Investment

ফ্লোটার ফান্ড বেছে নিন ঋণপত্রে বিনিয়োগের জন্য, রইল কিছু ফান্ডের খোঁজ

বাজারের এমন গোটা দশেক ফান্ডের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। আলোচনায় এদের ক্রিসিল রেটিংও উল্লেখ করা হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ১৭:০২
Share:

প্রতীকী ছবি।

ঋণপত্রে বিনিয়োগের জন্য অনেক রকম ফান্ড রয়েছে। ঋণপত্রে বিনিয়োগের জন্য ভাবতে পারেন ফ্লোটার ফান্ডের কথা। এর সুদের হার ফ্লোটিং। ইন্টারেস্ট রেট উঠে গেলে বন্ডের দাম নিম্নমুখী হয়। আবার এর বিপরীতটাও ঘটে থাকে। বাজারের এমন গোটা দশেক ফান্ডের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। আলোচনায় এদের ক্রিসিল রেটিংও উল্লেখ করা হবে। উল্লেখ্য, ক্রিসিল রেটিং যত কম, তত ভাল। রেটিং ১ থেকে ৫। ১ সব চেয়ে ভাল। ২-ও খুবই ভাল।

Advertisement

  • আদিত্য বিড়লা সান লাইফ ফ্লোটিং রেট ফান্ড-এর ক্রিসিল রেটিং ৫। গত ছয় বছরে বৃদ্ধির হার ১.৯৫ শতাংশ।
  • নিপ্পন ইন্ডিয়া ফ্লোটিং ডেট ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩। গত ছয় বছরে বৃদ্ধির হার ২.৬২ শতাংশ।
  • এইচডিএফসি ফ্লোটিং ডেট ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩। গত ছয় বছরে বৃদ্ধির হার ২.৭৩ শতাংশ।
  • আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফ্লোটিং ডেট ফান্ড-এর ক্রিসিল রেটিং ১। গত ছয় বছরে বৃদ্ধির হার ৭.৭৬ শতাংশ।
  • ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফ্লোটিং ডেট ফান্ড-এর ক্রিসিল রেটিং ১। গত ছয় বছরে বৃদ্ধির হার ২.০৪ শতাংশ।
Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement