এ শুধু গানের দিন

নতুন ও পুরনোর মেলবন্ধন। লিখছেন শিখা বসুনতুন ও পুরনোর মেলবন্ধন। লিখছেন শিখা বসু

Advertisement
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০০
Share:

বাংলা গানের নস্টালজিক দিনগুলি ফিরে পাওয়া গেল ভোলা ভট্টাচার্য ও পার্থপ্রতিম সাহার উদ্যোগে সম্প্রতি এক অনুষ্ঠানে। দু’দিনের অনুষ্ঠানের প্রথম দিনে রাঘব চট্টোপাধ্যায় তাঁর নিজের গানগুলি শোনালেন শ্রোতাদের। জোজো ও শুভমিতার গানেও নতুন ও পুরনো গানের সুর। তবে এ দিন সাক্ষরের গাওয়া ‘বৃদ্ধাশ্রম’ এক ভাবগম্ভীর পরিবেশ গড়ে তোলে। অবশ্য পরের গানে শিল্পীর অপূর্ব গায়কিতে ‘হয়তো তোমার জন্য’ ভালবাসার হাতটি বাড়িয়ে দেয়। সুমনার গানে রোম্যান্টিকতা জাগে ‘ঘুম ঘুম চাঁদে’। পরে উপলের গাওয়া ‘আমার বন্ধু’, ‘ও বন্ধু’ সত্যি প্রশংসা না করে পারা যায় না। যেমন অনিন্দ্যর ‘সেই রাতে রাত ছিল’, ‘কখন তোমার আসবে টেলিফোন’ মনে রাখার মতো।

Advertisement

ছবি: কৌশিক সরকার

উদ্যোক্তাদের প্রশংসা করতে হয়, এই অনুষ্ঠানে শুধু স্বর্ণযুগের গান নয়, দেশাত্মবোধকও প্রাধান্য পেয়েছে। ‘এই বাংলার মাটিতে’ সোনাক্ষী করের গানে শ্রোতাদের স্বতঃস্ফূর্ত সাড়া মেলে। যেমন ইমনের চারটি গানেও তার প্রতিফলন ঘটেছিল। বা সুফি গানে সাজদা বয়েজ।

Advertisement

এ ছাড়াও শিল্পীদের মধ্যে ছিলেন অরিজিৎ, সুমনা চক্রবর্তী, পিয়া আচার্য, সুজয় ভৌমিক, অমৃতা চট্টোপাধায়, কৌশিক রায়চৌধুরী, শাশ্বতী ও সাকিল আনসারি। শিল্পীদের বাদ্যযন্ত্রে সহযোগিতা করেছেন বাপ্পা চট্টোপাধ্যায়, বাবলু বিশ্বাস, বাপ্পা দে, সুবীর রায় প্রমুখ। দমদম বয়েজ-এর সঞ্চালনায় ছিলেন কৌশিক ভট্টাচার্য।

যখন সবাই মিলে

প্রথম বিশ্বযুদ্ধের পর একশো বছর পেরিয়ে গেলেও অশান্তির স্রোতে এখনও উত্তাল বিশ্ব। গভীর ভাবনায়, শিল্পীর দায়বদ্ধতায় একটি চমৎকার স্ক্রিপ্ট করেছেন সাম্য কার্ফা ‘যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ’। পরিচালনার দায়িত্বেও সাম্য। জ্ঞানমঞ্চে সুছাঁদ মঞ্চ, পিছনের পর্দায় ছবি আর ভিডিও-র মিশেলে জীবন্ত হয়ে উঠেছে যুদ্ধের বীভৎস রূপ। মঞ্চের দু’পাশে গানের শিল্পী শৌনক চট্টোপাধ্যায় আর জয়তী চক্রবর্তী। মধ্যে আবৃত্তিমগ্ন সাম্য আর শ্রাবন্তী বসু। কখনও মঞ্চে ব্রততী বন্দ্যোপাধ্যায়। স্বল্প পরিসরে দৃপ্ত উচ্চারণে মন্ত্রমুগ্ধ করে তুলছেন শ্রোতাদের। জয়তীর ‘বিশ্ব সাথে যোগে যেথায়’ পরম পাওয়া। শৌনক শুনিয়েছেন নজরুলের ধ্রুপদ অঙ্গের গান, ‘ভারত শ্মশান হল’। দ্বৈত গানে সেরা ‘তোমার কথা হেথা’। সাম্য ও শ্রাবন্তীর বলিষ্ঠ কণ্ঠে রবীন্দ্রনাথ থেকে সুনীল, শক্তি সবাই। শেষ গানও রবীন্দ্রনাথের ‘সকাতরে ওই কাঁদিছে সকলে’। আর সাম্যর কণ্ঠে ‘মানুষ বড় একলা’।

সংশোধন

গত সপ্তাহে প্রকাশিত ‘রাগে রঙে রবি’ অনুষ্ঠানটির আয়োজক ছিল বেঙ্গল চেম্বার অব কমার্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement