Mutual Fund

ঋণপত্রে বিনিয়োগের জন্য বেছে নিতে পারেন এই সব গিল্ট ফান্ড

বাজারের এমন কয়েকটি ফান্ডের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০২১ ১৫:০৭
Share:

প্রতীকী চিত্র।

ঋণপত্রে বিনিয়োগের জন্য অনেক রকম ফান্ড রয়েছে। ঋণপত্রে বিনিয়োগের জন্য ভাবতে পারেন গিল্ট ফান্ডের কথা। এই সব মিউচুয়াল ফান্ড বেশির ভাগ ক্ষেত্রে সরকারি বন্ডে বিনিয়োগ করে থাকে। সে দিক থেকে বিবেচনা করলে এই বিনিয়োগে ঝুঁকি তুলনায় কম। যাঁরা দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করতে রাজি কিন্তু নিরাপদ ক্ষেত্রে বিনিয়োগের পক্ষে, তাঁদের জন্য এটি আদর্শ। বাজারের এমন কয়েকটি ফান্ডের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। আলোচনায় এদের ক্রিসিল রেটিংও উল্লেখ করা হবে। উল্লেখ্য, ক্রিসিল রেটিং যত কম, তত ভাল। রেটিং ১ থেকে ৫। ১ সব চেয়ে ভাল। ২-ও খুবই ভাল।

Advertisement

  • এলআইসি এমএফ গভর্নমেন্ট সিকিওরিটিজ ফান্ড-এর ক্রিসিল রেটিং ৫। গত ৬ বছরে বৃদ্ধির হার ২.০৪ শতাংশ।
  • ডিএসপি গভর্নমেন্ট সিকিওরিটিজ ফান্ড-এর ক্রিসিল রেটিং ৫। গত ৬ বছরে বৃদ্ধির হার ১.৯৩ শতাংশ।
  • এডেলওয়েজ গভর্নমেন্ট সিকিওরিটিজ ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪। গত ৬ বছরে বৃদ্ধির হার ৩.০১ শতাংশ।
  • নিপ্পন ইন্ডিয়া গিল্ট সিকিওরিটিজ ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪। গত ৬ বছরে বৃদ্ধির হার ০.৯০ শতাংশ।
  • আইডিএফসি গভর্নমেন্ট সিকিওরিটিজ ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪। গত ৬ বছরে বৃদ্ধির হার ১.৪৫ শতাংশ।
  • এল অ্যান্ড টি গিল্ট গ্রোথ-এর ক্রিসিল রেটিং ৩। গত ৬ বছরে বৃদ্ধির হার ১.০২ শতাংশ।
  • এইচডিএফসি গিল্ট ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩। গত ৬ বছরে বৃদ্ধির হার ১.৩৯ শতাংশ।
Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement