Risks in Mutual Funds

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন ভাবছেন? তা হলে ঝুঁকির কারণগুলিও জেনে রাখুন

সমগ্র বিনিয়োগ যদি আপনি একটি মাত্র সেক্টরেই প্রদান করেন এবং সেই সেক্টর যদি হঠাৎ মন্দায় চলে যায় তা হলে অবধারিতভাবে আপনাকে অর্থের পুরো পরিমাণ হারাতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১১:১০
Share:

প্রতীকী চিত্র

মিউচুয়াল ফান্ড তুলনামূলকভাবে নিরাপদ হলেও ঝুঁকিমুক্ত নয়। অর্থনৈতিক বাজার কখনই স্থিতিশীল থাকে না। তা কখনও ওপরে ওঠে আবার কখনও ক্ষতির সম্মুখীন হয়। তাই বাজার বুঝে সবসময় বিনিয়োগ করা উচিত। কিন্তু তার আগে জেনে নেওয়া যাক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে কী কী কারণে আপনি ঝুঁকির সম্মুখীন হতে পারেন।

Advertisement

বিভিন্ন বাহ্যিক পরিস্থিতি: প্রাকৃতিক দুর্যোগ, মন্দা, রাজনৈতিক পরিবর্তন, সুদের হারের পরিবর্তন, ভূ-রাজনীতি, নীতি পরিবর্তন, ইত্যাদি পরিস্থিতি বাজারের কর্মক্ষমতাকে প্রভাবিত করে, তার ফলে তা বিনিয়োগের উপর রিটার্নকেও প্রভাবিত করে।

কন্সেন্ট্রেশন রিস্ক: সমগ্র বিনিয়োগ যদি আপনি একটি মাত্র সেক্টরেই প্রদান করেন এবং সেই সেক্টর যদি হঠাৎ মন্দায় চলে যায় তা হলে অবধারিতভাবে আপনাকে অর্থের পুরো পরিমাণ হারাতে হবে। সেই কারণেই ঝুঁকি এড়াতে বিভিন্ন খাতে বিনিয়োগ করা প্রয়োজন।

Advertisement

সুদের হার: সুদের হারের ওঠানামা ইক্যুইটি ফান্ডের চেয়ে ঋণ মিউচুয়াল ফান্ডকে বেশি প্রভাবিত করে। এই পরিবর্তনশীল সুদের হার আপনার আয়কেও প্রভাবিত করতে পারে।

মুদ্রাস্ফীতি: উচ্চ মুদ্রাস্ফীতি আপনার বিনিয়োগের উপর নেট আয়কে প্রভাবিত করে।

ক্রেডিট রিস্ক: নির্দিষ্ট প্রতিষ্ঠান যারা ঋণ দিচ্ছে তারা দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির কারণে ক্রেডিট দেওয়া ঝুঁকিপূর্ণ মনে করতে পারে।

এই সম্পর্কে বিস্তারিত জানতে আনন্দবাজার অনলাইন বন্ধন মিউচুয়াল ফান্ডের সহযোগিতায় আগামী ২৬ নভেম্বর একটি ওয়েবিনার আয়োজন করতে চলেছে। আলোচনায় থাকছেন বন্ধন মিউচুয়াল ফান্ডের প্রোডাক্ট হেড শীর্ষেন্দু বসু।

মিউচুয়াল ফান্ডের বিষয়ে আগ্রহ থাকলে আপনিও চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের ‘টাকা টক্‌’-এর পাতায়। ওয়েবিনার শুরু হবে দুপুর ১টায়। আপনারও যদি মিউচুয়াল ফান্ড নিয়ে কোনও প্রশ্ন থাকে, তা হলে সেই প্রশ্ন আগে থেকেই আমাদের পাঠাতে পারেন।

রেজিস্টার করতে পাশের লিঙ্কে ক্লিক করুন:

bit.ly/learningmutualfunds

এই প্রতিবেদনটি ‘টাকা টক্‌’ ফিচারের অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement