Mutual Fund

এই সব মিডিয়াম ডিউরেশন ফান্ড বেছে নিতে পারেন ঋণপত্রে বিনিয়োগের জন্য

এক থেকে তিন বছরের জন্য ঋণপত্রে বিনিয়োগের জন্য ভাবতে পারেন মিডিয়াম ডিউরেশন ফান্ডের কথা। এটি ব্যাঙ্ক ডিপোজিটের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ১৬:৫৬
Share:

প্রতীকী ছবি।

ঋণপত্রে বিনিয়োগের জন্য অনেক রকম ফান্ড রয়েছে। এক থেকে তিন বছরের জন্য ঋণপত্রে বিনিয়োগের জন্য ভাবতে পারেন মিডিয়াম ডিউরেশন ফান্ডের কথা। এটি ব্যাঙ্ক ডিপোজিটের বিকল্প হিসেবে দেখা যেতে পারে। বাজারের গোটা দশেক ফান্ডের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। আলোচনায় এদের ক্রিসিল রেটিংও উল্লেখ করা হবে। উল্লেখ্য, ক্রিসিল রেটিং যত কম, তত ভাল। রেটিং ১ থেকে ৫। ১ সব চেয়ে ভাল। ২-ও খুবই ভাল।

Advertisement

  • আইডিএফসি বন্ড ফান্ড-এর ক্রিসিল রেটিং ৫। গত ছয় বছরে এর বৃদ্ধির হার ১.৫৩ শতাংশ।
  • সুন্দরম মিডিয়াম টার্ম বন্ড ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪। গত ছয় বছরে এর বৃদ্ধির হার ০.৭৯ শতাংশ।
  • এসবিআই ম্যাগনাম মিডিয়াম টার্ম বন্ড ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪। গত ছয় বছরে এর বৃদ্ধির হার ২.৬৯ শতাংশ।
  • ডিএসপি বন্ড ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩। গত ছয় বছরে এর বৃদ্ধির হার ১.৬৩ শতাংশ।
  • এইচডিএফসি মিডিয়াম টার্ম ডেট ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩। গত ছয় বছরে এর বৃদ্ধির হার ৩.১৩ শতাংশ।
  • অ্যাক্সিস স্ট্র্যাটেজিক বন্ড ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩। গত ছয় বছরে এর বৃদ্ধির হার ৩.১৭ শতাংশ।
  • আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিডিয়াম টার্ম বন্ড ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩। গত ছয় বছরে এর বৃদ্ধির হার ৩.৩২ শতাংশ।
  • কোটাক মিডিয়াম টার্ম ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩। গত ছয় বছরে এর বৃদ্ধির হার ২.৪৯ শতাংশ।
Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement