প্রতীকী ছবি।
বিয়ে করার ভাবনা আগে ছিল না। স্থায়ী সম্পর্কও হয়ে ওঠেনি। কিন্তু বয়স ৪০-এর কোঠায় পৌঁছতেই যেন সঙ্গী চাইছে মন। তার উপরে আবার করোনাকালে একাকিত্বের বোধ তৈরি হয়েছে। মনে হচ্ছে কারও সঙ্গে জীবন কাটাতে পারলে মন্দ হয় না। কিন্তু এই বয়সে এসে পছন্দের কোনও মানুষকে পাওয়াও সহজ কাজ যে নয়। চাইলেই একটি সম্পর্ক গড়ে উঠবে, এমন তো নয়।
চল্লিশের পর নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে নিজের আচরণে বিশেষ নজর দেওয়া জরুরি। খেয়াল রাখতে হবে চারপাশে বদলাতে থাকে পরিস্থিতিও। তা ছাড়া আর কোন দিকে খেয়াল রাখা জরুরি?
১) ধৈর্য ধরতে হবেই। এই বয়সে নতুন মানুষের সঙ্গে মন খুলে কথা বলার অভ্যাস অধিকাংশেরই কমে যায়। ফলে বন্ধুত্ব হতে সময় লাগে।
২) তবে তার মানে এমন নয় যে, নতুন সম্পর্ক হওয়া কঠিন। হতাশ হওয়া চলবে না। তাতে আরও বন্ধুর অভাব ঘটতে পারে।
৩) ডেটিং সাইটের সাহায্য অনেকেই নিয়ে থাকেন। তবে সুস্থ সম্পর্ক চাইলে নিজের সম্পর্কে সব সত্যি লিখতে হবে সেই সাইটে।
প্রতীকী ছবি।
৪) কোনও মানুষকে নিয়ে অল্প অস্বস্তি দেখা দিলেও না এগনোই শ্রেয়। এই বয়সে সম্পর্ক কেন্দ্রিক জটিলতা কম লোকেই পছন্দ করেন।
৫) কাউকে পছন্দ হলে দ্বিধা করবেন না। এগিয়ে যান। তিনি কবে বন্ধুত্বের হাত বাড়াবেন, সে অপেক্ষায় বসে থেকে লাভ নেই।
এ সব যদি ঠিক ভাবে এগোয়, তবে আরও একটি বিষয়ে খেয়াল রাখা জরুরি। নতুন কোনও ব্যক্তি আপনার জীবনে এলে, তাঁকে নিজের সম্পর্কে জানতে দেওয়ার দায়িত্ব আপনারও। আপনার জীবনের প্রথম চল্লিশ বছর সম্পর্কে এই মানুষটি কিছুই জানেন না। তাঁর সঙ্গে যথা সম্ভব কথা বলুন। তাঁকেও চিনতে সুবিধা হবে।