সম্প্রতি রবীন্দ্রসদনে মুম্বইয়ের নাট্যদল ‘আনন্দম’ উপস্থাপনা করল ‘আলিবাবা’। পুরনো সেই কাহিনি আবারও নতুন রূপ পেল নাচ, গান ও রহস্যে ভরা নাটকে। দরিদ্র আলিবাবা কাঠ কাটতে গিয়ে গুহার সন্ধান পেয়েছিল। পরের গল্প সবারই জানা। কিন্তু এই নাটকে কুশীলবদের অভিনয় যেন জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। সূক্ষ্ম আবেগ, অনুভূতি প্রকাশ পেয়েছে, কখনও বা হাস্যরসের মাধ্যমে নিজেদের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন। আলিবাবা আবির বন্দ্যোপাধ্যায় ও মর্জিনা পৌলমী চক্রবর্তী অভিনয়ে অনবদ্য। অবশ্য অন্য চরিত্রে লাকি মুখোপাধ্যায়, গৌতম চট্টোপাধ্যায়, মুনমুন চট্টোপাধ্যায়, স্বাতী চট্টোপাধ্যায়, রাজসিক বন্দ্যোপাধ্যায় পাল্লা দিয়ে নিখুঁত অভিনয় করেছেন। এই নাটকের মঞ্চসজ্জায় বেশ অভিনবত্ব আছে। নাটকে গুহার মধ্যে যখন আলিবাবা ‘চিচিংফাঁক’ বলছে তখন গুহার বন্ধ দরজা খুলে যাওয়ার দৃশ্য এক অসাধারণ মুহূর্ত। নৃত্যে দোলা রায় আরবের নৃত্য-চল ব্যবহার করে প্রশংসা কুড়িয়েছেন। নাট্য পরিচালক লাকি মুখোপাধ্যায়।
মুম্বইয়ের প্রবাসী বাঙালিদের বিভিন্ন প্রযোজনা আগেও দর্শকদের প্রশংসা পেয়েছে। এই প্রযোজনাও তার ব্যতিক্রম নয়।