PAN card

আর একদিন। তারপরই আপনার প্যান অচল, যদি না আধার সংযুক্ত থাকে

এটা শুধু তাঁদের জন্যই প্রযোজ্য যাঁরা এখনও তাঁদের প্যানের আধার সংযুক্তির কাজটা করে উঠতে পারেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২১ ১৪:০৬
Share:

প্রতীকী চিত্র।

আর মাত্র একটা দিন। তারপরই আপনার প্যান কার্ড অচল হয়ে যেতে পারে। শুধু তাই নয়, আবার চালু করতে গেলে দিতে হবে জরিমানা। এটা শুধু তাঁদের জন্যই প্রযোজ্য যাঁরা এখনও তাঁদের প্যানের আধার সংযুক্তির কাজটা করে উঠতে পারেননি। অথচ কাজটি কিন্তু খুব সহজ। নেটে গিয়ে কয়েকটি বোতাম টিপলেই হয়ে যাবে। প্যানও চালু থাকবে। কালকের মধ্যে যখনই কাজটি করবেন সঙ্গে সেই মোবাইলটি রাখবেন যা আপনার প্যান ও আধারের সঙ্গে যুক্ত।

Advertisement

তা হলে চলুন দেখে নেওয়া যাক এক এক করে কী ভাবে হবে এই কাজটি।

১) প্রথমেই যান আয়করের ই-ফাইলিং পোর্টালে। এই পোর্টালের লিঙ্ক হল https://incometaxindiaefiling.gov.in

Advertisement

২) আপনার সামনে স্ক্রিনে আসবে এই ছবিটি

৩) ক্লিক করুন Link Aadhaar-এ। ছবিতে আপনার সুবিধার জন্য লাল বাক্স করে চিহ্নিত করা আছে অংশটি।

৪) এই লিঙ্কে ক্লিক করলেই আপনার সামনে খুলে যাবে পরের ধাপ।

৫) এই অংশটিতে কিন্তু আপনাকে মন দিয়ে ভরতে হবে। প্রথমেই ক্যাপিটাল হরফে আপনার প্যান নম্বরটি ভরে ফেলুন।

৬) আধার নম্বরটি ভরুন।

৭) আপনার আধার কার্ডে জন্মদিন ও সাল লেখা আছে কি? যদি শুধু সাল দেওয়া থাকে তাহলে কিন্তু আধারের পরের লাইনের বাক্সটিতে (লাল রঙে গোল করে দেওয়া) টিক দিতে ভুলবেন না।

৮) নীল রঙের গোল করে দেওয়া অংশটিকে বলে ক্যাপচা কোড। এটি যেমনটি লেখা থাকবে তেমনটি লিখতে হবে পরের কালো গোল করে দেওয়া অংশে।

৯) অনেক সময় মিলতে চায় না। চিন্তা করার কিছু নেই। ওটিপি চেয়ে নিন। আপনার মোবাইলে ওটিপি এলেই তা ভরে দিন।

ব্যস আপনার কাজ শেষ। প্যান ও আধার এখন সংযুক্ত। আপনার প্যানও সুরক্ষিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement