Bizarre

সন্তানধারণে অক্ষম, তাই শরীরে মায়ের জরায়ু প্রতিস্থাপন করালেন তরুণী!

মিশেল ব্রায়ান্টের কন্যা কার্স্টি দ্বিতীয় বার মা হতে চেয়েছিলেন। তাই মেয়েকে জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মিশেল। কী ভাবে তা সম্ভব হল?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

সিডনি, অস্ট্রেলিয়া শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ১৪:৫৮
Share:

মায়ের জরায়ু মেয়ের শরীরে। ছবি: সংগৃহীত

মেয়ে সন্তানধারণ করতে পারছে না, তাই নিজের জরায়ু তাকে দান করলেন মা। মিশেল ব্রায়ান্টের কন্যা কার্স্টির প্রথম সন্তানের জন্মের পর জরায়ুতে রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ু বাদ দিতে হয়। দ্বিতীয় বার মা হতে চেয়েছিলেন তিনি। তাই মেয়েকে জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মা মিশেল। জরায়ু প্রতিস্থাপনের কয়েক সপ্তাহ পরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কার্স্টি।

Advertisement

জরায়ু প্রতিস্থাপনের অস্ত্রোপচার অস্ট্রেলিয়ায় এই প্রথম। ৩০ বছর বয়সি কার্স্টি নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা। ১৬ ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারের পর কার্স্টির শরীরে মায়ের জরায়ু প্রতিস্থাপন সফল হয়। কার্স্টি এখন অন্তঃসত্ত্বা। কার্স্টি বলেন, ‘‘আমার সন্তান যে জরায়ুতে বেড়ে উঠছে আমিও এক সময় সেই জরায়ুতেই বড় হয়েছি, এটা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই বছরের শেষেই আমার দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসবে। আমি অবাক আমার শরীর এত বড় অস্ত্রোপচার নিতে পেরেছে বলে। আমার মা আমায় জীবনের সেরা উপহার দিয়েছেন। আমার মা-ও খুব খুশি।’’

কার্স্টির জরায়ুর সঙ্গে স্নায়ুর কোনও যোগ নেই। ছবি: সংগৃহীত

কার্স্টির জরায়ুর সঙ্গে স্নায়ুর কোনও যোগ নেই। তাই প্রসবযন্ত্রণা উঠলেও কার্স্টি টের পাবেন না। তরুণীর গর্ভাবস্থা বেশ ঝুঁকিপূর্ণ। তরুণীকে প্রতি মুহূর্তে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement