সমরেশ বসুর ‘অমৃতকুম্ভের সন্ধানে’ উপন্যাস নিয়ে ছবি করার ইচ্ছে ছিল তপনবাবুর। অনুমতি নিতে গিয়ে শোনেন, সে-ছবির ‘রাইট’ তখন বিমল রায়ের কাছে।
সমরেশ বসু তখন তাঁর ‘নির্জন সৈকত’-এর কথা বলেন। ওটা নাকি একই স্টাইলে লেখা। এ বার স্ক্রিপ্ট লিখতে তপনবাবু চলে যান পুরী।
লিখতে লিখতে চার বিধবার রোলে প্রথমেই মনে পড়ে যাঁর নাম, তিনি ছায়াদেবী।
অপূর্ব ধ্রুপদী গান গাইতেন নাকি ছায়াদেবী। তালিম নিয়েছিলেন ভীষ্মদেব চট্টোপাধ্যায়, কৃষ্ণচন্দ্র দে, বেনারসের বুঁদি ওস্তাদ, গোয়ালিয়রের কে জে টেকলদের কাছে।
‘হারমোনিয়াম’ ছবিতে ছায়াদেবীকে প্রায় জোরজার করে গান গাইয়েছিলেন তপনবাবু। গানটি ছিল ঠুংরি ভাঙা। ‘আমি ছল করে জল আনতে যমুনাতে যাই’।
একেবারে খালি গলায়।
প্রথমে কিছুতেই গাইতে চাইছিলেন না। শেষে গানের অ্যারেঞ্জার অলোকনাথ দে আর তবলিয়া রাধাকান্ত নন্দী গানটির সুর তাল ওঁর কানে দিতেই ছায়াদেবী আচমকায় গেয়ে উঠেছিলেন তাঁর রেওয়াজি গলায়।