টুকরো খবর

স্থায়ীকরণ, বেতনবৃদ্ধি-সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে মেদিনীপুরে এক কনভেনশন করলেন নার্সরা (সেকেন্ড এএনএম)। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মেদিনীপুর কলেজের সভাগৃহে এই কনভেনশন হয়। ছিলেন ফেডারেশনের রাজ্য নেতা মনোজ চক্রবর্তী, জেলা নেতা সুব্রত সরকার, মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু প্রমুখ। ইতিমধ্যে নার্সরা একটি সংগঠনও গড়ে তুলেছেন। ‘ওয়েস্ট বেঙ্গল এনআরএইচএম নার্সিং অ্যাসোসিয়েশন’ নামে ওই সংগঠনের উদ্যোগে আগে রাজ্য স্তরে কর্তৃপক্ষের কাছে দাবিপত্রও পেশ করা হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৪ ০২:৪১
Share:

স্থায়ীকরণের দাবিতে নার্সদের কনভেনশন

Advertisement

স্থায়ীকরণ, বেতনবৃদ্ধি-সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে মেদিনীপুরে এক কনভেনশন করলেন নার্সরা (সেকেন্ড এএনএম)। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মেদিনীপুর কলেজের সভাগৃহে এই কনভেনশন হয়। ছিলেন ফেডারেশনের রাজ্য নেতা মনোজ চক্রবর্তী, জেলা নেতা সুব্রত সরকার, মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু প্রমুখ। ইতিমধ্যে নার্সরা একটি সংগঠনও গড়ে তুলেছেন। ‘ওয়েস্ট বেঙ্গল এনআরএইচএম নার্সিং অ্যাসোসিয়েশন’ নামে ওই সংগঠনের উদ্যোগে আগে রাজ্য স্তরে কর্তৃপক্ষের কাছে দাবিপত্রও পেশ করা হয়েছে। এ বার মেদিনীপুর শহরে কনভেনশন হল। রবিবারের এই কর্মসূচিতে প্রায় চারশো নার্স যোগ দিয়েছেন বলে জানিয়েছে ফেডারেশন। নার্সদের পক্ষে সঙ্গীতা মাহাতো, রেনুকা চন্দ্র, সবিতা ভুঁইয়ারা বলেন, “আশা করব, সরকার আমাদের দাবিগুলো গুরুত্ব দিয়ে দেখবে।” ফেডারেশনের রাজ্য নেতা মনোজ চক্রবর্তীর আশ্বাস, “মুখ্যমন্ত্রীকে দাবিগুলো বিবেচনা করে দেখার অনুরোধ করব।” ফেডারেশনের জেলা নেতা সুব্রত সরকার নার্সদের উদ্দেশে বলেন, “আপনাদের কাজের সঙ্গে একাত্ম হতে হবে। দেখতে হবে, কাজ নিয়ে কখনও যেন প্রশ্ন না ওঠে।”

Advertisement

মৃত্যুতে ভাঙচুর

এক যুবক রোগীর মৃত্যুকে ঘিরে রবিবার রাতে ভাঙচুর করা হয় বাগুইআটির এক হাসপাতালে। মলয় বাগুই নামে ওই যুবকের পরিজনদের অভিযোগ, হাসপাতালের গাফিলতিতেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মলয়ের বাড়ির লোক তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁকে প্রায় ২০ মিনিট ফেলে রাখা হয় বলে অভিযোগ। তার পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করলে ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়স্বজন।

বিষক্রিয়ায় মৃত্যু

বিষক্রিয়ায় মৃত্যু হল এক ব্যাক্তির রবিবার সকালে বড়ঞা থানার কুলি পঞ্চায়েত এলাকার শিমুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে। মৃতের নাম সুরেশ সাহা (৫০)। অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement