প্রতীকী ছবি
ডিজিটাল লেনদেন করতে পারছেন না। কারণ আপনার হাতের ফোনটি সেই সাধারণ ফোন। আর ডিজিটাল লেনদেন করতে নারাজ আপনি কারণ স্মার্টফোন ব্যবহার করতে চান না। তবে আর চাপ নেই। আপনার সাধারণ ফোন থেকেও ইউপিআই ১২৩ ব্যবহার করে লেনদেন করতে পারবেন। প্রাথমিক ভাবে অবশ্য এই ব্যবস্থা হিন্দি এবং ইংরাজিতেই করা যাচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে বাকি ভারতীয় ভাষাতেও এই ভাবে লেনদেন করার ব্যবস্থা হচ্ছে।
কী ভাবে করবেন:
আপনার ফোন থেকে ০৮০৪৫১৬৩৬৬৬ ডায়াল করুন
কোন ভাষায় লেনদেন করতে চান তা জানতে চাইবে। জানান
লেনদেনের জন্য ১ টিপুন
যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নাম বলুন
১ টিপে ঠিক বলেছেন কিনা জানান
তারপর আবার ১ টিপুন লেনদেনের জন্য
এবার যে মোবাইল নম্বরে টাকা পাঠাতে চান সেটি লিখুন
আবার ১ টিপুন তথ্য ঠিক আছে তা জানাতে
এবার যে টাকা পাঠাতে চান তা লিখুন
এবার আপনার ইউপিআই পিন লিখুন লেনদেন সম্পূর্ণ করতে
শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, যে দেশ জুড়ে যে ভাবে ডিজিটাল লেনদেন বাড়ছে তাতে এই ব্যবস্থা যাতে সবাই ব্যবহার করতে পারেন তার ব্যবস্থা করতেই হত। না হলে এই ব্যবস্থাকে সর্বজনীন করে তোলা যেত না। তাই মোবাইল ফোনের প্রান্তিক ব্যবহারকারীরাও যাতে ইউপিআই ব্যবহার করতে পারে তা দেখতেই এই প্রযুক্তির কথা ভাবা হয়েছে।
বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।