টলি-বলি-হলি

রণবীর-ক্যাটরিনার ব্রেক আপ কি ছবির প্রোমোশনে প্রভাব ফেলবে? বলিউডে গুঞ্জন রণবীরের সঙ্গে প্রোমোশনে নাকি রাজি নন ক্যাট। যদিও এ বিষয়ে দুই তারকারই মুখে কুলুপ। বন্ধুদের দাবি, অনুরাগ বসুর ছবির প্রচারে রণবীরের সঙ্গে ফ্রেম শেয়ারে আপত্তি আছে ক্যাটরিনার।

Advertisement
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share:

এক ফ্রেমে রণবীরের সঙ্গে ক্যাটরিনার না

Advertisement

রণবীর-ক্যাটরিনার ব্রেক আপ কি ছবির প্রোমোশনে প্রভাব ফেলবে? বলিউডে গুঞ্জন রণবীরের সঙ্গে প্রোমোশনে নাকি রাজি নন ক্যাট। যদিও এ বিষয়ে দুই তারকারই মুখে কুলুপ। বন্ধুদের দাবি, অনুরাগ বসুর ছবির প্রচারে রণবীরের সঙ্গে ফ্রেম শেয়ারে আপত্তি আছে ক্যাটরিনার। দিনকয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ‘জগ্গা জাসুস’-য়ের একটি পোস্টার পোস্ট করে ক্যাচ লাইন লিখেছিলেন ক্যাট। সেখানে তিনি বলেন, ‘‘আমি আগুন দেখেছি, বৃষ্টি দেখেছি, রোদ ঝলমলে দিন দেখেছি। এবং আমার মনে হতো এমন দিন কখনও শেষ হবে না।’’

প্রায় বছরখানেক ভেঙে যাওয়া সম্পর্কের ক্ষত থেকে সম্ভবত এখনও বেরিয়ে আসতে পারেননি তিনি।

Advertisement

অক্ষয় সোনম রাধিকা আর…

চ্যালেঞ্জ নিতে বরাবর পছন্দ করেন। ‘ঢিশুম’য়ে সমকামীর চরিত্র করে সাড়া ফেলেছিলেন। এ বার সেই অক্ষয়কুমারই হতে চলেছেন ‘মেনস্ট্রুয়াল ম্যান’। আর বালকি-র ছবি ‘প্যাডম্যান’-এ মুখ্য চরিত্রে অভিনয় করবেন। অরুণাচলম মুরুগানানথম নামটা একসময় বেশ সা়ড়া ফেলেছিল। তাঁরই বায়োপিকে দেখা যাবে আক্কিকে। ছবিতে থাকছেন সোনম কপূর ও রাধিকা আপ্তে। আর প্রযোজক? অক্ষয়-পত্নী টুইঙ্কল।

ছোট পর্দায় তনুজা?

শাবানা আজমির পর এ বার কি ছোট পর্দায় আসতে চলেছেন তনুজা? জল্পনা নানান মহলে। গতবছর শুরু হয়েছে হিন্দি সিরিয়াল ‘আম্মা’। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন শাবানা। আর এ বার হিন্দি সিরিয়ালের একটি চরিত্র করার জন্য চ্যানেলের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বর্যীয়ান অভিনেত্রী তনুজাকে। তিনি রাজি হলে, এটাই হবে তাঁর প্রথম সিরিয়াল। দ্রাবিড় ও আর্যদের মধ্যে সংঘাতের পটভূমিতে তৈরি টেলি সোপের নাম ‘আরম্ভ’।

হঠাৎ ‘পদ্মাবতী’র সেট ছাড়লেন দীপিকা

পদ্মাবতী’র সেট ছেড়ে তিনি বেরিয়ে পড়েছেন। ঘুরে বে়ড়াচ্ছেন বিশ্বের নানান প্রান্তে। কী হল দীপিকা পাড়ুকোনের? হাতে যে আর সময় নেই। তাই মন দিয়েছেন হলিউডে তাঁর ফিল্মের প্রোমোশনে। ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব দ্য জেন্ডার কেজ’ মুক্তি পাচ্ছে ১৯ জানুয়ারি। আর তারই প্রোমোশন আর ইন্টারভিউ নিয়ে ভারী ব্যস্ত দীপিকা। লন্ডনে কয়েক দিন আগে ছবির প্রোমোশন সেরে ফেললেন। ছবিও পোস্ট করলেন ইন্সটাগ্রামে। ইতিমধ্যে মু্ম্বইয়েও প্রোমোশন সেরে ফেলেছেন দীপিকা। সঙ্গে ছিলেন ছবির নায়ক ভিন ডিজেল ও পরিচালক ডি জে কারুসো।

সঞ্জুবাবা-র জন্য প্রস্তুতি শুরু

পর্দার মহাবীর সিংহ ফোগতের পথে রণবীর কপূরও। এ বার আমিরের মতোই স্বাভাবিক ভাবে দেহের ওজন বাড়িয়ে চরিত্রোপযোগী হয়ে ওঠার চেষ্টা শুরু করে দিয়েছেন তিনি। সঞ্জয় দত্ত-র বায়োপিকের জন্য। হিরো ইমেজ সরিয়ে এ বার সঞ্জুবাবার ভূমিকায় দেখা যাবে রণবীরকে। এবং সে জন্যই সঞ্জয়ের মতো নিজেকে তৈরি করতে চাইছেন কপূর বাড়ির ছোট ছেলে।

প্রোমোশনে মাহিরা

উরি সন্ত্রাসের পরেই পাক শিল্পীদের দেশে পা রাখা নিয়ে ফতোয়া জারি করেছিল শিবসেনা। এমনকী ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তির আগে একপ্রকার মুচলেকাও দিতে হয় কর্ণ জোহরকে। কিন্তু এ সবের মাঝেই শোনা যাচ্ছে ‘রইস’য়ের প্রোমোশনে যোগ দিতে পারেন পাকিস্তানি নায়িকা মাহিরা খান।
তবে স্কাইপে।

আনাচে কানাচে

শহরের এক অনুষ্ঠানে জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ইন্দ্রাণী হালদার

রাজ চক্রবর্তীর ছবির শ্যুটিংয়ের ফাঁকে প্রিয়ঙ্কা সরকার

ছাতা ধরো হে: অনুপম রায়ের গানের অ্যালবামের শ্যুটিংয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নচিকেতা চক্রবর্তী

ছবি: সুব্রত কুমার মণ্ডল কৌশিক সরকার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement