IPL 2024

দল রাখল না, আইপিএলে ২১ জন তারকার ভবিষ্যৎ ঝুলে রইল, নিলামের আগে কে ‘রাজা’, কে ‘ফকির’

আইপিএলের নিলামের আগে ৮৯ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ১০টি দল। অর্থাৎ, এই ৮৯ জন ক্রিকেটার আবার নিলামে উঠবেন। তালিকায় যেমন বিদেশি ক্রিকেটার রয়েছেন, তেমনই রয়েছেন দেশীয় ক্রিকেটারেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২০:১৭
Share:
০১ ১৫

আইপিএলের নিলামের আগে কোন দল কোন ক্রিকেটারকে ছেড়ে দিল, সেই তালিকা প্রকাশিত হল রবিবার। তাতে দেখা গেল, বেশ কয়েকটি বড় নাম বাদ পড়েছে বিভিন্ন দল থেকে। অর্থাৎ, তাঁদের নাম নিলামে চড়বে।

০২ ১৫

আইপিএলের নিলামের আগে ৮৯ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ১০টি দল। অর্থাৎ, এই ৮৯ জন ক্রিকেটার আবার নিলামে উঠবেন। তালিকায় যেমন বিদেশি ক্রিকেটার রয়েছেন, তেমনই রয়েছেন দেশীয় ক্রিকেটারেরা।

Advertisement
০৩ ১৫

এই ৮৯ জন ক্রিকেটারের মধ্যে ২৩ জন আবার তারকা ক্রিকেটার বলে পরিচিত। তাঁদের মধ্যে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা ১৭। বাকি ছ’জন দেশের। তাঁদের মধ্যে দু’জন আইপিএল খেলবেন না বলে জানিয়েছেন। তাঁরা হলেন— বেন স্টোকস এবং জো রুট। ফলে আগামী ১৯ ডিসেম্বর নিলামে ২১ জন তারকার নাম চড়তে চলেছে।

০৪ ১৫

বাদ পড়া বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন— বেন স্টোকস, দাসুন শনাকা, জোফ্রা আর্চার, ক্রিস জর্ডন, জশ হেজ়লউড, ডেভিড উইলি, ওয়েন পার্নেল, রিলি রুসো, মুস্তাফিজুর রহমান, জো রুট, জেসন হোল্ডার, হ্যারি ব্রুক, আদিল রশিদ, শাকিব আল হাসান, লিটন দাস, টিম সাউদি, লকি ফার্গুসন ।

০৫ ১৫

বাদ পড়া দেশীয় ‘তারকা’ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন— অম্বাতি রায়ডু, কেদার যাদব, মণীশ পাণ্ডে, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, উমেশ যাদব।

০৬ ১৫

নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ছেড়ে দেওয়ার তালিকায় শাকিব আল হাসান যেমন রয়েছেন, তেমনই রয়েছেন লিটন দাস। এই দুই ক্রিকেটারকে গত বারের নিলামে কিনেছিল কেকেআর। কিন্তু শাকিব শেষ পর্যন্ত খেলতে আসেননি। লিটনকে একটি ম্যাচের বেশি খেলায়নি কলকাতা।

০৭ ১৫

কলকাতা ছেড়ে দিয়েছে লকি ফার্গুসনকে। ছেড়ে দেওয়া হয়েছে ভারতের হয়ে বিশ্বকাপ খেলা শার্দূল ঠাকুরকেও। এ ছাড়াও কলকাতা ছেড়ে দিয়েছে টিম সাউদি এবং জনসন চার্লসের বিদেশি ক্রিকেটারকে।

০৮ ১৫

কলকাতা ধরে রাখল শ্রেয়স আয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিংহ, সুযশ শর্মা, অনুকূল রায়, বেঙ্কটেশ আয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তীর মতো ভারতীয় ক্রিকেটারদের। বিদেশিদের মধ্যে রেখে দেওয়া হয়েছে রহমনুল্লা গুরবাজ, জেসন রয়, সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে।

০৯ ১৫

বেন স্টোকস জানিয়ে দিয়েছেন, তিনি এ বছর আইপিএল খেলবেন না। নামও তুলে নিয়েছেন তিনি। গত বারও একটির বেশি ম্যাচে খেলতে পারেননি তিনি। তাঁর বদলে চেন্নাই ঝাঁপাতে পারে নিউ জ়িল্যান্ডের রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল বা আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজ়াইয়ের উপর।

১০ ১৫

আইপিএলের নিলামের আগেই জল্পনা শুরু হয়েছিল যে, দু’বছর পরে আবার ‘ঘরে’ ফিরতে পারেন হার্দিক পাণ্ড্য। মুম্বইয়ে ফিরবেন গুজরাত ছেড়ে। কিন্তু চলতি বছর আইপিএলের আগে হার্দিককে ছাড়েনি গুজরাত টাইটান্স। নিলামের আগেও হার্দিকের থাকা নিয়ে চরম নাটক হল।

১১ ১৫

গুজরাত যে সব খেলোয়াড়দের ধরে রেখেছে, সেই তালিকায় সবার শেষে হার্দিকের নাম রয়েছে। সাধারণত কোনও দলের অধিনায়কের নাম সবার আগে থাকে। কিন্তু হার্দিকের নাম সবার শেষে থাকার অর্থ, শেষ মুহূর্তে হার্দিককে দলে রাখা হয়েছে।

১২ ১৫

কিন্তু এখনও হার্দিককে নেওয়ার সুযোগ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। আইপিএলের ‘ট্রেডিং উইন্ডো’ এখনও খোলা। ১২ ডিসেম্বর পর্যন্ত তা খোলা থাকবে। মুম্বই হার্দিককে নিতেই পারে। তার বদলে সমমানের কোনও ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে। নগদ অর্থের বদলে হার্দিককে নেওয়া আর সম্ভব নয়।

১৩ ১৫

এ বার আইপিএলের নিলামে সব চেয়ে বেশি টাকা নিয়ে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের হাতে এই মুহূর্তে রয়েছে ৪০ কোটি ৭৫ লক্ষ টাকা।

১৪ ১৫

ফকির দশা হল লখনউ সুপার জায়ান্টসের। নিলামে কে এল রাহুলের দলের হাতে থাকবে মাত্র ১৩ কোটি ১৫ লক্ষ টাকা।

১৫ ১৫

কলকাতার হাতে রয়েছে ৩২ কোটি ৭০ লক্ষ টাকা। ধোনির চেন্নাইয়ের হাতে রয়েছে ৩১ কোটি ৪০ লক্ষ টাকা। মুম্বই ইন্ডিয়ান্স নিলামে নামবে ১৫ কোটি ২৫ লক্ষ টাকা নিয়ে। আর হার্দিকের গুজরাতের হাতে থাকবে ১৩ কোটি ৮৫ লক্ষ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement