প্রতীকী চিত্র
নতুন বিনিয়োগকারীদের কাছে মিউচুয়াল ফান্ড সর্বদাই বিনিয়োগের একটি ভাল বিকল্প। তবে বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি উৎসাহ ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। বর্তমানে দেশজুড়ে চলছে উৎসবের মরশুম। এই উৎসবের মরশুমে অনেকের মধ্যেই বিনিয়োগের প্রতি বাড়তি আগ্রহ লক্ষ্যণীয় হয়ে থাকে। বিনিয়োগের ক্ষেত্রে নতুনরা প্রায়শই এমন ভুল করেন যা তাদের রিটার্ন এবং আর্থিক লক্ষ্যকে প্রভাবিত করতে পারে।
দীপাবলিতে অনেকেই অফিস বা কাজের জায়গা থেকে ইনসেন্টিভ পেয়ে থাকেন। সেই কারণেই এই ধরনের ব্যক্তিদের একটি বড় অংশের মধ্যে বোনাস বা ইনসেন্টিভের বেশিরভাগটাই বিনিয়োগ করার প্রবণতা লক্ষ্য করা যায়। তাই এই সময়টি বিনিয়োগ করার জন্য একটি ভাল সময় হতে পারে। তবে, বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি উৎসাহ থাকার কারণে অনেক বিনিয়োগকারীরাই ভুল পদক্ষেপ গ্রহণ করে থাকেন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ক্ষেত্রে এই সময়ে কোন কোন ভুল করা থেকে এড়িয়ে যাবেন?
এই সব প্রশ্নের উত্তর নিয়েই আনন্দবাজার অনলাইন গত ২৮ অক্টোবর একটি ওয়েবিনার আয়োজন করেছিল পাঠক এবং দর্শকদের জন্যে। আনন্দবাজার অনলাইনের নিজস্ব বিভাগ ‘টাকা টক্’-এর পাতায় সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। বন্ধন ব্যাঙ্কের সহযোগিতায় এই ওয়েবিনারের মূল বিষয় ছিল ‘ভাল মিউচুয়াল ফান্ড কী ভাবে বাছবেন’। বক্তা ছিলেন বন্ধন মিউচুয়াল ফান্ডের সেলস্ এবং মার্কেটিং হেড গৌরব পারিজা। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অভিষেক কর।
এই প্রতিবেদনটি ‘টাকা টক্’ ফিচারের অংশ।