প্রতীকী ছবি
ব্যাঙ্কের সঙ্গে সমস্যা? মিটতে চাইছে না? ব্যাঙ্ককে চিঠি লিখেছেন কিন্তু মাস গড়িয়ে গেলেও তার কোনও উত্তর পাননি? আপনার অভিযোগকে উড়িয়ে দিয়েছে ব্যাঙ্ক? অথবা ব্যাঙ্কের উত্তরে আপনি সন্তুষ্ট নন? এর পর কী করবেন? চুপচাপ বসে থাকবেন? যদি আপনি তা না চান তা হলে কিন্তু ব্যাঙ্কিং ওমবুডসম্যানের সাহায্য নিতে পারেন।
জেনে নিন কী ভাবে:
মাথায় রাখুন আপনার আঞ্চলিক ওবি অফিস কিন্তু আপনাকে নেট ঘেঁটে জেনে নিতে হবে। এখানে ভুল হলে আপনার অভিযোগের নিষ্পত্তি হওয়া মুশকিল। অভিযোগ দায়ের করার আগে আপনাকে এর নিষ্পত্তি না হওয়ার কারণে আপনার কী ক্ষতি হয়েছে তা টাকার মূল্যে নির্ধারণ করে নেওয়াটা জরুরি। তাতে ক্ষতিপূরণ পেতে সুবিধা হবে। আপনি ঠিক কী ভাবে সমস্যার নিষ্পত্তি চান তাও কিন্তু ঠিক করে রাখুন। আর অভিযোগের একটা লিখিত কপি সই করে স্ক্যান করে রাখুন। যা যা আপনি অনলাইন পেশ করছেন তার কপি খামে ভরে সংশ্লিষ্ট ওবি অফিসে রেজিস্ট্রি ডাকযোগে পাঠিয়ে রাখুন।
তবে আপনার যা অভিযোগ সেই অভিযোগ ঘিরে কোনও মামলা যদি কোনও আদালতে চালু থাকে তা হলে কিন্তু ওবি অফিস আপনার অভিযোগ নেবে না সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত।
বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।