কবির গানে

সম্প্রতি দীপালিকা সঙ্গীতালয়ের ‘জীবনী ও গানে রজনীকান্ত’ শীর্ষক গীতি আলেখ্যতে গানে ছিলেন সুপর্ণা ঘোষ। নাট্যরূপ ও নির্দেশনায় তপন মুখোপাধ্যায়। খাদ্যরসিক কান্তকবির গান ‘যদি কুমড়ার মতো’ দ্বৈত কণ্ঠে শোনালেন অশোক ঘোষ ও সুপর্ণা ঘোষ। সংস্থার ছাত্রীরাও অনেকগুলি গান শোনালেন।

Advertisement
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৫ ০০:০৩
Share:

সম্প্রতি দীপালিকা সঙ্গীতালয়ের ‘জীবনী ও গানে রজনীকান্ত’ শীর্ষক গীতি আলেখ্যতে গানে ছিলেন সুপর্ণা ঘোষ। নাট্যরূপ ও নির্দেশনায় তপন মুখোপাধ্যায়। খাদ্যরসিক কান্তকবির গান ‘যদি কুমড়ার মতো’ দ্বৈত কণ্ঠে শোনালেন অশোক ঘোষ ও সুপর্ণা ঘোষ। সংস্থার ছাত্রীরাও অনেকগুলি গান শোনালেন। গীতি আলেখ্যতে অন্যান্যদের ভূমিকা ছিল রজত সেনগুপ্ত (রজনীকান্ত), ঈশিতা দাস অধিকারী (হিরন্ময়ী), দেবকুমার সেনগুপ্ত (তারকেশ্বর) প্রমুখ।

Advertisement

উদ্বোধনী সঙ্গীত ‘তুমি নির্মল কর’ সংস্থার খুদে শিল্পীদের গাওয়া গানটি এ দিনের সেরা প্রাপ্তি।

Advertisement

দেশ নিয়ে

সম্প্রতি আবির্ভাবের অনুষ্ঠানে মূল শিল্পী ছিলেন তাপস নাগ। আবৃত্তির বিষয়বস্তু ছিল দেশাত্মবোধক। অস্থির পরিবেশ ও অসহিষ্ণুতা নিয়ে ক্ষোভ প্রকাশ পেয়েছে তাপসের বেশ কয়েকটি আবৃত্তিতে। দেশপ্রেম নিয়ে বেশ কিছু গানও শোনালেন নবীন ও প্রবীন শিল্পীরা। তবে সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা পাঠ তাপসের কণ্ঠে অসাধারণ হয়ে ওঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement