Ankita Lokhande-Sushant Singh Rajput

মৃত্যুর সাড়ে তিন বছর পরে সুশান্তকে নিয়ে চাঞ্চল্যকর দাবি অঙ্কিতার! কী বললেন অভিনেত্রী?

হিন্দি ধারাবাহিকের মাধ্যমেই সবার চোখে পড়েন তিনি। কেবল অভিনেত্রী হিসাবে নয় আলোচনায় থাকতেন তাঁর প্রাক্তন প্রেমিক বলিউড অভিনেতা প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ ১৯:৫৭
Share:
০১ ১২

অঙ্কিতা লোখন্ডে, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। হিন্দি ধারাবাহিকের মাধ্যমেই সবার চোখে পড়েন তিনি। কেবল অভিনেত্রী হিসাবে নয় আলোচনায় থাকতেন তাঁর প্রাক্তন প্রেমিক বলিউড অভিনেতা প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের সুবাদে।

০২ ১২

টেলিভিশনের ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকের নজরে পড়েছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। সেই ধারাবাহিকে তাঁর সহ-অভিনেতা ছিলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত।

Advertisement
০৩ ১২

‘পবিত্র রিশতা’-য় কাজ করার সময়ই সুশান্তের প্রেমে পড়েন অঙ্কিতা। কয়েক বছরের প্রেমের পর একত্রবাসও করেছেন তাঁরা। তাঁদের প্রেম দেখে অনুরাগীরা ভেবেছিলেন, সংসার পাতবেন এই জুটি।

০৪ ১২

তবে অনুরাগীদের সেই আশায় জল ঢেলে সাত বছর পরে সম্পর্কে ইতি টানেন সুশান্ত এবং অঙ্কিতা।

০৫ ১২

২০২০ সালে প্রয়াত হন বলিউড অভিনেতা সুশান্ত। তার পরে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অঙ্কিতা।

০৬ ১২

‘বিগ বস্ ১৭’-র ঘরে পা রাখার পর থেকে সেই সম্পর্কের ভবিষ্যৎও এখন প্রশ্নের মুখে। নিজের সংসার ভাঙনের পথে এগোলেও প্রাক্তন প্রেমিককে নিয়ে এখনও ঘণ্টার পর ঘণ্টা অনর্গল কথা বলে যান অঙ্কিতা।

০৭ ১২

এমনকি, সুশান্তের মৃত্যুর সাড়ে তিন বছর পরেও তাঁর মৃত্যু নিয়ে নিত্যনতুন দাবি টেলি অভিনেত্রীর।

০৮ ১২

ছোট পর্দায় কয়েক বছর কাজ করার পরে বলিউডে পা রেখেছিলেন সুশান্ত। অভিষেক কপূরের ‘কাই পো চে’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ তাঁর। সেই ছবির প্রিমিয়ারে অঙ্কিতার হাত ধরেই লাল গালিচায় হেঁটেছিলেন সুশান্ত।

০৯ ১২

প্রথম ছবির সাফল্যের পর নামজাদা প্রযোজনা সংস্থা থেকে প্রস্তাব পাচ্ছিলেন সুশান্ত। কাজও করেছিলেন যশরাজ ফিল্মসের মতো প্রযোজনা সংস্থার সঙ্গে। তা সত্ত্বেও নাকি বলিউডে দমবন্ধ হয়ে এসেছিল সুশান্তের, দাবি অঙ্কিতার।

১০ ১২

ছোট, বন্ধ জায়গায় বেশি ক্ষণ থাকলে অস্বস্তিতে ভুগতেন সুশান্ত, তাঁর মৃত্যুর পর এই দাবি করেছিলেন বান্ধবী রিয়া চক্রবর্তী। তখন যদিও রিয়ার সেই যুক্তি মানতে রাজি হননি অঙ্কিতা।

১১ ১২

বরং, এক বিমানের ককপিটে বিমানচালকের আসনে বসে থাকা অবস্থায় সুশান্তের ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে রিয়ার নাম উল্লেখ না করেই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন অঙ্কিতা।

১২ ১২

বছর তিনেক পরে ‘বিগ বস্ ১৭’-র ঘরে ফের সেই প্রসঙ্গই উত্থাপন করলেন টেলি অভিনেত্রী। দর্শকের আবেগের উপর ভর করে অনুষ্ঠানে জিততেই কি বার বার এই কৌশল অবলম্বন করছেন অঙ্কিতা? খোঁচা নেটাগরিকদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement