Risks in Mutual Funds

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন ভাবছেন? তা হলে ঝুঁকির কারণগুলিও জেনে রাখুন

সমগ্র বিনিয়োগ যদি আপনি একটি মাত্র সেক্টরেই প্রদান করেন এবং সেই সেক্টর যদি হঠাৎ মন্দায় চলে যায় তা হলে অবধারিতভাবে আপনাকে অর্থের পুরো পরিমাণ হারাতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১১:১০
Share:

প্রতীকী চিত্র

মিউচুয়াল ফান্ড তুলনামূলক ভাবে নিরাপদ হলেও ঝুঁকিমুক্ত নয়। কারণ, তার আয় বাজারের উপরে নির্ভরশীল। অর্থনৈতিক বাজার কখনওই স্থিতিশীল থাকে না। কখনও উপরে ওঠে, তখন লাভের অঙ্কও বাড়ে। আবার কখনও বাজার পড়ে গেলে ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই সব সময়ে বাজার বুঝে বিনিয়োগ করা উচিত। তবে তার আগে জেনে নেওয়া ভাল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে কী কী কারণে আপনি ঝুঁকির সম্মুখীন হতে পারেন।

Advertisement

বিভিন্ন বাহ্যিক পরিস্থিতি: প্রাকৃতিক দুর্যোগ, মন্দা, রাজনৈতিক পরিবর্তন, সুদের হারের পরিবর্তন, ভূ-রাজনীতি, নীতি পরিবর্তন, ইত্যাদি পরিস্থিতি বাজারের গতিপ্রকৃতিকে প্রভাবিত করে। ফলে তা বিনিয়োগের রিটার্নকেও প্রভাবিত করে।

কনসেন্ট্রেশন রিস্ক: সমগ্র বিনিয়োগ যদি একটিমাত্র বাণিজ্যিক ক্ষেত্র বা সেক্টরেঅ করেন এবং সেই সেক্টর যদি আচমকা মন্দায় চলে যায়, তা হলে অবধারিত ভাবে পুরো টাকাই হারাতে হবে। সেই কারণেই ঝুঁকি এড়াতে বিভিন্ন খাতে বিনিয়োগ করা প্রয়োজন।

Advertisement

সুদের হার: সুদের হারের ওঠানামা ইক্যুইটি ফান্ডের চেয়ে ঋণ অর্থাৎ ডেট মিউচুয়াল ফান্ডকে বেশি প্রভাবিত করে। এই পরিবর্তনশীল সুদের হার আপনার আয়কেও প্রভাবিত করতে পারে।

মুদ্রাস্ফীতি: উচ্চ মুদ্রাস্ফীতি আপনার বিনিয়োগের উপর নেট রিটার্নকে প্রভাবিত করে।

ক্রেডিট রিস্ক: যে প্রতিষ্ঠানগুলি ঋণ দেয় তারা দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির কারণে ঋণ দেওয়া ঝুঁকিপূর্ণ মনে করতে পারে।

এই সম্পর্কে সবিস্তার জানাতে আনন্দবাজার অনলাইন বন্ধন মিউচুয়াল ফান্ডের সহযোগিতায় আগামী ২৬ নভেম্বর একটি ওয়েবিনার আয়োজন করতে চলেছে। আলোচনায় থাকছেন বন্ধন মিউচুয়াল ফান্ডের প্রোডাক্ট হেড শীর্ষেন্দু বসু।

মিউচুয়াল ফান্ডের বিষয়ে আগ্রহ থাকলে আপনিও চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের ‘টাকা টক্‌’-এর পাতায়। ওয়েবিনার শুরু হবে দুপুর ১টায়। আপনারও যদি মিউচুয়াল ফান্ড নিয়ে কোনও প্রশ্ন থাকে, তবে সেই প্রশ্ন আগে থেকেই আমাদের পাঠাতে পারেন।

রেজিস্টার করতে পাশের লিঙ্কে ক্লিক করুন:

bit.ly/learningmutualfunds

এই প্রতিবেদনটি ‘টাকা টক্‌’ ফিচারের অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement