ঋণের ধরন, সময়কাল, প্রতিষ্ঠান এবং আপনার সিআইবিআইএল স্কোরের সঙ্গে সুদের হার পরিবর্তিত হয়
পাঠকের প্রশ্ন: আপৎকালিন ঋণ নিতে চাই। বয়স ৪০ এবং ১৫ বছর যাবৎ কর্মরত একটি বেসরকারি সংস্থায়। মাসে আয় ৬০ হাজার টাকা। পরিবারে সদস্য তিন জন এবং মাসে ব্যয় হয় প্রায় ৩২ হাজারের মতো। প্রায় ৭ লাখ টাকার ঋণ চাই। কম সুদে ঋণ কোথায় পাব? প্রসঙ্গত, কোনও আপৎকালিন তহবিল নেই। জীবন বিমা ৪০ লক্ষ টাকার, পেনশন নেই। (নাম প্রকাশে অনিচ্ছুক)
উত্তর দিচ্ছেন আর্থিক উপদেষ্টা:
কোথায় সব থেকে ভাল ঋণ পেতে পারেন তার থেকেও, কী উদ্দেশ্যে ঋণ নিচ্ছেন তা মাথায় রাখা জরুরী।
যদি ব্যক্তিগত ঋণ হয়, তা হলে এই বিকল্পগুলি সব থেকে সুবিধাজনক:
১। ঋণ যেহেতু তুলনামূলক কম খরচে পাবেন, তাই ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড অথবা ইক্যুইটি্র গচ্ছিত রেখে ওভারড্রাফট নিয়ে ফেলুন।
২। ক্রেডিট কার্ডে ঋণ না নেওয়াই ভাল। কারণ তার চার্জ ও সুদের হার অনেক বেশি হতে পারে এই ক্ষেত্রে।
৩। যদি সুরক্ষিত ঋণ হয়, যেমন গাড়ি অথবা বাড়ি তা হলে ব্যাঙ্ক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের তুলনামূলক হার এবং সংশ্লিষ্ট চার্জগুলি পরীক্ষা করে দেখুন।
৪। ব্যবসায়িক ঋণ হলে প্রাসঙ্গিক নথিপত্র নিয়ে সরকার বা ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন।
৫। যদি শিক্ষা ঋণের বিষয় হয়, তা হলে নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক বিশেষ ঋণ দিয়ে থাকে।
ঋণের ধরন, সময়কাল, প্রতিষ্ঠান এবং আপনার সিআইবিআইএল স্কোরের সঙ্গে সুদের হার পরিবর্তিত হয়। সুতরাং, সব দেখে শুনে খোঁজ খবর নিয়ে তার পর ঠিক করুন কোন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করবেন।
প্রতিবেদক সঞ্চয় উপদেষ্টা। বক্তব্য নিজস্ব।
বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।