ভিম অ্যাপ উদ্বোধনের সময় মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে নগদহীন করতে উদ্বোধন করেছেন নয়া অ্যাপ। নাম ‘ভিম’। ভিমরাও অম্বেদকরের স্মৃতিতে এই অ্যাপের নামকরণ করা হয়। উদ্বোধনের ৪৮ ঘণ্টার মধ্যেই গুগল অ্যাপ স্টোরে জনপ্রিয় হয়ে ওঠে ভিম। দেশকে ক্যাশলেস করতে এই অ্যাপ কতটা কার্যকরী, এ বিষয়ে সর্বোচ্চ রেটিং দিলেন ৫৬ হাজারের বেশি উপভোক্তা। নরেন্দ্র মোদীর এই উদ্যোগে প্রশংসায় ভরে গিয়েছে গুগল স্টোরের ওয়াল। কেউ বলছেন, পেটিএম-এর থেকে দারুণ। কেউ বা বলছেন, টাকা লেনদেনের সবচেয়ে সহজ সরল প্রযুক্তি। তা হলে, জেনে নেওয়া যাক ভিম অ্যাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
আরও পড়ুন- এটিএমে একটু বেশি টাকা মিলবে! ব্যস, ৫০ দিন পর শুধু এটুকুই?