Personal Finance 2023

কম সময়ের জন্য ঋণ করছেন, ভাবছেন চট করে মিটিয়ে দেবেন কিন্তু চাপটা ভেবেছেন?

প্রয়োজনীয় জিনিস কিনতে আপনি হয়ত ক্রেডিট কার্ডেই হাত দিয়েছেন। মাসে মাসে শোধ দিয়ে দেবেন বলে। কিন্তু আপনার নগদ যোগান এই ঋণকে সামলাতে পারবে তো? দেখতে নজর দিন আপনার কারেন্ট রেশিও বা নগদ যোগান এবং স্বল্পমেয়াদী দায়ের অনুপাতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১১:১৪
Share:

প্রতীকী ছবি

ইংরাজিতে বলে “পে-চেক টু পে-চেক” বাঁচা। বাংলায় বলা হত যত্র আয় তত্র ব্যয়। মানে একই। কাল কী হবে তা নিয়ে না ভেবে বাঁচা। কিন্তু সে ছিল অন্য যুগ। যৌথ পরিবারের সময়। যাই হোক বিপদে গোটা বাড়ি ভর্তি। পাশে থাকার মানুষের অভাব ছিল না। কিন্তু সময় বদলেছে। যৌথ পরিবার সরে গিয়ে তার জায়গায় বিমা এসেছেন। এখন আর ননদ-ভাজের সম্পর্ক বা দুই জায়ের সম্পর্কের কারণে বাবা-মায়ের জীবন দুর্বিষহ হয় না। বাবা-মায়ের দায়িত্ব নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া সিনেমার বিষয় হয় না। আর তাই এখন ধার করে ঘি খাওয়ার চিন্তার চরিত্রেও বদল হয়েছে।কাবুলিওয়ালার বদলে এখন পকেটে ক্রেডিট কার্ড। দিনের শেষে তাই অফিসের বাইরে কাবুলিওয়ালার ভিড়ও দেখা যায় না।

Advertisement

তাই আপনার প্রয়োজন, তা যাই হোক না কেন, কিনতে আপনি হয়ত ক্রেডিট কার্ডেই হাত দিয়েছেন। মাসে মাসে শোধ দিয়ে দেবেন বলে। কিন্তু আপনার নগদ যোগান এই ঋণকে সামলাতে পারবে তো? দেখতে নজর দিন আপনার কারেন্ট রেশিও বা নগদ যোগান এবং স্বল্পমেয়াদী দায়ের অনুপাতে। আপনার যত নগদ এবং চট করে ভাঙানো যায় এমন সঞ্চয় আছে তা যোগ করুন এবং তাকে আপনার স্বল্পমেয়াদী সব দায় দিয়ে ভাগ করুন। যে সংখ্যাটা পাবেন তা আপনাকে বলে দেবে এই দায় মেটাতে আপনার কত সময় লাগবে। এই অনুপাতকে চাপের অঙ্কও ভাবতে পারেন কিন্তু।

Advertisement

বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement