Personal Finance 2023

বাহাত্তরেই উত্তর, দ্বিগুণ হবে কয় বছরে

তবে যদি ক্যালকুলেটর হাতের কাছে থাকে তা হলে কিন্তু ৭২-এর বদলে ৬৯.৩-কে ভাগ করলে আরও নির্দিষ্ট ফল পাবেন। মনে রাখবেন এই সূত্র কাজ মোটামুটি সঠিক আন্দাজ দেয় ৫ থেকে ১২ শতাংশ সুদের হারের মধ্যে। এর বাইরে কিন্তু এই সূত্র ঠিক কাজ করবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৩ ১৩:১৭
Share:

প্রতীকী ছবি

ক্যালকুলেটর দিয়েও সামলানো যায় না এই দ্বিগুণ হওয়ার অঙ্ক। বিনিয়োগ করবেন। এক প্রকল্প বলছে ৮ শতাংশ রিটার্ন দেবে চক্রবৃদ্ধি হারে। আরও একজন বলছে ৯ শতাংশ। কিন্তু আপনার প্রশ্ন কতদিন দ্বিগুণ হবে আপনার সঞ্চয়। পাশ থেকে কে যেন ফস করে বলে দিল প্রথমটায় নয় বছরে আর পরেরটায় আট। আপনি তো অবাক! ভাবলেন হয় ছেলেটা অঙ্কে পাকা আর নয়তো আগেই জেনে বসে আছে। কিন্তু যদি বলি কোনটাই নয়। আসলে ছেলেটা চটজলদি ভাগ করতে পারে! তখন কী বলবেন?

Advertisement

আসলে একে বলে রুল অব ৭২ অথবা বাহাত্তরের নিয়ম। চটজলদি কতদিনে দ্বিগুণ হবে আপনার অঙ্ক। আপনাকে যেটা করতে হবে সেটা সোজা ৭২ কে সুদের হার দিয়ে ভাগ করে দিন। তাহলেই একটা আন্দাজ পেয়ে যাবেন কতদিনে দ্বিগুণ হবে আপনার সঞ্চয়। কিন্তু মাথায় রাখুন এই সময়টা কিন্তু একটা আন্দাজ। এই অঙ্কটা একদম ঠিক হয় যদি সুদের হার ৮ শতাংশ হয়। সুদের হার ৮ শতাংশের যত বেশি বা কম হবে উত্তরটা তত কম ঠিক হবে। কিন্তু একটা আন্দাজ আপনি পেয়ে যাবেন। তবে এই সুদের হারকে কিন্তু পূর্ণ সংখ্যায় হতে হবে। তাই যদি সুদের হার হয় ৭.০৩ তাহলে ৭ বাছুন।

মাথায় রাখুন এই সুদের হার কিন্তু চক্রবৃদ্ধি হতে হবে আর সুদ আসতে হবে বছরের হিসাবে। ছয় মাসে চক্রবৃদ্ধি হলে কিন্তু এই হিসাব খাটবে না।

Advertisement

তবে যদি ক্যালকুলেটর হাতের কাছে থাকে তা হলে কিন্তু ৭২-এর বদলে ৬৯.৩-কে ভাগ করলে আরও নির্দিষ্ট ফল পাবেন। মনে রাখবেন এই সূত্র কাজ মোটামুটি সঠিক আন্দাজ দেয় ৫ থেকে ১২ শতাংশ সুদের হারের মধ্যে। এর বাইরে কিন্তু এই সূত্র ঠিক কাজ করবে না।

যদি ২ শতাংশ সুদের হার হয় তাহলে ৭১ কে ভাগ করতে পারেন, আর ১৮ শতাংশ হলে বাছতে পারেন ৭৪। তাতে মোটামুটি ঠিক আন্দাজ পাবেন। এই সূত্র কিন্তু আরেকভাবে কাজে লাগে। জানতে চোখ রাখুন এখানে।

বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement