হোয়াটসঅ্যাপের তালিকায় যুক্ত হল আরও নতুন একটি বৈশিষ্ট্য। ছবি: সংগৃহীত
একের পর এক নয়া বৈশিষ্ট্যের সংযোজন হয়ে চলেছে হোয়াটসঅ্যাপে। বেশ কিছু দিন আগেই ভুল বার্তা লিখে পাঠালে তা সংশোধনের করার যাবে বলে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। তারও আগে গ্রুপকলের সদস্য সংখ্যা এক ধাক্কায় প্রায় দ্বিগুণ করার ঘোষণাও করা হয়েছিল। এ বার সেই তালিকায় যুক্ত হল আরও নতুন একটি বৈশিষ্ট্য।
গ্রুপ কলে অনেক সময় অনেকেই ভুলবশত নিজেদের মাইক চালু করে ফেলেন। তা বন্ধ করার কথা জানিয়ে লিখে পাঠানোর সুবিধাও রয়েছে। তবে সেই বার্তা অনেক সময়ই চোখ এড়িয়ে যায়। তার ফলে মাইক চালু থাকার কারণে অনেকে বিভিন্ন অবাঞ্ছিত শব্দ অস্বস্তির কারণ হয়ে ওঠে। তবে এ বার থেকে গ্রুপ কলে কারও মাইক যদি চালু হয়ে যায় তা হলে গ্রুপ কলে থাকা অন্য কোনও সংশ্লিষ্ট ওই ব্যক্তির চালু হয়ে যাওয়া মাইক বন্ধ করে দিতে পারবেন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।