আপনার পলিসিতে আপনার সাধ্যের মধ্যে সঠিক কভারেজ থাকা উচিত
পাঠকের প্রশ্ন: মাত্র দুই বছরের কর্মজীবন, মাসে আয় ৩৫ হাজার টাকা। এবং মাসে খরচ প্রায় ২৮ হাজার টাকা। পরিবারের সদস্য তিন জন। স্বাস্থ্য বিমা করাতে চাই তাঁদের। এ ক্ষেত্রে করণীয় কী? পেনশন রয়েছে ও ৩০ লক্ষ টাকার জীবন বিমা রয়েছে।
উত্তর দিচ্ছেন আর্থিক উপদেষ্টা:
প্রসঙ্গ যখন চিকিৎসা বিমা, নীচের বিষয়গুলি খেয়াল রাখা প্রয়োজন:
১। পরিবারে সদস্য সংখ্যা যেহেতু তিন, অতএব তিন জনের জন্যই ফ্লোটার প্ল্যান নিন। সঙ্গে থাকুক একটি ফ্লোটিং কভার।
২। অন্ততপক্ষে তিনটি সংস্থার বিমার বৈশিষ্ট্য তুলনা করে দেখুন।
৩। উপ সীমা নেই অথবা কম উপ সীমা যুক্ত পলিসি কেনার চেষ্টা করুন।
৪। আপনার পলিসিতে আপনার সাধ্যের মধ্যে সঠিক কভারেজ থাকা উচিত।
৫। ক্লেম –এর অনুপাত এবং যাতে প্রায় সব হাসপাতালেই এর সুযোগ নেওয়া যায় কিনা তাও দেখে নিন।
৬। লাইফ টাইম রিনিউবিলিটি অবশ্যই থাকা প্রয়োজন।
৭। আপনার পলিসিতে নবীকরণের সুবিধা কতটা তা খতিয়ে দেখিয়ে নিন।
হয় ইন্টারনেটে ঘেঁটে দেখুন অথবা আর্থিক উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করুন আপনার প্রয়োজন মেটাতে।
টার্ম প্ল্যান ইন্স্যুরেন্স বা মেয়াদী পরিকল্পনা বিমার ক্ষেত্রে উপযুক্ত কভারেজ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিবেদক সঞ্চয় উপদেষ্টা। বক্তব্য নিজস্ব।
বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।