ঘরোয়া উপায়ে গরমে ‘ট্যান’ থেকে মুক্ত থাকুন এ ভাবে

এ বার রোদে বেরোলেও ট্যানিং নিয়ে ভয় নেই

Advertisement
শেষ আপডেট: ২০ মে ২০১৭ ১২:১০
Share:

এ বার রোদে বেরোলেও ট্যানিং নিয়ে ভয় নেই

Advertisement

ট্যানিংয়ের ওষুধ হিসেবে অ্যালো ভেরা জেল ভীষণ কার্যকরী। ট্যানড অংশে নিয়ম করে এটি লাগান। অবশ্য অ্যাপল সিডার ভিনিগারও ব্যবহার করতে পারেন। রোদে পুড়ে অনেক সময় মুখ খুব চুলকোয়, তখন ক্যালামাইন লোশন লাগালে আরাম পাওয়া যায়। জ্বলুনি হলে ভিজে টাওয়েল ওই অংশে দিয়ে রাখুন। শসার রসের সঙ্গে দুধ মিশিয়ে কালচে হয়ে যাওয়া অংশে লাগাতে পারেন। এই সমস্যার আরও একটা টোটকা আলুর রস। এক টেবলচামচ কমলালেবুর রস ও দই একসঙ্গে ভাল করে মিশিয়ে ট্যানড অংশে লাগান। আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এক টেবলচামচ স্যান্ডালউড পাউডার ও ডাবের জল ভাল করে মিশিয়েও মাখতে পারেন। কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। অল্প হলুদবাটা দুধের সঙ্গে মিশিয়ে মুখে মাখুন। এটি মুখের পোড়াভাব দূর করে, সঙ্গে কমপ্লেকশনও উজ্জ্বল করে। এ সবের সঙ্গে রোদে বেরোলে সানস্ক্রিন মাস্ট। মুখের সঙ্গে হাতে-পায়েও তা লাগান। সানস্ক্রিনের এসপিএফ অন্তত ২৫ এবং ইউভিএ ও ইউভিবি প্রতিরোধক ক্ষমতা যেন থাকে। আলট্রাভায়োলেট রে প্রতিরোধক সানগ্লাসও ব্যবহার করুন। কোনও কোনও ওষুধের কারণেও ত্বকের সেনসিটিভিটি বেড়ে যায়। সেটাও মনে রাখবেন।

মডেল: অনিন্দিতা মেকআপ: অভিজিৎ পাল পোশাক: লাইস্টাইল, কোয়েস্ট মল ছবি: শুভদীপ ধর

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement