কোরক আয়োজিত রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠানে শোনা গেল কিছু ভাল গান ও কবিতা। গান ছাড়াও ছিল গীতি-আলেখ্য ‘সত্যকে দেখা’। ভাল লাগল রেবতী-অভিরূপের দ্বৈত গানটি – ‘চোখের আলোয়’। অভিরূপ দে’র চর্চিত কণ্ঠে ভাল লাগল ‘গোধূলি গগনে’ গানটিও। নন্দনা, তিষ্য – গান ও আবৃত্তিতে প্রতিভার পরিচয় রেখেছে। উল্লেখযোগ্য মলয় মাজি, রেবতী মণ্ডল, আশীষ দে, দামিনী দে, চন্দ্রা ভট্টাচার্য প্রমুখ। সৌম্যা ভট্টাচার্যের কণ্ঠে ‘আহা তোমার সঙ্গে’ পরিণত নিবেদন।
কথা বলে কবিতা
সম্প্রতি শরৎ সদনে কাব্যলোক আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই ‘ঝুলন’ কবিতাটি পাঠ করলেন সুজিত দত্ত। পর পর অনেক শিল্পীই প্রচলিত কবিতাগুলি পাঠ করলেন যা শুনতে মন্দ লাগেনি। তবে মানসী ভট্টাচার্যের তিনটি কবিতা পাঠের মধ্যে ‘আছে দু:খ আছে মৃত্যু’ অনবদ্য। শেষ পর্বে গান শোনালেন প্রতিমা গঙ্গোপাধ্যায়, মনোশ্রী লাহিড়ি প্রমুখ।
শুধু কথায়
সম্প্রতি সোমা ঘোষের কণ্ঠে শোনা গেল কৃষ্ণা বসুর লেখা ‘ভ্রাতৃদ্বিতীয়ার গল্প’ কবিতাটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবশঙ্কর হালদার, কৃষ্ণা বসু, কাজল সুর, সুস্মেলি দত্ত প্রমুখ।