার কখনও গানের ভিডিয়ো। কিন্তু হঠাৎ নিজের সাজ বদলে নিজের ছবি আপলোড করেন অভিনেত্রী কণিষ্কা সোনি। ইনস্টাগ্রামে ৬৩ হাজারের উপর ফলোয়ার তাঁর। এর আগেও প্রকাশ্যে এসেছিল এমন কাহিনি। ২৪ বছরের এক তরুণী নাম ক্ষমা বিন্দু নিজেকে বিবাহ করেছিলেন। তিনি গুজরাতের বডোদরার বাসিন্দা। তিনিই সম্ভবত ভারতের প্রথম মহিলা যিনি ‘নিজগামিতা’ বা সোলোগ্যামি–র পথে হেঁটেছেন। কারণ তিনি পৃথিবীতে সব থেকে ভালবাসেন নিজেকে। হয়তো অনেকেই বাসে! কিন্তু এই সাহস দেখানোর কলিজা পেয়েছেন এক মাত্র ক্ষমা। তার পর কনিষ্কার কথা প্রকাশ্যে এল।

০২ ২১

মাথায় সিঁদুর, গলায় মঙ্গলসূত্র এবং পরনে লাল শাড়ি— হঠাৎ নববধূর সাজেই অনুরাগীদের সামনে এলেন কণিষ্কা। ছবি পোস্ট করার সঙ্গে এ-ও জানালেন যে, তিনি নিজেই নিজেকে বিয়ে করেছেন।

Advertisement
০৩ ২১

এই ঘোষণার জন্য প্রস্তুত ছিলেন না কেউ-ই। তিনি জানান, পুরুষদের প্রতি আর কোনও আগ্রহ নেই তাঁর। সম্পর্কে জড়ানোর পর বার বার মন ভেঙেছে কণিষ্কার।

০৪ ২১

সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন যে, নিজেকে সম্পূর্ণ করতে জীবনে কোনও পুরুষমানুষের প্রয়োজন হয় না। সিঁদুর এবং মঙ্গলসূত্র পরে স্পষ্ট করে দিয়েছেন যে, পুরুষদের প্রতি আর কোনও আগ্রহ নেই কণিষ্কার।

০৫ ২১

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খোলেন।কণিষ্কা জানান, ছোটপর্দায় পা রাখার পর ২০১০ সালে এই ইন্ডাস্ট্রির এক অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। প্রায় দেড় বছর দু’জনে সম্পর্কে ছিলেন। কিন্তু সম্পর্কে থাকাকালীন তাঁর জীবন সুখকর ছিল না।

০৬ ২১

মুম্বইয়ে একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন দু’জনে। নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন কণিষ্কা। কণিষ্কাকে উল্টে ভয়ও দেখাতেন তাঁর সঙ্গী। হুমকি দিতেন, কণিষ্কা যদি এই সম্পর্ক শেষ করেন, তা হলে পরিবারের সকলের ক্ষতি করে দেবেন সেই অভিনেতা।

০৭ ২১

এমনকি, কণিষ্কার পাসপোর্টও নিয়ে নিয়েছিলেন তাঁর সঙ্গী। তার পর বুঝিয়ে-সুঝিয়ে নিজের পাসপোর্ট ফিরিয়ে নেন কণিষ্কা। তার পর সুযোগ বুঝে অভিনেত্রী ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যান।

০৮ ২১

বর্তমানে সেই অভিনেতা পুলিশি হেফাজতে রয়েছেন। কণিষ্কা জানিয়েছেন, এই মানসিক অবস্থা কাটাতে তাঁর পাঁচ বছর সময় লেগেছিল। কণিষ্কার মতে, ইন্ডাস্ট্রিতে যত জন পুরুষের সঙ্গে তাঁর আলাপ হয়েছে, তাঁদের সঙ্গে মিশে তিনি বুঝতে পেরেছেন যে, কেউই ভাল নন।

০৯ ২১

কণিষ্কা জানান, ইন্ডাস্ট্রির অভিনেতারা নিজের পরিবারের সামনে যেমন আচরণ করেন, অন্যান্য সময় তাঁদের দেখলে অন্য মানুষ মনে হয়। ইন্ডাস্ট্রিতে থাকাকালীন আরও তিক্ত অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রীর।

১০ ২১

সাক্ষাৎকারে তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে জানান, কর্মসূত্রে এক অভিনেতার সঙ্গে আলাপ হয় কণিষ্কার। তাঁর মা এই অভিনেতার কাজ পছন্দ করতেন। সেই কথা জানালে কণিষ্কাকে অভিনেতা বলেন, ‘‘তোমার মায়ের সঙ্গে আমি কী করব?’’

১১ ২১

নাম উল্লেখ না করেই তিনি জানান, ইন্ডাস্ট্রির এক অভিনেতা নাকি তাঁর পা ধরে সম্পর্কে আসার জন্য অনুরোধ করেছিলেন। পরে সেই অভিনেতাই তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন।

১২ ২১

এই বিষয়ে কণিষ্কা তাঁর সঙ্গীকে প্রশ্ন করলে অভিনেতা জানান, কণিষ্কা অভিনেতার জীবনের ‘রাধা’। এই বলে সম্পর্ক শেষও করে দিতে বলেন কণিষ্কাকে।

১৩ ২১

সম্ভ্রান্ত গুজরাতি পরিবারে জন্ম কণিষ্কার। গানের একটি রিয়্যালিটি শোয়ের মাধ্যমে তাঁর পরিচিতি হলেও তিনি পরে অভিনয়ের দিকেও ঝুঁকতে শুরু করেন।

১৪ ২১

বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের সঙ্গে ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কি খিলাড়ি’-র ফাইনাল পর্বে মডেলিং করেছেন তিনি।

১৫ ২১

তামিল ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে কণিষ্কাকে। এ ছাড়াও ছোটপর্দায় বহু জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন কণিষ্কা।

১৬ ২১

২০১৩ সালে টেলিভিশনের পর্দায় ‘মহাভারত’ ধারাবাহিক বেশ জনপ্রিয় হয়। এই ধারাবাহিকে বিদুরের স্ত্রীর ভূমিকায় কণিষ্কাকে অভিনয় করতে দেখা গিয়েছিল।

১৭ ২১

‘দিয়া অওর বাতি হম’, ‘পবিত্র রিস্তা’, ‘দেবো কা দেব: মহাদেব’, ‘দেবী আদি পরশক্তি’ ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। এ ছাড়াও ‘সাবধান ইন্ডিয়া’, ‘ক্রাইম পেট্রল’, ‘সিআইডি’ ধারাবাহিকের পর্বে তিনি অভিনয় করেছেন।

১৮ ২১

শুধু ছোটপর্দাতেই নয়, বড়পর্দায় অভিনয় করার সুযোগও পেয়েছিলেন তিনি। ছবির জন্য অডিশন দিতে গেলে অভিনেত্রী হিসাবে কণিষ্কাকে পছন্দও হয় সকলের।

১৯ ২১

ছবি সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য প্রযোজকের সঙ্গে দেখা করতে যান কণিষ্কা। কিন্তু ছবির প্রযোজক তাঁকে কুপ্রস্তাব দেন। তাঁর প্রস্তাবে রাজি হলে কণিষ্কাকে এই ছবিতে অভিনয় করার সুযোগ দেওয়া হবে, এমনটাই জানান প্রযোজক।

২০ ২১

কণিষ্কার মতে, আজ তিনি বলিউডের নামকরা অভিনেত্রীদের মধ্যে এক জন হতে পারতেন। কিন্তু অভিনয়জগতের এমন নোংরা দিক তাঁর সামনে ফুটে উঠেছিল যে, তিনি সব কিছু থেকে নিজেকে সরিয়ে ফেলেন।

২১ ২১

বর্তমানে তিনি নিজের সংস্থা ‘কাসো মিউজিক’ নিয়ে ব্যস্ত। এই সংস্থার মাধ্যমে কণিষ্কা এমন সঙ্গীতশিল্পীদের বলিউডজগতে গান করার সুযোগ করে দেন, যাঁদের ইন্ডাস্ট্রির সঙ্গে কোনও যোগসূত্র নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement